ব্য়াংডুবি (দার্জিলিং), 18 অগস্ট: "যদি কোনও ব্যক্তি বলেন, তাঁর মরণে ভয় নেই, তাহলে এর দু'টি অর্থ হতে পারে ৷ প্রথমত, ওই ব্যক্তি মিথ্যাচার করছেন ৷ আর দ্বিতীয়ত, যদি তিনি সত্যি কথাই বলে থাকেন, তাহলে বুঝতে হবে, সেই ব্যক্তি নিশ্চিত রূপে একজন গোর্খা ৷" বৃহস্পতিবার এ কথা শোনা গেল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) গলায় ৷ তবে, এই উক্তি তাঁর নিজের নয় ৷ মেজর জেনারেল স্যাম মানেকশ (Sam Hormusji Framji Jamshedji Manekshaw)-কে উদ্ধৃত করে এ দিন এই মন্তব্য করেন রাজনাথ ৷
উল্লেখ্য, গত জুন মাসে মণিপুরে ধসের কবলে পড়ে প্রাণ যায় মোট 61 জনের ৷ এঁদের মধ্যে 57 জন ছিলেন ভারতী সেনাবাহিনীর সদস্য ৷ এ দিন প্রয়াত সেই গোর্খা সৈনিকদের স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রতিরক্ষা মন্ত্রী ৷ তাঁদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন আর্থিক সাহায্য ৷ বৃহস্পতিবার বিমানে উত্তরবঙ্গ পৌঁছন রাজনাথ ৷ তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা (Raju Bista) ৷ তাঁকে সঙ্গে নিয়েই মূল অনুষ্ঠান মঞ্চে পৌঁছে যান রাজনাথ ৷
আরও পড়ুন: Kargil Vijay Diwas 2022: কার্গিল বিজয় দিবসের 23 বছর, বাহিনীকে কুর্নিশ মুর্মু-মোদি-রাজনাথের
এ দিনের অনুষ্ঠান মঞ্চে বেশ কিছুক্ষণ ভাষণ দেন রাজনাথ সিং ৷ তাতে আগাগোড়া গোর্খাদের প্রশংসা করতে শোনা যায় তাঁকে ৷ গোর্খাদের বীরত্ব, গোর্খা সৈনিকদের অবদান নিয়ে অনেক কথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী ৷ তিনি বলেন, "গোর্খারা হলেন বীরত্বের প্রতীক ৷ প্রত্য়েক গোর্খার প্রতিই দেশবাসীর মধ্যে এই ভাবাবেগ রয়েছে ৷ শুধু তাই নয় ৷ গোর্খাদের এই বীরত্বের কথা ভারতের বাইরের মানুষেরও অজানা নয় ৷"
এ দিন প্রয়াত গোর্খা সৈনিকদের হাতে অর্থসাহায্য তুলে দেন রাজনাথ সিং ৷ বেশ কিছুক্ষণ প্রয়াত সৈনিকদের পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন তিনি ৷ তাঁদের অনেকেই সেই সময় আবেগপ্রবণ হয়ে পড়েন ৷ তাঁদের চোখে জল দেখা যায় ৷ রাজনাথ তাঁদের প্রতি সমাবেদনা জানান ৷
যদিও দার্জিলিংয়ে দাঁড়িয়ে প্রতিরক্ষা মন্ত্রীর গোর্খাদের প্রতি এই সহানুভূতির পিছনেও অনেকে রাজনীতির গন্ধ পাচ্ছেন ৷ তাঁদের ব্যাখ্য়া, সামনেই লোকসভা নির্বাচন (2024) ৷ ভোটের কথা মাথায় রেখেই রাজনাথ এই কথাগুলি বলেছেন বলে দাবি বিজেপি বিরোধীদের ৷ তাঁদের বক্তব্য, ইতিমধ্য়েই দার্জিলিং লোকসভা কেন্দ্র দখল করেছে বিজেপি ৷ তার উপর ভিত্তি করেই চব্বিশের নির্বাচনে পাহাড়ে বাজিমাত করতে চাইছে গেরুয়া শিবির ৷ গোর্খাদের আবেগ তাদের পক্ষে থাকলে সেই কাজ অনেক সহজ হবে ৷ আর সেটা বুঝেই রাজনাথ গোর্খাদের প্রশাংসায় পঞ্চমুখ হয়েছেন বলে দাবি অবিজেপি রাজনীতিকদের ৷