দার্জিলিং, 9 মার্চ: হোলির দু'দিন দার্জিলিং জেলায় গ্রেফতার দু'শতাধিক ! গতবারের থেকে এবার প্রায় 80 জন বেশি জেলায় ওই দু'দিনে গ্রেফতার হয়েছে । মূলত অশান্তি ও মদ্যপ অবস্থায় ঝামেলা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁদের । এঁদের মধ্যে দেড়শোর বেশি শুধু মাত্র শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকা থেকে ধৃত । দোল ও হোলির দু'দিন শিলিগুড়ি পৌরনিগম এলাকায় একাধিক জায়গায় সংঘর্ষ ও অশান্তির ঘটনা ঘটেছে । আক্রমণ হয়েছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের উপর । পাশাপাশি এলাকায় সংঘর্ষ করার অভিযোগে বিজেপির এক নেতা গ্রেফতারের মতোও ঘটনা ঘটেছে ।
বিক্ষিপ্ত বেশ কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবে কেটেছে হোলি পার্বণটি । এই বিষয়ে দার্জিলিংয়ের পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর বলেন, "দোল ও হোলি উপলক্ষে আগে থেকেই থানাগুলোকে সতর্ক করা হয়েছিল । পাহাড় এলাকায় সংঘর্ষের কোন খবর নেই । তবে সমতলে মহকুমার কিছু এলাকায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে । এছাড়া বড় কোনও ঘটনা বা দুর্ঘটনা হয়নি ।" শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, "বেশ কয়েক জায়গায় কিছু অশান্তি হয়েছে । তবে বড় কোন ঘটনা ঘটেছি । কিছু অভিযোগ মিলেছে । সেগুলো খতিয়ে দেখা হচ্ছে ।"
দার্জিলিং জেলা পুলিশ ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, কমিশনারেটের ভক্তিনগর থানা পাঁচটি মামলায় 31 জন, আশিঘর ফাঁড়ি দুটো মামলায় 23 জনকে গ্রেফতার করেছে । পাশাপাশি এনজেপি থানা 42 জন, আমবাড়ি ফাঁড়ি 11 জনকে গ্রেফতার করেছে । মাটিগাড়া থাকা দুটো মামলায় 16 জন, শিলিগুড়ি থানা 18 জন, বাগডোগরা থানা চারটা মামলায় 19 জন, খালপাড়া ফাঁড়ি দুজন ও পানিট্যাঙ্কি ফাঁড়ি একজনকে গ্রেফতার করেছে । পাশাপাশি শিলিগুড়ি মহকুমার চারটি ব্লকের মধ্যে ফাঁসিদেওয়া, খড়িবাড়ি ও নকশালবাড়ি থানা মিলে চারটি মামলায় 16 জন ও দার্জিলিং পাহাড় এলাজায় 21 জন গ্রেফতার হয়েছে । সব মিলিয়ে গ্রেফতার হয়েছে 203 জন (More than two hundred people arrested in Darjeeling) ।
বুধবার শিলিগুড়ি পৌরনিগমের 6 নম্বর ওয়ার্ড, শান্তিপাড়া, শান্তিনগর, শক্তিগড়, প্রধাননগর, ভারতনগর, জ্যোতিনগর, টিকিয়াপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে । ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান নমিতা করাতির উপর মদ্যপ অবস্থায় আক্রমণের ঘটনা ঘটেছে । পাশাপাশি সংঘর্ষের ঘটনায় ভারতনগরের এক বিজেপি নেতা বিকাশ সরকারকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার পুলিশ ।
এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যেবেলা একজন ব্যক্তি বৈকুন্ঠপল্লিতে পরিবারের সদস্যদের নিয়ে হোলি খেলতে খোলাচাঁদ ফাপরি এলাকায় যায় ৷ সেখানে তাদের উপর দুটি ছেলে চড়াও হয় ও পিস্তল দেখিয়ে ভয় দেখায় । চিৎকার করলে আশপাশের লোকজন জমা হয় সেই সময় ছেলে দুটি পালিয়ে যায় । ভক্তিনগর থানায় অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের হয় । ওই মামলার তদন্তে নেমে পুলিশ শিবনগর দার্জিলিং মোড়ের বাসিন্দা দীপেন্দরকুমার রায় এবং ইসকন মন্দির রোডের বাসিন্দা অর্জুন ঠাকুরকে গ্রেফতার করে ।
আরও পড়ুন: হারিয়ে যাওয়া মোবাইল মালিককে ফেরৎ, রিক্সাচালকের সততায় মুগ্ধ সকলে