শিলিগুড়ি, 11 মার্চ : মুখ্যমন্ত্রীর নির্দেশমতোই শিলিগুড়িকে ঝা- চকচকে ও 'জিরো গার্বেজ' করতে জঞ্জাল পরিষেবায় নাইট সার্ভিস চালু করার উদ্যোগ নিল শিলিগুড়ি পৌরনিগম (Siliguri Municipal Corporation)।
শুক্রবার শিলিগুড়ি পৌরনিগমের সভাকক্ষে মেয়র পারিষদদের নিয়ে বৈঠক (Mayor's Council meeting) করেন মেয়র গৌতম দেব (Mayor of Siliguri,Goutam Deb)। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ কমল আগরওয়াল, রামভজন মাহাতো, দুলাল দত্ত, মানিক দে, শ্রাবনী দত্ত-সহ অন্যান্যরা। বৈঠকের পর এমনটা জানান মেয়র ৷ গৌতম দেব বলেন, "এখন থেকে জঞ্জাল পরিষেবায় নাইট সার্ভিস চালু করা হচ্ছে। রাত ন'টা থেকে শহরের সমস্ত জমা আবর্জনা ও জঞ্জাল সাফাইয়ের কাজ হবে। বর্ষাকাল বাদে শহরের রাজপথ দিনে একবার ধুয়ে দেওয়া হবে। সেজন্য আমরা গাড়িও কিনছি।"
ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, "শহরকে আবর্জনামুক্ত করতে আমরা তৎপর। কোথাও কোনও জঞ্জাল থাকবে না। ডাম্পিং গ্রাউন্ডে কয়েক যুগ ধরে জমে থাকা জঞ্জালের পাহাড় সরানো হবে।"
আরও পড়ুন : শিলিগুড়ি পৌরনিগমের ডেপুটি মেয়র পদে শপথ নিলেন রঞ্জন সরকার
এছাড়াও এদিনের বৈঠকে আশিঘর মোড় থেকে কোর্টমোড় এবং এনটিএস মোড় থেকে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন পর্যন্ত যে রাস্তা আছে, তা রক্ষণাবেক্ষণের জন্য পূর্ত-দফতরের হাতে তুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন মেয়র ৷ এ ব্যাপারে আগামী 21 মার্চ সংশ্লিষ্ট দফতরের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবেন তিনি ৷
আরও পড়ুন : KMC : জঞ্জাল পৃথকীকরণে জোর দিতে চলেছে কলকাতা কর্পোরেশন
শহরের নিকাশি নালার কোনও প্ল্যান নেই, তাই একটি এজেন্সির মাধ্যমে সমীক্ষা করানো হচ্ছে। প্রতিটি ওয়ার্ডের নালা, জলের কল, রাস্তা, কালভার্ট-সহ সমস্ত বিষয়ের ওয়ার্ডভিত্তিক তথ্যভান্ডার গড়া হবে। বর্ধমান রোডের উড়ালপুলের কাজ দ্রুত শেষ করা হবে। শহরের মাঝে থাকা দু'টি লোকাল বাসস্ট্যান্ডকে শহরের বাইরে সরিয়ে নেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে ৷ যার একটি তিনবাত্তি মোড়ে ও অন্যটি শহীদ কলোনিতে সরিয়ে নিয়ে যাওয়া হবে ৷ এর জন্য পৌরনিগমের তরফে দু'কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
সারা শহরে এলইডি লাইট লাগানো হবে ৷ রাস্তার লাইটের সার্ভে ইতিমধ্যেই শুরু করা হয়েছে। চলতি সপ্তাহেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পরিষেবা চালু করা হবে বলেও জানিয়েছেন মেয়র। আগে চারশোটি বাড়ি নিয়ে একটি ব্লক হত, এখন থেকে দু'শোটি বাড়ি নিয়ে একটি ব্লক হবে। 700 জন কর্মবন্ধু নিয়োগ করা হবে সুডা'র মাধ্যমে। এছাড়াও বালাসন সেতুর উপর অস্থায়ী একটি সেতু নির্মাণ করা হবে।
আরও পড়ুন : Special Rail Service For Holi: হোলিতে দিঘায় স্পেশাল ট্রেনের ঘোষণা পূর্ব রেলের
শনিবার কৃষি বিপনন মন্ত্রী বিপ্লব মিত্রের সঙ্গে নিয়ন্ত্রিত বাজারের পূনর্বিন্যাস ও উন্নয়ন নিয়ে ফের বৈঠকে বসবেন মেয়র। ১৪ মার্চ প্রথম মাসিক অধিবেশন রয়েছে। সেই বৈঠকে শহরের রাস্তার নামকরণের কমিটি-সহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে।