ETV Bharat / state

দার্জিলিঙে লকডাউনে মানুষদের ঘরে ফেরাতে তৎপর পুলিশ-প্রশাসন - corona death

রাজ্যে লকডাউন বজার রাখতে পুলিশ যথেষ্ট সক্রিয় ৷ আর আজকের এই চিত্রের পর আবারও বেশ সক্রিয় ভূমিকায় দেখা গেল পাহাড়ের পুলিশদের ৷

Police-administration of Darjeeling is being very active to turn people into their homes in this lockdown
দার্জিলিঙে লকডাউনে মানুষদের ঘরে ফেরাতে তৎপর পুলিশ-প্রশাসন
author img

By

Published : Mar 27, 2020, 10:16 PM IST

দার্জিলিং, 27 মার্চ : দেশজুড়ে চলছে লকডাউন ৷ রাস্তাঘাট ফাঁকা ৷ রাজ্যেও চলছে একই পরিস্থিতি ৷ রাজ্যের বেশিরভাগ দোকানঘাট কার্যত বন্ধ ৷ মাছ মাংস থেকে শুরু করে মুদির দোকান সবই ফাঁকা ৷ কিন্তু তার তুলনায় পথে মানুষজন বেশি ৷ দেশজুড়ে 21 দিনের এই লকডাউনের আজ তৃতীয় দিন ৷ আজ এমনই চিত্র ধরা পড়ল দার্জিলিঙের রাস্তায় ৷ আর সেইসব মানুষদের ঘরে ফেরাতেও বেশ তৎপরতায় সঙ্গে নিজেদের ভূমিকা পালনে দেখা গেল পাহাড়ি পুলিশদের ৷

রাজ্যে লকডাউন বজার রাখতে পুলিশ যথেষ্ট সক্রিয় ৷ আর আজকের এই চিত্রের পর আবারও বেশ সক্রিয় ভূমিকায় দেখা গেল পাহাড়ের পুলিশদের ৷ কোরোনা আতঙ্ক না কি ধৈর্যর বাঁধ কার জোর বেশি ৷ তা এখনও বলা না গেলেও পুলিশ নিজের দায়িত্ব পালন করেই চলেছে ৷ কখনও মানবিক আবার কখনও কঠোর হতে দেখা যাচ্ছে পুলিশকে ৷

আজ পাহাড়ের মুদির দোকান বা মাছ - মাংসের দোকানে অতটা ভিড় দেখা না গেলেও রাস্তায় দেখা গেল মানুষদের ৷ আর সেই সব বিনা কারণে ঘর থেকে বেরোনো মানুষদের ঘরে ফেরাতে পুলিশি তৎপরতাও ছিল চোখে পড়ার মতো ৷ এর থেকেই স্পষ্ট সমাজের কিছু মানুষ কোরোনা বিষয়ে সচেতন হলেও কিছু মানুষ খুবই উদাসীন ৷ এককথায় সচেতনতা ধৈর্যর বাঁধ ভাঙছে ৷ নিজের, পরিবারের ও সমাজের জন্য সবাইকেই এখন লকডাউন মেনে চলতে হবে ৷ কেন্দ্র ও রাজ্য সরকারের এই নির্দেশিকা মেনেই সচেতনতার বার্তা সহ নরমে-গরমে কাজ করছে পুলিশ -প্রশাসন ।

দার্জিলিং, 27 মার্চ : দেশজুড়ে চলছে লকডাউন ৷ রাস্তাঘাট ফাঁকা ৷ রাজ্যেও চলছে একই পরিস্থিতি ৷ রাজ্যের বেশিরভাগ দোকানঘাট কার্যত বন্ধ ৷ মাছ মাংস থেকে শুরু করে মুদির দোকান সবই ফাঁকা ৷ কিন্তু তার তুলনায় পথে মানুষজন বেশি ৷ দেশজুড়ে 21 দিনের এই লকডাউনের আজ তৃতীয় দিন ৷ আজ এমনই চিত্র ধরা পড়ল দার্জিলিঙের রাস্তায় ৷ আর সেইসব মানুষদের ঘরে ফেরাতেও বেশ তৎপরতায় সঙ্গে নিজেদের ভূমিকা পালনে দেখা গেল পাহাড়ি পুলিশদের ৷

রাজ্যে লকডাউন বজার রাখতে পুলিশ যথেষ্ট সক্রিয় ৷ আর আজকের এই চিত্রের পর আবারও বেশ সক্রিয় ভূমিকায় দেখা গেল পাহাড়ের পুলিশদের ৷ কোরোনা আতঙ্ক না কি ধৈর্যর বাঁধ কার জোর বেশি ৷ তা এখনও বলা না গেলেও পুলিশ নিজের দায়িত্ব পালন করেই চলেছে ৷ কখনও মানবিক আবার কখনও কঠোর হতে দেখা যাচ্ছে পুলিশকে ৷

আজ পাহাড়ের মুদির দোকান বা মাছ - মাংসের দোকানে অতটা ভিড় দেখা না গেলেও রাস্তায় দেখা গেল মানুষদের ৷ আর সেই সব বিনা কারণে ঘর থেকে বেরোনো মানুষদের ঘরে ফেরাতে পুলিশি তৎপরতাও ছিল চোখে পড়ার মতো ৷ এর থেকেই স্পষ্ট সমাজের কিছু মানুষ কোরোনা বিষয়ে সচেতন হলেও কিছু মানুষ খুবই উদাসীন ৷ এককথায় সচেতনতা ধৈর্যর বাঁধ ভাঙছে ৷ নিজের, পরিবারের ও সমাজের জন্য সবাইকেই এখন লকডাউন মেনে চলতে হবে ৷ কেন্দ্র ও রাজ্য সরকারের এই নির্দেশিকা মেনেই সচেতনতার বার্তা সহ নরমে-গরমে কাজ করছে পুলিশ -প্রশাসন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.