দার্জিলিং, 11 অক্টোবর : মালিকপক্ষ চা শ্রমিকদের 20 শতাংশ বোনাস না দিলে 2017 সালের থেকেও বড় আন্দোলন হবে পাহাড়ে । হুঁশিয়ারি গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়পন্থীদের ৷ বৃহস্পতিবার গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়পন্থীদের কেন্দ্রীয় কমিটির বৈঠক হয় । সেই বৈঠক শেষেই হুঁশিয়ারি মোর্চার বিনয়পন্থী শিবিরের । এদিকে আজ (শুক্রবার) নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে রাজ্য সরকার ত্রিপাক্ষিক বৈঠকের ডাক দিয়েছে ৷ সেখানে উপস্থিত থাকবে রাজ্য সরকার, চা বাগান মালিকপক্ষ ও চা বাগান শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা ৷
বৃহস্পতিবার বৈঠক শেষে মোর্চার বিনয়পন্থী শিবিরের কেন্দ্রীয় কমিটির নেতা কেশবরাজ পোখরেল বলেন, " আমরণ অনশনের জেরে বিনয় তামাং দিনদিন মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন । তাঁর অবস্থা সংকটজনক । অথচ মালিকপক্ষ 20 শতাংশ বোনাস ইশুতে অনড় মনোভাব দেখাচ্ছে । "
মোর্চা বোনাস ইশুতে চা বাগান মালিকপক্ষকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত চূড়ান্ত সময়সীমা দিয়েছিল ৷ কিন্তু এরই মধ্যে রাজ্য সরকার জানিয়ে দেয়, বোনাস ইশুতে 11 অক্টোবর কলকাতায় ত্রিপাক্ষিক বৈঠক হবে । ওই বৈঠকে রাজ্য সরকারের প্রতিনিধি ছাড়াও চা বাগান শ্রমিক সংগঠন ও বাগান মালিকদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন । তাই বৃহস্পতিবার মোর্চার বৈঠক হলেও আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়নি ৷
মোর্চার তরফে জানানো হয়েছে, শুক্রবারের ত্রিপাক্ষিক বৈঠকে চা বাগান মালিকপক্ষ ২০ শতাংশ বোনাস দিতে রাজি না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে । কেশবরাজ পোখরেল বলেন , " বৈঠক যদি কোনও কারণে ফলপ্রসূ না হয় তাহলে পাহাড় স্তব্ধ করে দেওয়া হবে ৷ এতবড় আন্দোলন হবে যে কেউ ভাবতেই পারবে না ৷ 2017 সালের 105 দিনের বনধকেও হার মানাবে এই আন্দোলন ৷ "