ETV Bharat / state

Nisith Pramanik: জঙ্গি দমনে রাজ্য ও কেন্দ্রকে একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে হবে, মত নিশীথের

জঙ্গি দমন ও উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার স্বার্থে রাজ্য ও কেন্দ্রকে একে অপরের পরিপূরক হয়ে কাজ করা উচিত বলে মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) । সোমবার শিলিগুড়িতে তিনি এই মন্তব্য করেন ৷

Nisith Pramanik
নিশীথ প্রামাণিক
author img

By

Published : Dec 26, 2022, 7:47 PM IST

বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক

শিলিগুড়ি, 26 ডিসেম্বর: "জঙ্গি দমনে কেন্দ্র ও রাজ্যকে একে অপরের পরিপূরক হয়ে কাজ করার দরকার । তবেই উত্তর পূর্ব ভারতের (North East India) এই চিকেন নেককে আমরা সুরক্ষিত রাখতে পারব", সোমবার দিল্লি থেকে শিলিগুড়িতে (Siliguri) ফিরে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) ।

প্রসঙ্গত, সম্প্রতি শিলিগুড়িতে আইএসআই জঙ্গি সন্দেহে এক এজেন্টকে (ISI Agent) অভিযান চালিয়ে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স । এরপর শিলিগুড়িতে ভুয়া আইএএস আধিকারিকের (Fake IAS Officer) পরিচয় দিয়ে প্রতারককে গ্রেফতার করতে গেলে ওই অভিযুক্তের গুলিতে আহত হন পুলিশ কর্মী ।

এই ঘটনার পরিপ্রেক্ষিতেই উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ির জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী । এদিন তিনি বলেন, "শিলিগুড়ি-সহ সমগ্র উত্তর পূর্ব ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় সরকার যথেষ্ট তৎপর রয়েছে । কোনও দেশ বিরোধী শক্তি যদি মাথাচাড়া দেয়, তবে ভারত সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রক কঠোরভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে । বেশ কিছুদিন ধরেই বিভিন্ন জঙ্গি সংগঠন ও নাশকতার সঙ্গে জড়িতরা ধরা পড়ছে । সেই জন্য রাজ্য ও কেন্দ্রকে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করা উচিত ।"

পাশাপাশি করোনার নতুন ভ্যারিয়েন্টের সঙ্গে মোকাবিলা কর‍তে কেন্দ্রীয় সরকার যে প্রস্তুত রয়েছে, তাও জানিয়ে দেন নিশীথ প্রামাণিক । নতুন করোনা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, "করোনার প্রকোপ সম্পূর্ণ চলে যায়নি । নতুন ভ্যারিয়েন্টে আসছে । সেজন্য প্রত্যেককে সাবধান থাকা উচিত । তবে কেন্দ্র সরকার তৎপর রয়েছে ।"

এদিন বিমানবন্দর থেকে সড়কপথে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন তিনি । এখানে উল্লেখ করা প্রয়োজন, নিশীথ প্রামাণিক কোচবিহারের বাসিন্দা ৷ তিনি কোচবিহারের সাংসদ ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে জিতে তিনি প্রথমবার সাংসদ ৷ 2021 সালের মাঝামাঝি তিনি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) মন্ত্রী পরিষদে তিনি দু’টি মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন ৷ একদিকে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) ডেপুটি ৷ একই সঙ্গে তিনি ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকেরও প্রতিমন্ত্রী ৷ ওই মন্ত্রকের মন্ত্রী হলেন হিমাচল প্রদেশের অনুরাগ ঠাকুর ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নিশীথ প্রামাণিকের বাবার নাম

বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক

শিলিগুড়ি, 26 ডিসেম্বর: "জঙ্গি দমনে কেন্দ্র ও রাজ্যকে একে অপরের পরিপূরক হয়ে কাজ করার দরকার । তবেই উত্তর পূর্ব ভারতের (North East India) এই চিকেন নেককে আমরা সুরক্ষিত রাখতে পারব", সোমবার দিল্লি থেকে শিলিগুড়িতে (Siliguri) ফিরে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) ।

প্রসঙ্গত, সম্প্রতি শিলিগুড়িতে আইএসআই জঙ্গি সন্দেহে এক এজেন্টকে (ISI Agent) অভিযান চালিয়ে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স । এরপর শিলিগুড়িতে ভুয়া আইএএস আধিকারিকের (Fake IAS Officer) পরিচয় দিয়ে প্রতারককে গ্রেফতার করতে গেলে ওই অভিযুক্তের গুলিতে আহত হন পুলিশ কর্মী ।

এই ঘটনার পরিপ্রেক্ষিতেই উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ির জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী । এদিন তিনি বলেন, "শিলিগুড়ি-সহ সমগ্র উত্তর পূর্ব ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় সরকার যথেষ্ট তৎপর রয়েছে । কোনও দেশ বিরোধী শক্তি যদি মাথাচাড়া দেয়, তবে ভারত সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রক কঠোরভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে । বেশ কিছুদিন ধরেই বিভিন্ন জঙ্গি সংগঠন ও নাশকতার সঙ্গে জড়িতরা ধরা পড়ছে । সেই জন্য রাজ্য ও কেন্দ্রকে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করা উচিত ।"

পাশাপাশি করোনার নতুন ভ্যারিয়েন্টের সঙ্গে মোকাবিলা কর‍তে কেন্দ্রীয় সরকার যে প্রস্তুত রয়েছে, তাও জানিয়ে দেন নিশীথ প্রামাণিক । নতুন করোনা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, "করোনার প্রকোপ সম্পূর্ণ চলে যায়নি । নতুন ভ্যারিয়েন্টে আসছে । সেজন্য প্রত্যেককে সাবধান থাকা উচিত । তবে কেন্দ্র সরকার তৎপর রয়েছে ।"

এদিন বিমানবন্দর থেকে সড়কপথে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন তিনি । এখানে উল্লেখ করা প্রয়োজন, নিশীথ প্রামাণিক কোচবিহারের বাসিন্দা ৷ তিনি কোচবিহারের সাংসদ ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে জিতে তিনি প্রথমবার সাংসদ ৷ 2021 সালের মাঝামাঝি তিনি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) মন্ত্রী পরিষদে তিনি দু’টি মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন ৷ একদিকে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) ডেপুটি ৷ একই সঙ্গে তিনি ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকেরও প্রতিমন্ত্রী ৷ ওই মন্ত্রকের মন্ত্রী হলেন হিমাচল প্রদেশের অনুরাগ ঠাকুর ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নিশীথ প্রামাণিকের বাবার নাম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.