শিলিগুড়ি, 3 সেপ্টেম্বর : বেআইনিভাবে অর্থ নিয়ে সীমান্ত পারাপারের সময় SSB-র হাতে ধরা পড়ল 5 জন ৷ ঘটনাটি ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকার ৷ ফরেন এক্সচেঞ্চ ম্যানেজমেন্ট অ্যাক্টে (FEMA) তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে ৷
SSB সূত্রে জানা গেছে, গত 24 ঘণ্টায় এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয় ৷ একদিকে, নেপাল থেকে ভারতে আসার পথে গ্রেপ্তার হয় দু'জন । ধৃতদের নাম ওমর বিশ্বকর্মা ও লবসং লামা । তাদের কাছ থেকে উদ্ধার হয় 1 লাখ 5 হাজার ও 10 লাখ 60 হাজার টাকা । অন্যদিকে, ভারত থেকে নেপালে যাওয়ার পথে গ্রেপ্তার হয় তিনজন । তারা হল মহম্মদ কমারুদ্দিন, মহম্মদ কাদির ও মহম্মদ তরিবুদ্দিন । তাদের কাছ থেকেও মিলেছে প্রায় 53 হাজার 500 টাকা, 60 হাজার টাকা এবং 2 লাখ 16 হাজার টাকা ।
SSB তরফে জানানো হয়েছে, সীমান্ত পারাপারের সময় ওই পাঁচজনের গতিবিধি সন্দেহজনক মনে হয় ৷ এরপরই তল্লাশি করতে গিয়ে বিদেশে নিয়ে যাওয়ার জন্য অনুমোদিত অর্থের অনেক বেশি টাকা পাওয়া যায় । ধৃতদের স্থানীয় পানিট্যাঙ্কি পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেওয়া হয়েছে । ধৃতদের আজ আদালতে তোলা হবে ।