ETV Bharat / state

লকডাউনে রাস্তায়, শিলিগুড়িতে গ্রেপ্তার বাইক চালকেরা - শিলিগুড়ি

কয়েকদিন ধরেই লকডাউন ভেঙে নানা অজুহাতে ফের রাস্তায় বেরিয়ে পড়ছেন বাসিন্দাদের একাংশ । এই পরিস্থিতিতে ফের অভিযানে নামল ভক্তিনগর থানার পুলিশ । আজ হায়দর পাড়া বাজার এলাকায় সকাল থেকে শুরু হয় অভিযান । সেখানে আটক করা হয় ছয় জনকে

Siliguri
শিলিগুড়ি
author img

By

Published : Apr 11, 2020, 5:13 PM IST

শিলিগুড়ি , 11 এপ্রিল : বিনা প্রয়োজনে বা জরুরি কাজ ছাড়াই রাস্তায় বেরিয়ে শিলিগুড়িতে আটক হলেন ছয় জন । ভক্তিনগর থানার পুলিশ লকডাউন নিয়ে মানুষকে সচেতন করতে নেমে এই ছয় জনকে আজ গ্রেপ্তার করে ৷

কয়েকদিন ধরেই লকডাউন ভেঙে নানা অজুহাতে ফের রাস্তায় বেরিয়ে পড়ছেন বাসিন্দাদের একাংশ । এই পরিস্থিতিতে ফের অভিযানে নামল ভক্তিনগর থানার পুলিশ । আজ হায়দর পাড়া বাজার এলাকায় সকাল থেকে শুরু হয় অভিযান । আটক হওয়া ব্যক্তিরা কেউ কেউ নানা কাজে যাচ্ছেন বলে জানালেও, জিজ্ঞাসাবাদের শেষে স্বীকার করে নেন কার্যত অপ্রয়োজনে রাস্তায় বেরিয়েছেন তাঁরা । কেউ আবার বাজার করার অজুহাতে বেরিয়ে পড়েছেন । উপযুক্ত কারণ দেখালে আটক কয়েকজনকে ছেড়ে দেয় পুলিশ । তবে মোট 6 জনকে আটক করা হয়েছে ।

পুলিশ কর্তারা জানান , আবেদন নিবেদনে কাজ হচ্ছে না । অনেকেই অধৈর্য হয়ে ফের রাস্তায় বের হয়ে পড়েছেন । তাঁদের সচেতন করতেই আজ বাজারে গিয়েছিলাম । জরুরি প্রয়োজনে যাঁরা রাস্তায় ছিলেন , তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি । তবে , বিনা প্রয়োজনে বের হওয়া কয়েকজন বাইক আরোহীকে আটক করা হয়েছে । তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে ।

শিলিগুড়ি , 11 এপ্রিল : বিনা প্রয়োজনে বা জরুরি কাজ ছাড়াই রাস্তায় বেরিয়ে শিলিগুড়িতে আটক হলেন ছয় জন । ভক্তিনগর থানার পুলিশ লকডাউন নিয়ে মানুষকে সচেতন করতে নেমে এই ছয় জনকে আজ গ্রেপ্তার করে ৷

কয়েকদিন ধরেই লকডাউন ভেঙে নানা অজুহাতে ফের রাস্তায় বেরিয়ে পড়ছেন বাসিন্দাদের একাংশ । এই পরিস্থিতিতে ফের অভিযানে নামল ভক্তিনগর থানার পুলিশ । আজ হায়দর পাড়া বাজার এলাকায় সকাল থেকে শুরু হয় অভিযান । আটক হওয়া ব্যক্তিরা কেউ কেউ নানা কাজে যাচ্ছেন বলে জানালেও, জিজ্ঞাসাবাদের শেষে স্বীকার করে নেন কার্যত অপ্রয়োজনে রাস্তায় বেরিয়েছেন তাঁরা । কেউ আবার বাজার করার অজুহাতে বেরিয়ে পড়েছেন । উপযুক্ত কারণ দেখালে আটক কয়েকজনকে ছেড়ে দেয় পুলিশ । তবে মোট 6 জনকে আটক করা হয়েছে ।

পুলিশ কর্তারা জানান , আবেদন নিবেদনে কাজ হচ্ছে না । অনেকেই অধৈর্য হয়ে ফের রাস্তায় বের হয়ে পড়েছেন । তাঁদের সচেতন করতেই আজ বাজারে গিয়েছিলাম । জরুরি প্রয়োজনে যাঁরা রাস্তায় ছিলেন , তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি । তবে , বিনা প্রয়োজনে বের হওয়া কয়েকজন বাইক আরোহীকে আটক করা হয়েছে । তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.