ETV Bharat / state

তিস্তায় নামল নৌসেনা, পরিস্থিতি নিয়ে খোঁজ মুখ্যমন্ত্রীর - Siliguri

গতকাল ফের সেবকে যান পর্যটনমন্ত্রী গৌতম দেব । তিনি জানান, পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী ।

মুখ্যমন্ত্রী
author img

By

Published : Jul 18, 2019, 3:36 AM IST

শিলিগুড়ি, 18 জুলাই : সেনা ও নৌসেনা কর্তারা সেবকে পৌঁছালেও, তিস্তায় নিখোঁজ পর্যটকদের উদ্ধারের কাজ আজও শুরু করা গেল না । এলাকায় সমীক্ষা চালিয়ে কী কী যন্ত্রপাতি প্রয়োজন তার তালিকা তৈরির পর তা বিশাখাপটনম থেকে আনা হবে । তারপরই শুরু করা হবে অভিযান ।

এদিকে গতকাল ফের সেবকে যান পর্যটনমন্ত্রী গৌতম দেব । তিনি জানান, পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী । জলের স্রোত বেশি রয়েছে । তিস্তায় জলবিদ্যুৎ কেন্দ্রগুলিতে জলের চাপ বেশি থাকায় তা লকগেট আটকাতে পারছে না । ফলে, এত জলের মাঝে উদ্ধার অভিযানে আরও আধুনিক যন্ত্রপাতি প্রয়োজন । তা বিশাখাপটনম থেকে আনাতে হবে । সেই তালিকা তৈরি করে সেনা ও নৌসেনা কর্তারা দিল্লিতে তালিকা পাঠাবেন । সেখান থেকে অনুমতি নিয়ে যন্ত্রাংশ আনিয়ে উদ্ধার অভিযান শুরু হবে ।

গত 10 জুলাই শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে সেবকে বাঘপুলের কাছে তিস্তায় তলিয়ে যায় পর্যটকদের একটি গাড়ি । পুলিশ জানিয়েছিল, গাড়িতে ছিলেন দুই পর্যটক । তাঁদের নাম আমন গর্গ ও গৌরব শর্মা । তাঁরা রাজস্থানের বাসিন্দা । গাড়ির চালকের নাম রাকেশ রাই । তিনি শিলিগুড়ির বাসিন্দা । তবে নিখোঁজ পর্যটকদের পরিজনদের দাবি ছিল, গাড়িতে দু'জন নয়, ছিলেন তিনজন । তৃতীয় ব্যক্তির নাম গোপাল নারওয়ানি । যদিও পুলিশের এক আধিকারিক জানিয়েছিলেন, গাড়ির এজেন্সির কাছ থেকে শুধু দু'জন পর্যটকেরই নাম পাওয়া গেছে । এই পরিস্থিতিতে গত শুক্রবার গজলডোবার তিস্তা ক্যানালে আমন গর্গের দেহ উদ্ধার করা হয়েছিল ।

শিলিগুড়ি, 18 জুলাই : সেনা ও নৌসেনা কর্তারা সেবকে পৌঁছালেও, তিস্তায় নিখোঁজ পর্যটকদের উদ্ধারের কাজ আজও শুরু করা গেল না । এলাকায় সমীক্ষা চালিয়ে কী কী যন্ত্রপাতি প্রয়োজন তার তালিকা তৈরির পর তা বিশাখাপটনম থেকে আনা হবে । তারপরই শুরু করা হবে অভিযান ।

এদিকে গতকাল ফের সেবকে যান পর্যটনমন্ত্রী গৌতম দেব । তিনি জানান, পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী । জলের স্রোত বেশি রয়েছে । তিস্তায় জলবিদ্যুৎ কেন্দ্রগুলিতে জলের চাপ বেশি থাকায় তা লকগেট আটকাতে পারছে না । ফলে, এত জলের মাঝে উদ্ধার অভিযানে আরও আধুনিক যন্ত্রপাতি প্রয়োজন । তা বিশাখাপটনম থেকে আনাতে হবে । সেই তালিকা তৈরি করে সেনা ও নৌসেনা কর্তারা দিল্লিতে তালিকা পাঠাবেন । সেখান থেকে অনুমতি নিয়ে যন্ত্রাংশ আনিয়ে উদ্ধার অভিযান শুরু হবে ।

গত 10 জুলাই শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে সেবকে বাঘপুলের কাছে তিস্তায় তলিয়ে যায় পর্যটকদের একটি গাড়ি । পুলিশ জানিয়েছিল, গাড়িতে ছিলেন দুই পর্যটক । তাঁদের নাম আমন গর্গ ও গৌরব শর্মা । তাঁরা রাজস্থানের বাসিন্দা । গাড়ির চালকের নাম রাকেশ রাই । তিনি শিলিগুড়ির বাসিন্দা । তবে নিখোঁজ পর্যটকদের পরিজনদের দাবি ছিল, গাড়িতে দু'জন নয়, ছিলেন তিনজন । তৃতীয় ব্যক্তির নাম গোপাল নারওয়ানি । যদিও পুলিশের এক আধিকারিক জানিয়েছিলেন, গাড়ির এজেন্সির কাছ থেকে শুধু দু'জন পর্যটকেরই নাম পাওয়া গেছে । এই পরিস্থিতিতে গত শুক্রবার গজলডোবার তিস্তা ক্যানালে আমন গর্গের দেহ উদ্ধার করা হয়েছিল ।

Intro:Rss তল কেটেছে, বুঝতে পারিনি। কিন্তু পালিয়ে যাব না ঃ গৌতম দেব

আর এস এস তলায় তলায় তল কেটে দিয়েছে বুঝতে পারি নি। কিন্তু পালিয়ে যাব না। বিজেপিতে গেলে আগামি বিধানসভায় নিজের জয় সহজ হবে। কিন্তু সে পাঠশালার ছাত্র আমি নই। তাই লড়াই করব। এক ইঞ্চি জমিও বিজেপিকে ছাড়ব না। আজ শিলিগুড়িতে খোলামেলা প্রতিক্রিয়া গৌতম দেবের।
মন্ত্রী গৌতম দেব বলেন রাজনীতিক ও ক্ষমতাসীনরা ক্ষমতায় থাকলে ভাবেন এটা চিরস্থায়ী বন্দোবস্ত। কিন্তু বাস্তবে জনপ্রতিনিধিরা ভাড়াটিয়া, বাড়িওয়ালা জনতা। তাই জনতা না চাইলে সরে যেতে হয়। তাই আগামিতেও নির্বাচনে লড়ব। মানুষ না চাইলে সরে যাব। একদিন সকলকেই থামতে হয়। একইসঙ্গে গৌতম দেব জানান মুখ্যমন্ত্রী বলেছেন পুলিশি নির্ভরতা কমাতে। লোকসভায় হারের পর নিজেই সে রাস্তায় হেটেছি। মানুষ আমাদের শাস্তি দিয়েছে। তাই সরকারি পাইলট, একাধিক পুলিশের গাড়ি, লাল বাতির গাড়ি, ক্যাবিনেট মন্ত্রীর গাড়িতে লাগানো জাতীয় পতাক সবই প্রত্যাহার করেছি। এভাবে চলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লে ফেস করব। কিন্তু মানুষের সাথেই থাকব।

এদিন তিনি আরো বলেন রাজনীতির সঙ্গে ধর্মকে মেশায় বিজেপি। তাই মোদী যত আসনই পান না কেন, বিজেপিকে রাজনৈতিক দল মনে করি না। বরং বামেদের কিছু নীতিকে ভালোবাসি।

এদিন গৌতম জানান প্রথমে ভেবেছিলাম আগামি বিধান সভায় শিলিগুড়ি থেকে লড়ব। কিন্তু আমার বিধানসভায় এবারের লোকসভা নির্বাচনে 87 হাজার ভোটে পিছিয়ে রয়েছি আমিরা। এখন আসন পালটে নিলে সকলে ভাববে আমি পালিয়ে গিয়েছি। তাই আগামি নির্বাচনেও ওই ডাবগ্রাম-ফুলিবাড়িতেই লড়ব।

কাটিমানি প্রসঙ্গে তিনি বলেন দলের কর্মি নেতাদের বারবার বলেছি স্বচ্ছ হতে হবে। নিজের দপ্তরে স্বচ্ছ ভাবেই ইটেন্ডার করি। ক্ষমতায় দীর্ঘদিন থাকলে কিছু ক্ষেত্রে দূর্নীতির জন্ম হয়। কিন্তু এটাও ঠিক সব নেতাই মুদ্রার এপিঠ ওপিঠ নয়। দলতো এসব করে নি। করেছেন ব্যক্তিগত ভাবে কিছু নেতা। মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করি।সকলকে বলি স্বচ্ছ হতে।
সাংবাদিকেরা প্রশ্ন করেন, কিন্তু তারপরেও তো কিছু নেতার নাম জড়াচ্ছে। উত্তরে মন্ত্রী বলেন চ্যারিটি বিগিনিস ফ্রম হোম। আর মনে রাখবেন আমার হাতে নেই ভুবনের ভার। চেষ্টাটা করছি। তা চালিয়ে যাব।
Body:.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.