ETV Bharat / state

শিলিগুড়িতে মাটিগাড়ায় কোরোনা আক্রান্তের খোঁজ - শিলিগুড়ি

শিলিগুড়িতেও বাড়ছে কোরোনা সংক্রমণ । মাটিগাড়া থেকে একজন কোরোনা সংক্রমিত হয়েছেন । তিনি সম্প্রতি কাজের জন্য অসম গেছিলেন বলে খবর ।

corona
কোরোনা
author img

By

Published : May 22, 2020, 11:50 AM IST

শিলিগুড়ি, 22 মে: শিলিগুড়িতে ফের কোরোনা আক্রান্ত হয়েছেন একজন । মাটিগাড়া পতিরামজোত এলাকায় ওই কোরোনা আক্রান্তের খোঁজ পায় প্রশাসন । ইতিমধ্যেই শিলিগুড়িতে তিনজন কোরোনা আক্রান্ত হয়েছেন ।

সম্প্রতি কর্মসূত্রে অসমে গেছিলেন ওই ব্যক্তি । সেখানেই তাঁর সোয়াব টেস্ট হয় । এরপর ওই ব্যক্তি ফিরেও আসেন । গতরাতে অসম থেকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে জানানো হয় ওই ব্যক্তির লালারসের নমুনার রিপোর্ট পজ়িটিভ এসেছে । এরপর রাতেই তড়িঘড়ি ওই ব্যক্তিকে COVID হাসপাতালে ভরতি করানো হয় ।

আজ পতিরামজোত এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে । বাঁশের ব্যারিকেড দিয়ে ওই এলাকায় প্রবেশ পথ সিল কর দিয়েছে প্রশাসন । ওই ব্যক্তি অসম যাতায়াতের পথে কাদের সঙ্গে মেলামেশা করেছেন সেবিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছে প্রশাসন । তাঁর পরিবারের সদস্যদেরও সোয়াব টেস্ট করা হবে ।

শিলিগুড়ি, 22 মে: শিলিগুড়িতে ফের কোরোনা আক্রান্ত হয়েছেন একজন । মাটিগাড়া পতিরামজোত এলাকায় ওই কোরোনা আক্রান্তের খোঁজ পায় প্রশাসন । ইতিমধ্যেই শিলিগুড়িতে তিনজন কোরোনা আক্রান্ত হয়েছেন ।

সম্প্রতি কর্মসূত্রে অসমে গেছিলেন ওই ব্যক্তি । সেখানেই তাঁর সোয়াব টেস্ট হয় । এরপর ওই ব্যক্তি ফিরেও আসেন । গতরাতে অসম থেকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে জানানো হয় ওই ব্যক্তির লালারসের নমুনার রিপোর্ট পজ়িটিভ এসেছে । এরপর রাতেই তড়িঘড়ি ওই ব্যক্তিকে COVID হাসপাতালে ভরতি করানো হয় ।

আজ পতিরামজোত এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে । বাঁশের ব্যারিকেড দিয়ে ওই এলাকায় প্রবেশ পথ সিল কর দিয়েছে প্রশাসন । ওই ব্যক্তি অসম যাতায়াতের পথে কাদের সঙ্গে মেলামেশা করেছেন সেবিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছে প্রশাসন । তাঁর পরিবারের সদস্যদেরও সোয়াব টেস্ট করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.