দার্জিলিং, 1 জুলাই: প্রচারে বেরিয়ে হেনস্তার শিকার দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। দার্জিলিংয়ের পোখরিয়াবংয়ে তাঁর উপর হামলার অভিযোগ তুললেন সাংসদ রাজু বিস্তা। ঘটনায় পুলিশের পাশাপাশি শনিবার নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
সাংসদ জানান, পোখরিয়াবং এলাকায় প্রচার কর্মসূচি সেরে ফেরার পথে অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা আশ্রিত কয়েকজন গুন্ডা তাঁর গাড়িতে হামলা চালায়। তাঁকে আক্রমণ করার লক্ষ্যেই হামলা চালানো হয়েছিল বলে সাংসদের দাবি। এই বিষয়ে তিনি সুখিয়াপোখরি থানায় লিখিত অভিযোগও জানিয়েছেন।
রাজু বিস্তা পুলিশকে জানিয়েছেন, যারা হামলা চালিয়েছে তাঁরা সশস্ত্র অবস্থায় ছিল, এমনকী তাদের কাছে আগ্নেয়াস্ত্রও থেকে থাকতে পারে বলে জানিয়েছেন তিনি। রাজু বিস্তার অভিযোগ, তাঁর উপরে হামলার ঘটনায় রাজ্যে জারি নির্বাচনী বিধি ভঙ্গ করা হয়েছে। এদিন রাজু বিস্তা ও দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বার কনভয় ঘিরে স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে দেখা যায় ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সমর্থকদের। তাঁরা 100 দিনের কাজের বকেয়া টাকা ও জবকার্ডের আটকে রাখা টাকার দাবিতেও স্লোগান দেন।
বিজেপি সাংসদের দাবি, পুলিশকে জানিয়েই তিনি কর্মসূচিতে গিয়েছিলেন কিন্তু পুলিশ কোনও নিরাপত্তার ব্যবস্থা করেনি। যে কয়েকজন পুলিশকর্মী ছিল তাঁরাও নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। বিজিপিএম অবশ্য সেই অভিযোগ মানতে নারাজ। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে বন্ধ 100 দিনের কাজ চালু করার দাবি গ্রামবাসীরা জানান। এতেই সাংসদ মেজাজ হারান। তা থেকেই গণ্ডগোল। যদিও ঘটনায় পুলিশ সাংসদের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তারা ইতিমধ্যে ঘটনাস্থলের ভিডিয়ো ফুটেজ সংগ্রহ করেছে ।
দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ বলেন, "পোখরিয়াবং বাজারে তেমন কোনও গোলমাল হয়নি বলেই খবর। তা হলেও সাংসদের অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।" বিজিপিএমের মুখপাত্র এসপি শর্মা বলেন, "পাহাড় এখন শান্ত। মিথ্যা অভিযোগ তুলে পঞ্চায়েত ভোটের ময়দান অশান্ত করার চেষ্টা করছেন সাংসদ। এতে ওনার কোনও সুবিধা হবে না।"
আরও পড়ুন: প্রার্থী দিতে ব্যর্থ বিরোধীরা, পঞ্চায়েত ভোটে একাধিক আসনে অনিতদের জয় সময়ের অপেক্ষা