শিলিগুড়ি, 24 আগস্ট: তখন বিকেলবেলা ৷ এলাকাও বেশ জমজমাট ৷ জনা তিনজন অগন্তুককে অফিসের সামনে দেখে বিন্দুমাত্র সন্দেহ হয়নি কারও৷ যদিও সেই ভুল ভাঙতে বেশিক্ষণ সময় লাগেনি ৷ হঠাৎই বন্দুক উঁচিয়ে, নিরাপত্তারক্ষীদের ঘায়েল করে নগদ প্রায় দেড় লক্ষাধিক টাকা ও সোনার গয়না লুট করে পালায় ওই তিন দুষ্কৃতী ৷
মূলত সোনা বন্ধক রেখে ঋণ দেয় বেসরকারি ওই সংস্থা ৷ আজ বিকেলে আচমকাই সংস্থার অফিসে ঢুকে পড়ে জনা তিনেক দুষ্কৃতী ৷ লুটপাট চালায় । বাধা দিতে গেলে নিরাপত্তারক্ষী সহ আরও একজন আহত হন ৷ ঘটনার পর তাদের শিলিগুড়ির একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় । তবে সঠিক কত পরিমাণ সোনা খোয়া গেছে তা এখনও স্পষ্ট নয় ৷ সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । বন্ধ করে দেওয়া হয়েছে অফিসের মেন গেট ৷ খবর পেতেই ঘটনাস্থানে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ৷ খতিয়ে দেখা হচ্ছে CCTV ফুটেজ ৷
এই বিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের DCP (পূর্ব) ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, "CCTV-র ফুটেজে ওই দুষ্কৃতীদের হাতে বন্দুক দেখা গেছে । তবে তা আসল না নকল তা এখনই স্পষ্ট নয় । তদন্ত শুরু হয়েছে । সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার ও কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ এছাড়াও আশেপাশের বিভিন্ন দোকান, ব্যাঙ্কের বাইরে ও ভেতরে থাকা CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হচ্ছে ।"
গত বছর ডাকাতির ঘটনা ঘটেছিল হিলকার্ট রোড এলাকার একটি সোনার দোকানে । এরপর জলপাইগুড়ি ও শিলিগুড়ি জেলা মিলিয়ে মোট চারটি পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল এলাকায় ।