শিলিগুড়ি, 17 মার্চ : কোরোনা আতঙ্কের জেরে আয়োজন করা হচ্ছে না রক্তদান শিবিরের । ফলে চরম রক্ত সংকটের মুখোমুখি হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ-সহ বিভিন্ন হাসপাতাল । তাই ব্লাড ব্যাঙ্কগুলির তরফে রক্তদান শিবিরের আয়োজন করার আর্জি জানানো হয় । তাতেই সাড়া দিয়ে এগিয়ে এল স্বেচ্চাসেবী সংস্থা ইউনিক ফাউন্ডেশন । আয়োজন করল রক্তদান শিবিরের ।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে দৈনিক রক্তের চাহিদা গড়ে 80 ইউনিট । সেখানে রয়েছে মাত্র 100 ইউনিট । একই অবস্থা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা হাসপাতালগুলিতেও । হাসপাতাল কর্তৃপক্ষের মতে, কোরোনার জন্য একাধিক রক্তদান শিবির বাতিল হয়ে গেছে । যার জেরে বিভিন্ন হাসপাতালে ভরতি রোগীর পরিজনরা সমস্যা পড়ছেন । তাই দ্রুত শিবির করার অনুরোধ জানিয়েছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ । সেই অনুরোধে সাড়া দেয় ইউনিক ফাউন্ডেশন ।
আজ ব্লাড ডোনার ফোরাম ও ইউনিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শিলিগুড়ির হাসপাতাল মোড়ে আয়োজিত হয় রক্তদান শিবির । দিনভর চলে এই শিবির । শিবিরের আয়োজকরা জানান, সকলের কাছে দ্রুত রক্তদান শিবির করার জন্য আবেদন করছি । রক্ত সংকট মেটাতে এগিয়ে আসুন । আজ রক্তদান শিবিরে সংগৃহীত রক্ত সরকারি হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হবে বলে জানানো হয় ।