ETV Bharat / state

বন্দুক দেখিয়ে ডাকাতি, ঋণ প্রদানকারী সংস্থা থেকে লুট লক্ষাধিক টাকা ও গয়না - গয়না

এক বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থায় ডাকাতি ৷ লুট লক্ষাধিক টাকা ও গয়না ৷ জনা তিনেক দুষ্কৃতী লুটপাট চালায় ওই সংস্থার অফিসে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ খতিয়ে দেখা হচ্ছে CCTV ফুটেজ ৷

প্রতীকী ছবি
author img

By

Published : Aug 24, 2019, 9:50 PM IST

শিলিগুড়ি, 24 আগস্ট: তখন বিকেলবেলা ৷ এলাকাও বেশ জমজমাট ৷ জনা তিনজন অগন্তুককে অফিসের সামনে দেখে বিন্দুমাত্র সন্দেহ হয়নি কারও৷ যদিও সেই ভুল ভাঙতে বেশিক্ষণ সময় লাগেনি ৷ হঠাৎই বন্দুক উঁচিয়ে, নিরাপত্তারক্ষীদের ঘায়েল করে নগদ প্রায় দেড় লক্ষাধিক টাকা ও সোনার গয়না লুট করে পালায় ওই তিন দুষ্কৃতী ৷

মূলত সোনা বন্ধক রেখে ঋণ দেয় বেসরকারি ওই সংস্থা ৷ আজ বিকেলে আচমকাই সংস্থার অফিসে ঢুকে পড়ে জনা তিনেক দুষ্কৃতী ৷ লুটপাট চালায় । বাধা দিতে গেলে নিরাপত্তারক্ষী সহ আরও একজন আহত হন ৷ ঘটনার পর তাদের শিলিগুড়ির একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় । তবে সঠিক কত পরিমাণ সোনা খোয়া গেছে তা এখনও স্পষ্ট নয় ৷ সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । বন্ধ করে দেওয়া হয়েছে অফিসের মেন গেট ৷ খবর পেতেই ঘটনাস্থানে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ৷ খতিয়ে দেখা হচ্ছে CCTV ফুটেজ ৷

এই বিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের DCP (পূর্ব) ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, "CCTV-র ফুটেজে ওই দুষ্কৃতীদের হাতে বন্দুক দেখা গেছে । তবে তা আসল না নকল তা এখনই স্পষ্ট নয় । তদন্ত শুরু হয়েছে । সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার ও কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ এছাড়াও আশেপাশের বিভিন্ন দোকান, ব্যাঙ্কের বাইরে ও ভেতরে থাকা CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হচ্ছে ।"

গত বছর ডাকাতির ঘটনা ঘটেছিল হিলকার্ট রোড এলাকার একটি সোনার দোকানে । এরপর জলপাইগুড়ি ও শিলিগুড়ি জেলা মিলিয়ে মোট চারটি পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল এলাকায় ।

শিলিগুড়ি, 24 আগস্ট: তখন বিকেলবেলা ৷ এলাকাও বেশ জমজমাট ৷ জনা তিনজন অগন্তুককে অফিসের সামনে দেখে বিন্দুমাত্র সন্দেহ হয়নি কারও৷ যদিও সেই ভুল ভাঙতে বেশিক্ষণ সময় লাগেনি ৷ হঠাৎই বন্দুক উঁচিয়ে, নিরাপত্তারক্ষীদের ঘায়েল করে নগদ প্রায় দেড় লক্ষাধিক টাকা ও সোনার গয়না লুট করে পালায় ওই তিন দুষ্কৃতী ৷

মূলত সোনা বন্ধক রেখে ঋণ দেয় বেসরকারি ওই সংস্থা ৷ আজ বিকেলে আচমকাই সংস্থার অফিসে ঢুকে পড়ে জনা তিনেক দুষ্কৃতী ৷ লুটপাট চালায় । বাধা দিতে গেলে নিরাপত্তারক্ষী সহ আরও একজন আহত হন ৷ ঘটনার পর তাদের শিলিগুড়ির একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় । তবে সঠিক কত পরিমাণ সোনা খোয়া গেছে তা এখনও স্পষ্ট নয় ৷ সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । বন্ধ করে দেওয়া হয়েছে অফিসের মেন গেট ৷ খবর পেতেই ঘটনাস্থানে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ৷ খতিয়ে দেখা হচ্ছে CCTV ফুটেজ ৷

এই বিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের DCP (পূর্ব) ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, "CCTV-র ফুটেজে ওই দুষ্কৃতীদের হাতে বন্দুক দেখা গেছে । তবে তা আসল না নকল তা এখনই স্পষ্ট নয় । তদন্ত শুরু হয়েছে । সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার ও কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ এছাড়াও আশেপাশের বিভিন্ন দোকান, ব্যাঙ্কের বাইরে ও ভেতরে থাকা CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হচ্ছে ।"

গত বছর ডাকাতির ঘটনা ঘটেছিল হিলকার্ট রোড এলাকার একটি সোনার দোকানে । এরপর জলপাইগুড়ি ও শিলিগুড়ি জেলা মিলিয়ে মোট চারটি পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল এলাকায় ।

Intro:বন্দুক উঁচিয়ে ডাকাতি, ঋণ প্রদানকারী সংস্থা থেকে লুঠ নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার!

শিলিগুড়ি, ২৪ আগস্টঃ ফের একবার শিলিগুড়ির শহরে ডাকাতির ঘটনা ঘটল। এবার ঘটনাস্থল শিলিগুড়ির প্রাণকেন্দ্র বর্ধমানরোডে অবস্থিত সোনার বিনিময়ে ঋণ প্রদাণকারী সংস্থা। খোঁয়া গেল নগদ প্রায় দেড় লক্ষাধিক টাকা সহ প্রচুর স্বর্ণালঙ্কার। ঘটনার খবর পেতেই মূহুর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তাবড় তাবড় কর্তা ব্যক্তিরা। সিসি ক্যামেরার ফুটেজকে হাতিয়ার করে শুরু হয়েছে তদন্ত৷

Body:আজ বিকেলে বর্ধমানরোড এলাকার ওই ঋণ প্রদাণকারী সংস্থায় আনুমানিক তিনজন দুষ্কৃতি ঢুকে পড়ে। এরপরই বন্দুক উঁচিয়ে লুঠপাট চালায় তারা। ঘটনায় বাঁধা দিতে গিয়ে নিরাপত্তারক্ষী সহ আরও একজন আহত হন৷ ঘটনার পর তাদের দ্রুত শিলিগুড়ির নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। আপাতত তারা সুস্থ।

এদিনের ঘটনায় সঠিক কত পরিমাণ স্বর্ণালঙ্কার খোঁয়া গিয়েছে তা এখনও স্পষ্ট নয়৷ সেক্ষেত্রে হিসেব বিকেষ চলছে। অন্যদিকে, ঘটনার তদন্তে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তাবড় তাবড় কর্তারা জিঞ্জাসাবাদ শুরু করেছেন সংস্থার কর্তাব্যক্তিদের। খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ। পাশাপাশি তদন্তের স্বার্থে ওই সংস্থার সদর দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। ভেতর থেকে যেমন কাউকে বাইরে বেরতে দেওয়া হচ্ছে না তেমনই বাইরে থেকে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

Conclusion:এবিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইষ্ট ইন্দিরা মুখার্জী বলেন, বন্দুক দেখা হয়েছিল। তবে তা আসল না নকল তা এখনই স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে। সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার সহ কর্মীদেরও জিঞ্জাসাবাদ করা হচ্ছে৷ বেশকিছু তথ্য মিলেছে। এছাড়াও আশেপাশের বিভিন্ন দোকান, ব্যাঙ্কের বাইরে থাকা সিসি ক্যামেরা সহ ওই সংস্থার সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷ প্রাথমিক একটা সূত্র মিলেছে। দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি শুরু হচ্ছে।

গত বছর ডাকাতির ঘটনা ঘটেছিল হিলকার্টরোড এলাকায় অবস্থিত সোনার দোকানে। এরপর জলপাইগুড়ি ও শিলিগুড়ি জেলা মিলিয়ে মোট চারটি পেট্রোলপাম্পে ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল। ফের একবার ডাকাতির ঘটনায় অস্বস্থিতে পুলিশ মহল। আতঙ্কিত শহরবাসী।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.