দার্জিলিং, 24 এপ্রিল : পাহাড়ে বহু রাজনৈতিক দলই সক্রিয়ভাবে কাজ করছে ৷ কিন্তু এদের মধ্যে কেউ কেন্দ্রীয় সরকার তো কেউ আবার কাজ করছে রাজ্য সরকারের সহযোগিতায় ৷ আর এই দুই'য়ের জাঁতাকলে পড়ে কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে পাহাড়ের জনসাধারণের দাবি-দাওয়াগুলো ৷ সেই লক্ষ্যেই পাহাড়ে উত্থান হল নয়া রাজনৈতিক দলের (New political party starts their journey in Darjeeling) ৷ নাম ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ (BGSP) ৷
অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ও অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টির পর এবার নয়া রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটল পাহাড়ে ৷ সম্প্রতি অখিল ভারতীয় গোর্খা লিগ থেকে পদত্যাগ করা এসপি শর্মা-সহ বেশ কয়েকজের আহ্বানে এদিন আত্মপ্রকাশ করল 'ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ' ৷ দলীয় প্রতীক এবং পতাকায় ব্যবহার করা হয়েছে জাতীয় পতাকার তিনটি রঙ।
মূলত এসপি শর্মার নেতৃত্বেই পথচলা শুরু হল নতুন রাজনৈতিক দলের । নতুন দল গড়েই জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল এডমিনিস্ট্রেশন) নির্বাচনের বিরোধিতায় সরব বিজিএসপি। রবিবার দার্জিলিংয়ের কলাভবনে সাড়ম্বরে নয়া রাজনৈতিক দলের ঘোষণা করেন এসপি শর্মা। নতুন রাজনৈতিক দল কোন সমীকরণে যোগ দেবে তা নিয়ে রাজনৈতিকমহলে শুরু হয়েছে জল্পনা। মূলত অখিল ভারতীয় গোর্খা লিগের প্রতাপ খাতিপন্থী ছিলেন এসপি শর্মা। ওই দলের সম্পাদকও ছিলেন তিনি। এমনকি স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবিতে আমরণ অনশনেও বসেছিলেন।
আরও পড়ুন : শিবির বদলাচ্ছেন গুরুং ? পাহাড়ে ফের গোর্খাল্যান্ড নিয়ে অশান্তির মেঘ !
তাই এসপি শর্মা নতুন রাজনৈতিক দল গঠন করায় রাজ্য-রাজনীতিতে শোরগোল ৷ এবিজিএলে থাকাকালীন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বিরোধী জোটে থেকেই কাজ করে এসেছিলেন এসপি শর্মা। তাই নয়া দল গড়ে কোন পথে এগোন এসপি শর্মা, সে দিকেই তাকিয়ে পাহাড়ি জনতা ৷ এসপি শর্মা বলেন, "পাহাড়ে কোন রাজনৈতিক দলই গোর্খাল্যান্ড এবং পাহাড়ের সমস্যার সমাধানে কাজ করে নি। আমরা পাহাড়ের জন্য কাজ করতে চাই।"