ETV Bharat / state

বেআইনিভাবে অর্থ নিয়ে সীমান্তপারের চেষ্টা, গ্রেপ্তার 5 - পানিট্যাংকি

অনুমোদিত সীমার থেকে অনেক বেশি অর্থ নিয়ে সীমান্ত পারাপারের সময় SSB-র হাতে ধরা পড়ল 5 জন ৷ ঘটনাটি ভারত-নেপাল সীমান্তের পানিটাঙ্কি এলাকার ৷

গ্রেপ্তার হওয়া পাঁচ অভিযুক্ত
author img

By

Published : Sep 3, 2019, 2:40 PM IST

Updated : Sep 3, 2019, 3:16 PM IST

শিলিগুড়ি, 3 সেপ্টেম্বর : বেআইনিভাবে অর্থ নিয়ে সীমান্ত পারাপারের সময় SSB-র হাতে ধরা পড়ল 5 জন ৷ ঘটনাটি ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকার ৷ ফরেন এক্সচেঞ্চ ম্যানেজমেন্ট অ্যাক্টে (FEMA) তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে ৷

SSB সূত্রে জানা গেছে, গত 24 ঘণ্টায় এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয় ৷ একদিকে, নেপাল থেকে ভারতে আসার পথে গ্রেপ্তার হয় দু'জন । ধৃতদের নাম ওমর বিশ্বকর্মা ও লবসং লামা । তাদের কাছ থেকে উদ্ধার হয় 1 লাখ 5 হাজার ও 10 লাখ 60 হাজার টাকা । অন্যদিকে, ভারত থেকে নেপালে যাওয়ার পথে গ্রেপ্তার হয় তিনজন । তারা হল মহম্মদ কমারুদ্দিন, মহম্মদ কাদির ও মহম্মদ তরিবুদ্দিন । তাদের কাছ থেকেও মিলেছে প্রায় 53 হাজার 500 টাকা, 60 হাজার টাকা এবং 2 লাখ 16 হাজার টাকা ।

SSB তরফে জানানো হয়েছে, সীমান্ত পারাপারের সময় ওই পাঁচজনের গতিবিধি সন্দেহজনক মনে হয় ৷ এরপরই তল্লাশি করতে গিয়ে বিদেশে নিয়ে যাওয়ার জন্য অনুমোদিত অর্থের অনেক বেশি টাকা পাওয়া যায় । ধৃতদের স্থানীয় পানিট্যাঙ্কি পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেওয়া হয়েছে । ধৃতদের আজ আদালতে তোলা হবে ।

শিলিগুড়ি, 3 সেপ্টেম্বর : বেআইনিভাবে অর্থ নিয়ে সীমান্ত পারাপারের সময় SSB-র হাতে ধরা পড়ল 5 জন ৷ ঘটনাটি ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকার ৷ ফরেন এক্সচেঞ্চ ম্যানেজমেন্ট অ্যাক্টে (FEMA) তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে ৷

SSB সূত্রে জানা গেছে, গত 24 ঘণ্টায় এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয় ৷ একদিকে, নেপাল থেকে ভারতে আসার পথে গ্রেপ্তার হয় দু'জন । ধৃতদের নাম ওমর বিশ্বকর্মা ও লবসং লামা । তাদের কাছ থেকে উদ্ধার হয় 1 লাখ 5 হাজার ও 10 লাখ 60 হাজার টাকা । অন্যদিকে, ভারত থেকে নেপালে যাওয়ার পথে গ্রেপ্তার হয় তিনজন । তারা হল মহম্মদ কমারুদ্দিন, মহম্মদ কাদির ও মহম্মদ তরিবুদ্দিন । তাদের কাছ থেকেও মিলেছে প্রায় 53 হাজার 500 টাকা, 60 হাজার টাকা এবং 2 লাখ 16 হাজার টাকা ।

SSB তরফে জানানো হয়েছে, সীমান্ত পারাপারের সময় ওই পাঁচজনের গতিবিধি সন্দেহজনক মনে হয় ৷ এরপরই তল্লাশি করতে গিয়ে বিদেশে নিয়ে যাওয়ার জন্য অনুমোদিত অর্থের অনেক বেশি টাকা পাওয়া যায় । ধৃতদের স্থানীয় পানিট্যাঙ্কি পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেওয়া হয়েছে । ধৃতদের আজ আদালতে তোলা হবে ।

Intro:ভারত নেপাল সীমান্তের পানিট্যাংকি এলাকায় সীমান্তে পারাপারের সময় বিপুল পরিমাণ অর্থ সঙ্গে থাকায় গত 24 ঘন্টায় মোট 5 জনকে গ্রেপ্তার করল এস এস বি। ফেমা আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


Body:এস এস বি সূত্রে জানা গিয়েছে নেপাল থেকে ভারতে আসার পথে গ্রেপ্তার হন দুজন। এরা হলেন ওমর বিশ্বকর্মা ও লবসং লামা। এদের কাছ থেকে উদ্ধার হয় যথাক্রমে 1 লক্ষ 5 হাজার টাকা এবং 10 লক্ষ 60 হাজার টাকা। অন্যদিকে ভারত থেকে নেপালে যাওয়ার পথে গ্রেপ্তার হন 3 জন। এরা হলেন মোহাম্মদ কমারুদ্দিন, মোহাম্মদ কাদির, মোহাম্মদ তরিবুদ্দিন। এদের কাছ থেকে মিলেছে 53 হাজার 500 টাকা, 60 হাজার টাকা এবং 2 লক্ষ 16 হাজার টাকা। এস এস বি তরফে জানানো হয়েছে ধৃতদের আজ আদালতে তোলা হবে। সীমান্ত পারাপারের সময় এদের গতিবিধি সন্দেহজনক লাগায় এদের তল্লাশি করতেই বিপুল অর্থ বেরিয়ে পড়ে। স্থানিয়ে পানিট্যাংকি পুলিশ ফাঁড়ির হাতে ধৃতদের তুলে দেওয়া হয়েছে।


Conclusion:
Last Updated : Sep 3, 2019, 3:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.