ETV Bharat / state

Rangeet Tea Garden : বৃহস্পতিবার থেকে খুলছে দার্জিলিংয়ের রঙ্গীত চা-বাগান - Rangeet Tea Garden

বৃহস্পতিবার থেকেই রঙ্গীত চা-বাগান খোলার কড়া নির্দেশ দার্জিলিংয়ের জেলাশাসকের (Rangeet tea garden to open for Tourist) । খুশির হাওয়া চা বাগান শ্রমিকদের মধ্যে।

Rangeet tea garden of Darjeeling to be opened from Thursday
বৃহস্পতিবার থেকে খুলছে দার্জিলিংয়ের রঙ্গীত চা বাগান
author img

By

Published : Apr 20, 2022, 8:39 PM IST

দার্জিলিং, 20 এপ্রিল : বৃহস্পতিবার থেকেই খুলছে রঙ্গীত চা-বাগান (Rangeet tea garden of Darjeeling to be opened from Thursday) । মালিকপক্ষকে এমনটাই কড়া নির্দেশ দিলেন দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম ।

পূর্ব ঘোষণা অনুযায়ী, এদিন দার্জিলিংয়ের জেলাশাসক কার্যালয়ে রঙ্গীত চা-বাগানের বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। জেলাশাসক এস পুন্নমবলম নিজে বৈঠকে উপস্থিত ছিলেন এবং পুলিশ প্রশাসনিক আধিকারিক, মহকুমাশাসক, হামরো পার্টির চেয়ারম্যান রোশন লামা, প্রধান উপদেষ্টা জিতেন রাই এবং রঙ্গীত গ্রাম সংস্কার সম্মেলনের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন । হামরো পার্টি তরফে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অজয় ​​এডওয়ার্ডস, তৃণমূল কংগ্রেসের এনভি খাওয়াস, জিএনএলএফের এসকে লামা, গোর্খা জনমুক্তি মোর্চার সুরজ সুব্বা এবং ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার জেভি তামাং।

হামরো পার্টির সহ-সভাপতি জিতেন রাই বলেন, "বৈঠকে আমরা খুবই খুশি । এর আগে রঙ্গীতের কর্মীরা ওরফে কাঞ্চনভিউ টি প্ল্যান্টেশন প্রতিটি প্ল্যান্টেশনের সভায় নয় দফা দাবি জানিয়ে আসছিল । কিন্তু সভাগুলোতে দাবির বিষয়ে খালি আশ্বাসই দিচ্ছিল । যখন তাঁরা আমাদের দাবি নিয়ে কোনও লিখিত চুক্তি ছাড়াই প্ল্যান্টেশন খোলার কথা বলে, আমরা তাঁর বিরোধিতা করেছিলাম । প্ল্যান্টেশন চালু করতে হবে । আমাদের দাবি মালিকদের পাশাপাশি সরকারকে শুনতে হবে । বৈঠকে লিখিতভাবে আমাদের দাবি মেনে নিয়ে দৃঢ় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে ।"

বৃহস্পতিবার থেকে খুলছে দার্জিলিংয়ের রঙ্গীত চা বাগান

গ্রাম উন্নয়ন সম্মেলনের প্রধান উপদেষ্টা ইয়াংজি শেরপা বলেন, "কয়েকদিন ধরে বাগানটি বন্ধ থাকায় জেলশাসক এস পুন্নমবলম-সহ শ্রম কমিশনার আশিস সুব্বাকে দুই মাসের ছুটি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন । একইভাবে, জেলাশাসক অবসরপ্রাপ্ত কর্মীদের অবিলম্বে তাঁদের বেতন পরিশোধ করার নির্দেশ দিয়েছেন । বৃহস্পতিবার থেকে বাগানগুলি খুলতে নির্দেশ দিয়েছেন । তবে স্থানীয়দের ক্ষতি না করার জন্য ।"

হামরো পার্টির হস্তক্ষেপে জেলা প্রশাসনের উদ্যোগ নিয়ে সন্তুষ্ট চা শ্রমিকরা । চা-বাগানে টি ট্যুরিজমর নামে মালিকপক্ষ লকআউট করা এবং চা-শ্রমিকদের বকেয়া না মেটানোয় অজয় এডওয়ার্ড ও তাঁর স্ত্রী নম্রতা এডওয়ার্ডস শ্রমিকদের দাবি পূরণে অনশন করেছিলেন । পরবর্তীতে জেলা প্রশাসনের হস্তক্ষেপের আশ্বাসে অনশন তুলে নেন অজয় এডওয়ার্ড । এরপর এদিন রঙ্গীতের কাঞ্চনভিউ চা-বাগান খোলার নির্দেশ দেন জেলাশাসক ।

আরও পড়ুন : Toy Train Joy Ride : ভরা মরশুমে ব্যাপক চাহিদা টয়ট্রেনের, সংখ্যা বাড়ল জয় রাইডের

দার্জিলিং, 20 এপ্রিল : বৃহস্পতিবার থেকেই খুলছে রঙ্গীত চা-বাগান (Rangeet tea garden of Darjeeling to be opened from Thursday) । মালিকপক্ষকে এমনটাই কড়া নির্দেশ দিলেন দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম ।

পূর্ব ঘোষণা অনুযায়ী, এদিন দার্জিলিংয়ের জেলাশাসক কার্যালয়ে রঙ্গীত চা-বাগানের বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। জেলাশাসক এস পুন্নমবলম নিজে বৈঠকে উপস্থিত ছিলেন এবং পুলিশ প্রশাসনিক আধিকারিক, মহকুমাশাসক, হামরো পার্টির চেয়ারম্যান রোশন লামা, প্রধান উপদেষ্টা জিতেন রাই এবং রঙ্গীত গ্রাম সংস্কার সম্মেলনের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন । হামরো পার্টি তরফে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অজয় ​​এডওয়ার্ডস, তৃণমূল কংগ্রেসের এনভি খাওয়াস, জিএনএলএফের এসকে লামা, গোর্খা জনমুক্তি মোর্চার সুরজ সুব্বা এবং ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার জেভি তামাং।

হামরো পার্টির সহ-সভাপতি জিতেন রাই বলেন, "বৈঠকে আমরা খুবই খুশি । এর আগে রঙ্গীতের কর্মীরা ওরফে কাঞ্চনভিউ টি প্ল্যান্টেশন প্রতিটি প্ল্যান্টেশনের সভায় নয় দফা দাবি জানিয়ে আসছিল । কিন্তু সভাগুলোতে দাবির বিষয়ে খালি আশ্বাসই দিচ্ছিল । যখন তাঁরা আমাদের দাবি নিয়ে কোনও লিখিত চুক্তি ছাড়াই প্ল্যান্টেশন খোলার কথা বলে, আমরা তাঁর বিরোধিতা করেছিলাম । প্ল্যান্টেশন চালু করতে হবে । আমাদের দাবি মালিকদের পাশাপাশি সরকারকে শুনতে হবে । বৈঠকে লিখিতভাবে আমাদের দাবি মেনে নিয়ে দৃঢ় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে ।"

বৃহস্পতিবার থেকে খুলছে দার্জিলিংয়ের রঙ্গীত চা বাগান

গ্রাম উন্নয়ন সম্মেলনের প্রধান উপদেষ্টা ইয়াংজি শেরপা বলেন, "কয়েকদিন ধরে বাগানটি বন্ধ থাকায় জেলশাসক এস পুন্নমবলম-সহ শ্রম কমিশনার আশিস সুব্বাকে দুই মাসের ছুটি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন । একইভাবে, জেলাশাসক অবসরপ্রাপ্ত কর্মীদের অবিলম্বে তাঁদের বেতন পরিশোধ করার নির্দেশ দিয়েছেন । বৃহস্পতিবার থেকে বাগানগুলি খুলতে নির্দেশ দিয়েছেন । তবে স্থানীয়দের ক্ষতি না করার জন্য ।"

হামরো পার্টির হস্তক্ষেপে জেলা প্রশাসনের উদ্যোগ নিয়ে সন্তুষ্ট চা শ্রমিকরা । চা-বাগানে টি ট্যুরিজমর নামে মালিকপক্ষ লকআউট করা এবং চা-শ্রমিকদের বকেয়া না মেটানোয় অজয় এডওয়ার্ড ও তাঁর স্ত্রী নম্রতা এডওয়ার্ডস শ্রমিকদের দাবি পূরণে অনশন করেছিলেন । পরবর্তীতে জেলা প্রশাসনের হস্তক্ষেপের আশ্বাসে অনশন তুলে নেন অজয় এডওয়ার্ড । এরপর এদিন রঙ্গীতের কাঞ্চনভিউ চা-বাগান খোলার নির্দেশ দেন জেলাশাসক ।

আরও পড়ুন : Toy Train Joy Ride : ভরা মরশুমে ব্যাপক চাহিদা টয়ট্রেনের, সংখ্যা বাড়ল জয় রাইডের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.