ETV Bharat / state

"ভোটার লিস্ট থেকে অযথা নাম কাটবেন না", আধিকারিকদের নির্দেশ মমতার - মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী বলেন, "নাম তোলার জন্য যে নথি প্রয়োজন তার যে কোনও একটি থাকলেই নাম তুলতে হবে । তালিকা থেকে অযথা নাম কাটবেন না । ভোটারদের ভোটদানের অধিকার সুনিশ্চিত করতে অফিসারদের আরও সতর্ক হয়ে কাজ করতে হবে ।"

mamata
author img

By

Published : Oct 22, 2019, 10:28 PM IST

Updated : Oct 23, 2019, 1:38 AM IST

শিলিগুড়ি, 22 অক্টোবর : এ রাজ্যে NRC হবে না । আজ শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক সভায় সরকারি আমলাদের এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি ভোটার তালিকায় নাম তোলার কাজ এবং সংশোধন প্রক্রিয়ার উপর জোর দিতে বলেন । মুখ্যমন্ত্রী বলেন, "বাংলায় নানা ভাষার মানুষ বাস করে । তাদের প্রত্যেকের নাম ভোটার তালিকায় তুলতে হবে । নাম তোলার জন্য যে নথি প্রয়োজন তার যে কোনও একটি থাকলেই নাম তুলতে হবে । তালিকা থেকে অযথা নাম কাটবেন না । ভোটারদের ভোটদানের অধিকার সুনিশ্চিত করতে অফিসারদের আরও সতর্ক হয়ে কাজ করতে হবে ।" উত্তরকন্যায় আজ আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির জেলাশাসকদের নিয়ে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী । সেখানে তিনি বলেন, "ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়ায় গাফিলতি বরদাস্ত করা হবে না ।"

সভায় পুলিশ প্রশাসনের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । তিন জেলার তালিকা রাজ্য পুলিশের DG-র হাতে তুলে দিয়ে তিনি বলেন, "পুলিশ সঠিকভাবে কাজ করুক । বহু ক্ষেত্রে তদন্ত হচ্ছে না । পুলিশের কাজকর্মের যে রিপোর্ট আমার কাছে রয়েছে, তা মুখে বলতে লজ্জা হচ্ছে । ইশারায় বুঝে নিন । নির্দিষ্ট কিছু জেলাভিত্তিক অভিযোগ এই রিপোর্টে আছে । আগামী 7 দিনের মধ্যে তদন্ত শেষ করুন ।"

এদিন জমিজমা সংক্রান্ত নানা অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর গিয়ে মানুষ হয়রান হচ্ছে । এক অফিসার অন্যকে দেখাচ্ছেন । এসব চলবে না ।" BDO-দের উদ্দেশে বলেন, "ভালো কাজ করলে প্রচার করুন ।" জেলাশাসকদের বলেন, "গ্রামে গিয়ে খাটিয়ায় বসে সেখানকার বাসিন্দাদের সঙ্গে গল্প করুন । অনেক খবর পাবেন । " পুলিশকর্তাদের উদ্দেশে বলেন, "ভাল কাজ করলে তা প্রচার করুন । প্রচারে আমরা পিছিয়ে আছি । সোশাল মিডিয়াকে কাজে লাগান । "

এদিন সভামঞ্চ থেকেই রাজ্যের বিভিন্ন প্রকল্পের নাম উপস্থিত আমলারা জানেন কি না তা নিয়ে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী । তারপর বলেন, "দেখুন রাজ্যের বহু ভালো প্রকল্প, ভালো কাজ সেই দপ্তরের আধিকারিকরা ছাড়া আপনারা কেউ জানেন না । রাজ্যের প্রতিটি ভালো কাজ মানুষের কাছে পৌঁছে দিতে হবে ।" সভায় উপস্থিত বিধায়ক ও জেলা পরিষদের প্রতিনিধিদের মুখ্যমন্ত্রী বলেন, "গ্রামে যান । একটু খাটুন । মানুষের সঙ্গে কথা বলুন । যে মানুষটা ভোটার লিস্টে নাম তোলাতে এসেছেন তাকে এক গ্লাস জল দিন । এটুকু তো আপনার করতেই পারেন ।"

শিলিগুড়ি, 22 অক্টোবর : এ রাজ্যে NRC হবে না । আজ শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক সভায় সরকারি আমলাদের এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি ভোটার তালিকায় নাম তোলার কাজ এবং সংশোধন প্রক্রিয়ার উপর জোর দিতে বলেন । মুখ্যমন্ত্রী বলেন, "বাংলায় নানা ভাষার মানুষ বাস করে । তাদের প্রত্যেকের নাম ভোটার তালিকায় তুলতে হবে । নাম তোলার জন্য যে নথি প্রয়োজন তার যে কোনও একটি থাকলেই নাম তুলতে হবে । তালিকা থেকে অযথা নাম কাটবেন না । ভোটারদের ভোটদানের অধিকার সুনিশ্চিত করতে অফিসারদের আরও সতর্ক হয়ে কাজ করতে হবে ।" উত্তরকন্যায় আজ আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির জেলাশাসকদের নিয়ে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী । সেখানে তিনি বলেন, "ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়ায় গাফিলতি বরদাস্ত করা হবে না ।"

সভায় পুলিশ প্রশাসনের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । তিন জেলার তালিকা রাজ্য পুলিশের DG-র হাতে তুলে দিয়ে তিনি বলেন, "পুলিশ সঠিকভাবে কাজ করুক । বহু ক্ষেত্রে তদন্ত হচ্ছে না । পুলিশের কাজকর্মের যে রিপোর্ট আমার কাছে রয়েছে, তা মুখে বলতে লজ্জা হচ্ছে । ইশারায় বুঝে নিন । নির্দিষ্ট কিছু জেলাভিত্তিক অভিযোগ এই রিপোর্টে আছে । আগামী 7 দিনের মধ্যে তদন্ত শেষ করুন ।"

এদিন জমিজমা সংক্রান্ত নানা অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর গিয়ে মানুষ হয়রান হচ্ছে । এক অফিসার অন্যকে দেখাচ্ছেন । এসব চলবে না ।" BDO-দের উদ্দেশে বলেন, "ভালো কাজ করলে প্রচার করুন ।" জেলাশাসকদের বলেন, "গ্রামে গিয়ে খাটিয়ায় বসে সেখানকার বাসিন্দাদের সঙ্গে গল্প করুন । অনেক খবর পাবেন । " পুলিশকর্তাদের উদ্দেশে বলেন, "ভাল কাজ করলে তা প্রচার করুন । প্রচারে আমরা পিছিয়ে আছি । সোশাল মিডিয়াকে কাজে লাগান । "

এদিন সভামঞ্চ থেকেই রাজ্যের বিভিন্ন প্রকল্পের নাম উপস্থিত আমলারা জানেন কি না তা নিয়ে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী । তারপর বলেন, "দেখুন রাজ্যের বহু ভালো প্রকল্প, ভালো কাজ সেই দপ্তরের আধিকারিকরা ছাড়া আপনারা কেউ জানেন না । রাজ্যের প্রতিটি ভালো কাজ মানুষের কাছে পৌঁছে দিতে হবে ।" সভায় উপস্থিত বিধায়ক ও জেলা পরিষদের প্রতিনিধিদের মুখ্যমন্ত্রী বলেন, "গ্রামে যান । একটু খাটুন । মানুষের সঙ্গে কথা বলুন । যে মানুষটা ভোটার লিস্টে নাম তোলাতে এসেছেন তাকে এক গ্লাস জল দিন । এটুকু তো আপনার করতেই পারেন ।"

Intro:রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে NRC নিয়ে অফিসারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তরকন্যার প্রশাসনিক সভা থেকে তিনি বলেন নাম তোলার যেকোন নথি থাকলেই নাম তুলুন। অযথা নাম কাটবেন না। জোর করে নাম কেটে দেওয়া মানব না। যে রাজ্যে NRC হবে না। এটাই সরকারের নীতি।


Body:এ রাজ্যে এনআরসি হবে না। আজ প্রশাসনিক সভায় সরকারি আমলাদের স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যের ভোটারদের আস্বস্ত করতে পাখির নজর হিসেবে তুলে ধরলেন ভোটার তালিকায় নাম তোলার কাজ এবং সংশোধন প্রক্রিয়াকে। এদিন স্পষ্টভাষায় মুখ্যমন্ত্রী বলেন বাংলায় বহু ভাষাভাষী মানুষ বাস করেন তাদের প্রত্যেকের নাম ভোটার তালিকায় তুলতে হবে। নাম তোলার যে নথি প্রয়োজন তার যেকোনো একটি থাকলেই সঙ্গে সঙ্গে তুলতে হবে তার নাম। নাম কেটে দেওয়ার ক্ষেত্রে অযথা জোর করে নাম কাটা চলবেনা । ভোটারদের ভোটদানের অধিকার সুনিশ্চিত করতে অফিসারদের আরও সতর্ক হয়ে কাজ করতে হবে। একই সঙ্গে তার নির্দেশ পাড়ায় পাড়ায় বিএলও রা বুথে বোয়াছেন না। এসব সুনিশ্চিত করুন।

এদিন প্রশাসনিক সভার শুরুতেই আলিপুরদুয়ার কোচবিহার, জলপাইগুড়ির জেলাশাসক দের ডেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন ভোটার তালিকায় নাম তোলার এই প্রক্রিয়ায় কোথাও গাফিলতি বরদাশ্ত করা হবে না।

প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী এদিন প্রশাসনিক সভা থেকে পুলিশ প্রশাসনের কাজ করব নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিন জেলার তালিকা রাজ্য পুলিশের ডিজির হাতে তুলে দিয়ে তিনি বলেন পুলিশ সঠিকভাবে কাজ করুক। বহু ক্ষেত্রে তদন্ত সম্পন্ন হচ্ছে না। পুলিশের যে কাজকর্ম তার যে রিপোর্ট আমার কাছে রয়েছে। মুখে বলতে লজ্জা হচ্ছে ইশারায় বুঝে নিন।
তিনি বলেন নির্দিষ্ট কিছু জেলাভিত্তিক অভিযোগ এই রিপোর্টে আছে। আগামী 7 দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করুন।
এদিন জমিজমা সংক্রান্ত নানা অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন ভূমি রাজস্ব দপ্তর গিয়ে মানুষ হয়রান হচ্ছে এক অফিসার অন্যকে দেখাচ্ছেন এসব চলবেনা ভিডিও দের উদ্দেশে তিনি বলেন ভালো কাজ করলে প্রচার করুন। জেলাশাসক দের উদ্দেশ্যে তিনি বলেন গ্রামে গিয়ে খাটিয়া বেধে বসুন গ্রামের বাসিন্দাদের সঙ্গে গল্প করুন অনেক খবর পাবেন পুলিশকর্তাদের উদ্দেশে তিনি বলেন ভাল কাজ করলে দ্রুত প্রচার করুন নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করুন পাশাপাশি ভালো কাজ মানুষের কাছে তুলে ধরুন প্রচারে আমরা পিছিয়ে আছি তাই প্রতিটি ভালো কাজ সোশ্যাল মিডিয়ায় মানুষের কাছে তুলে ধরতে হবে।

এদিন সভা মঞ্চ থেকেই রাজ্যের বিভিন্ন প্রকল্পের নাম উপস্থিত আমলার জানেন কিনা তা নিয়ে প্রশ্ন করার পর মুখ্যমন্ত্রী নিজেই বলেন দেখুন রাজ্যের বহু ভালো প্রকল্প, ভালো কাজ সেই দফতরের আধিকারিকরা ছাড়া আপনারা কেউ জানেন না। রাজ্যের প্রতিটি ভালো কাজ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সভায় উপস্থিত বিধায়ক জেলা পরিষদের প্রতিনিধিদের বলেন গ্রামে যান। একটু খাটুন। মানুষের সাথে কথা বলুন। যে মানুষটা ভোটার লিস্ট এ নাম তোলাতে এসেছেন তাকে এক গ্লাস জল দিন। এটুকু তো আপনার করতেই পারেন।



Conclusion:
Last Updated : Oct 23, 2019, 1:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.