শিলিগুড়ি, 21 ফেব্রুয়ারি : হাত বদলের আগেই বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র, শিলিগুড়িতে গ্রেপ্তার ক্যারিয়ার ৷ রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্র হাত বদলের কথা ছিল ৷ তার আগেই গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ । ধৃত ওই যুবককে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । যদিও এই ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা এখনও জানা যায়নি । সেক্ষেত্রে ধৃতকে হেপাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে ।
সামনেই পৌরভোট । তার আগেই ফের একবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হল শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকার সার্কিট হাউজ সংলগ্ন মসজিদ মোড় এলাকা থেকে । পুলিশ সূত্রে খবর, ধৃত ওই যুবকের নাম এস কে হাবিব । সে চম্পাশরির আনন্দময়ী কলোনির বাসিন্দা । তার হেপাজত থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে । এর আগে সে এধরনের ঘটনার সঙ্গে যুক্ত ছিল কিনা পুলিশের তরফ থেকে খোঁজ চালানো হচ্ছে ৷ পুলিশ সূত্রে খবর, এর আগে ফুলবাড়ি ও ফাঁসিদেওয়া এলাকা থেকে পর্যায়ক্রমে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল । ঘটনায় একাধিক ব্যক্তি পুলিশের জালে ধরা পড়ে । ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ঊর্ধ্বমুখী । সামনেই পৌরভোট থাকায় ওয়াকিবহল মহলের আশঙ্কা, পৌর ভোটে সন্ত্রাস ছড়ানোর লক্ষে বাইরে থেকে আগ্নেয়াস্ত্র আনার প্রচেষ্টা চলছিল ৷
খতিয়ে দেখা হচ্ছে, আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘটনায় কোন বড় চক্র সক্রিয় আছে কি না? খতিয়ে দেখা হচ্ছে ওই আগ্নেয়াস্ত্র কার হাতে তুলে দেওয়ার কথা ছিল বা তার লক্ষ্য কি ছিল ।