ETV Bharat / state

বন্ধ মিড ডে মিল, প্রধান শিক্ষককে ঘেরাও পড়ুয়াদের - school

প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা । ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভক্তিনগর থানার পুলিশ ।

চলছে বিক্ষোভ
author img

By

Published : Sep 12, 2019, 11:11 PM IST

Updated : Sep 12, 2019, 11:17 PM IST

শিলিগুড়ি, 12 সেপ্টেম্বর : দু'দিন মিড ডে মিল বন্ধ থাকায় প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা । ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভক্তিনগর থানার পুলিশ । শিলিগুড়ির হায়দরপাড়া বুদ্ধভারতী স্কুলের ঘটনা ।

পড়ুয়াদের অভিযোগ, রান্নার গ্যাস নেই এই অজুহাতে গত দু'দিন ধরে মিড ডে মিল বন্ধ করে রেখেছে স্কুল কর্তৃপক্ষ । এর প্রতিবাদে আজ ক্লাস ইলেভেন ও টুয়েলভের পড়ুয়ারা স্কুলের গেট আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে । এখানেই শেষ নয়, এরপর তারা প্রধান শিক্ষককে ঘেরাও করে । খবর পেয়ে স্কুলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ । পুলিশি আশ্বাসে ঘেরাও উঠে যায় ।

ক্লাস টুইলভের এক ছাত্রী বলে, ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত মিড ডে মিল দেওয়ার কথা । কিন্তু, স্কুলে মিড ডে মিল বন্ধের অনিয়ম মাঝে-মধ্যেই হয়ে থাকে । এর আগেও টানা একমাস মিড ডে মিল বন্ধ ছিল । এবার ফের দু'দিন ধরে বন্ধ মিড-ডে-মিল । স্কুলে এই অব্যবস্থা চলতে পারে না ।"

প্রধান শিক্ষকের বক্তব্য

প্রধান শিক্ষক স্বপ্নেন্দু নন্দী বলেন, "কয়েকমাস আগেই স্কুলের পরিচালন সমিতির মেয়াদ ফুরিয়ে গেছে । সভাপতিও নেই । তাই রান্নার গ্যাস কেনার জন্য চেকে সই হচ্ছে না । এর জেরে সমস্যা দেখা দিয়েছে । এবিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক সহ আধিকারিকদের সঙ্গে কথা বলেছি । সমাধান না মেলায় মিড ডে মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় । জেলা বিদ্যালয় পরিদর্শকের তরফে সমস্যার সমাধান হলে শনিবার থেকেই মিড ডে মিল চালু করা হবে । না হলে আমাদের কিছু করার নেই ।"

শিলিগুড়ি, 12 সেপ্টেম্বর : দু'দিন মিড ডে মিল বন্ধ থাকায় প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা । ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভক্তিনগর থানার পুলিশ । শিলিগুড়ির হায়দরপাড়া বুদ্ধভারতী স্কুলের ঘটনা ।

পড়ুয়াদের অভিযোগ, রান্নার গ্যাস নেই এই অজুহাতে গত দু'দিন ধরে মিড ডে মিল বন্ধ করে রেখেছে স্কুল কর্তৃপক্ষ । এর প্রতিবাদে আজ ক্লাস ইলেভেন ও টুয়েলভের পড়ুয়ারা স্কুলের গেট আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে । এখানেই শেষ নয়, এরপর তারা প্রধান শিক্ষককে ঘেরাও করে । খবর পেয়ে স্কুলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ । পুলিশি আশ্বাসে ঘেরাও উঠে যায় ।

ক্লাস টুইলভের এক ছাত্রী বলে, ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত মিড ডে মিল দেওয়ার কথা । কিন্তু, স্কুলে মিড ডে মিল বন্ধের অনিয়ম মাঝে-মধ্যেই হয়ে থাকে । এর আগেও টানা একমাস মিড ডে মিল বন্ধ ছিল । এবার ফের দু'দিন ধরে বন্ধ মিড-ডে-মিল । স্কুলে এই অব্যবস্থা চলতে পারে না ।"

প্রধান শিক্ষকের বক্তব্য

প্রধান শিক্ষক স্বপ্নেন্দু নন্দী বলেন, "কয়েকমাস আগেই স্কুলের পরিচালন সমিতির মেয়াদ ফুরিয়ে গেছে । সভাপতিও নেই । তাই রান্নার গ্যাস কেনার জন্য চেকে সই হচ্ছে না । এর জেরে সমস্যা দেখা দিয়েছে । এবিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক সহ আধিকারিকদের সঙ্গে কথা বলেছি । সমাধান না মেলায় মিড ডে মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় । জেলা বিদ্যালয় পরিদর্শকের তরফে সমস্যার সমাধান হলে শনিবার থেকেই মিড ডে মিল চালু করা হবে । না হলে আমাদের কিছু করার নেই ।"

Intro:দুই দিন যাবৎ বন্ধ মিড-ডে-মিল, প্রধান শিক্ষককে ঘেড়াও করে বিক্ষোভে সামিল স্কুল পড়ুয়ারা!

শিলিগুড়ি, ১২ সেপ্টেম্বরঃ দুই দিন যাবৎ বন্ধ মিড-ডে-মিল। ঘটনার জেরে বৃহস্পতিবার প্রধান শিক্ষককে ঘেড়াও করে বিক্ষোভে সামিল হলেন স্কুলের ছাত্রছাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ। ঘটনাটি শহর শিলিগুড়ির হায়দরপাড়া বুদ্ধ ভারতী হাইস্কুলের।

Body:শহর শিলিগুড়িতে অবস্থিত হায়দরপাড়া বুদ্ধভারতী হাইস্কুল বছরকয় যাবৎ বিতর্কের শীর্ষে রয়েছে। কখনও পঠন-পাঠন ইস্যুতে, কখনও আবার শিক্ষকদের অন্তঃকলহে। এবার সমালোচনা মুখর হল মিড-ডে-মিল ইস্যুতে। ছাত্রছাত্রীদের অভিযোগ, গ্যাস নেই এমন অযুহাত তুলে মিড-ডে-মিল বন্ধ করে দিয়েছে স্কুল কতৃপক্ষ। অভিযোগ স্বীকার করে স্কুল কতৃপক্ষের বক্তব্য সমস্যার সমাধানে জেলা বিদ্যালয় আধিকারীকের সঙ্গে বারকয় আলোচনা করা হলেও লাভ হয়নি। স্বাভাবিক কারণেই মিড-ডে-মিল বন্ধ রাখা হয়েছে স্কুলের তরফে।

দুই দিন যাবৎ মিড-ডে-মিল বন্ধ থাকার প্রতিবাদে এদিন স্কুল ছুটির পর দ্বাদশ ও একাদশ শ্রেনীর ছাত্রছাত্রীরা প্রথমে স্কুলের প্রধান গেট আটকে বিক্ষোভে সামিল হন। কিছু সময় বাদে প্রধান শিক্ষকের ঘরের ভেতরে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। তাদের দাবী যে কোন প্রকারে স্কুল কতৃপক্ষকে মিড-ডে-মিল চালু করতে হবে। কেননা, এই স্কুলে বেশীরভাগ পড়ুয়াই নিন্মমধ্যবিত্ত পরিবার থেকে এসেছে। স্বাভাবিক কারণেই গ্যাঁটের কড়ি খরচ করে টিফিন খাওয়া সম্ভব নয়। তারা মিড-ডে-মিলে ভরসা করে থাকে। সেক্ষেত্রে এভাবে মিড-ডে-মিল বন্ধ হয়ে থাকলে সমস্যায় পড়তে হয় ওই সকল পড়ুয়াদের।

দ্বাদশ শ্রেনীর ছাত্রী প্রিয়াঙ্কা সরকার বলেন, পঞ্চম শ্রেনী থেকে অষ্টম শ্রেনী অবধি মিড-ডে-মিল দেওয়ার কথা। কিন্তু, আমাদের স্কুলে অনিয়ম হয়েই থাকে হামেশাই। এরপূর্বেও টানা একমাস মিড-ডে-মিল বন্ধ ছিল। এবার ফের দু'দিন ধরে বন্ধ মিড-ডে-মিল। স্কুলে এমন অব্যবস্থা চলতে পারে না।

Conclusion:স্কুলের প্রধান শিক্ষক স্বপনেন্দু নন্দী বলেন, স্কুলের পরিচালন সমিতির মেয়াদ ফুড়িয়ে গিয়েছে মাসকয় হল। নেই সভাপতি।স্বাভাবিক কারণেই গ্যাস কেনার জন্য চেক সই হচ্ছে না। এরই জেরে সমস্যা দেখা দিয়েছে। এবিষয়ে একাধিক জেলা বিদ্যালয় পরিদর্শক সহ একাধিক আধিকারীকদের সঙ্গে কতজা বলেছি। সমাধান সূত্র না পেয়ে মিড-ডে-মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়। তবে জেলা বিদ্যালয় পরিদর্শকের তরফে সমস্যার সমাধান করে দেওয়া হলে শনিবার থেকেই মিড-ডে-মিল চালু করা হবে। অন্যথায় আমরা স্কুল কতৃপক্ষ অপারগ।

এবিষয়ে জলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শক স্বপন সামন্তের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সমস্যার সমাধান হয়ে গিয়েছে।

Last Updated : Sep 12, 2019, 11:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.