ETV Bharat / state

Minor Girl Body Recovered: ধর্ষণে বাধা পেয়েই নাবালিকাকে খুন, মাটিগাড়ার ঘটনায় জেরায় স্বীকার মূল অভিযুক্তের - Main Accused Arrested in Minor Girl Death

Main Accused Arrested in Minor Girl Death: মাটিগাড়ার ঘটনায় গ্রেফতার 22 বছরের মূল অভিযুক্ত ৷ সে ধর্ষণে বাধা পেয়েই নাবালিকাকে খুন করে বলে জানাল পুলিশ ৷ সোমবার পরিত্যক্ত জমির ঘর থেকে নাবালিকার স্কুল ইউনিফর্মে দেহ উদ্ধার হয়েছিল শিলিগুড়িতে ৷

Minor Girl Body Recovered
নাবালিকাকে খুন
author img

By

Published : Aug 22, 2023, 1:54 PM IST

Updated : Aug 22, 2023, 2:09 PM IST

মাটিগাড়ায় ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার

শিলিগুড়ি, 22 অগস্ট: মাটিগাড়ায় পরিত্যক্ত জমির ঘর থেকে স্কুল ইউনিফর্মে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল ৷ এই ঘটনায় মূল অভিযুক্তকে অভিযান চালিয়ে গ্রেফতার করল পুলিশ । 22 বছরের ওই তরুণ মাটিগাড়ারই বাসিন্দা । অভিযুক্ত খালাসির কাজ করে । সে ধর্ষণে বাধা পেয়েই নাবালিকাকে খুন করে বলে পুলিশ জানিয়েছে ৷ ধৃতকে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে । দশ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ ।

এই বিষয়ে মাটিগাড়া থানায় সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি অভিষেক গুপ্তা বলেন, "ইট দিয়ে মাথা থেতলে খুন করা হয়েছে নাবালিকাকে । খুনের বিষয়টি স্বীকার করেছে মূল অভিযুক্ত । অভিযুক্ত একাই ছিল । তবে অভিযুক্তের সঙ্গে নাবালিকার পূর্ব কোন পরিচয় ছিল কি না সেটাও খতিয়ে দেখা হবে । আমরা হেফাজতে নিয়ে বাকি তদন্ত করে দেখব ।"

জানা গিয়েছে, ওই নাবালিকাকে বাড়ি ফেরানোর জন্য সাইকেলে তোলে অভিযুক্ত । এরপর তাকে ওই পরিত্যক্ত জমিতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ । কিন্তু নাবালিকা তাকে বাধা দেয় ৷ এরপরেই সেখানে থাকা একটি ইট দিয়ে মাথা থেতলে মেয়েটিকে খুন করে তরুণ ৷ এমনটাই পুলিশকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে অভিযুক্ত । তারপরেই খুনের পর সেখান থেকে পালিয়ে যায় ওই তরুণ ।

আরও পড়ুন: স্কুল ইউনিফর্ম পরা নাবালিকার রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য শিলিগুড়িতে

সোমবার বিকেল পাঁচটা নাগাদ মাটিগাড়ার মোটাজোতে একটি পরিত্যক্ত জমির ঘর থেকে উদ্ধার হয় স্কুল ইউনিফর্মে থাকা এক নাবালিকার রক্তাক্ত দেহ । ঘটনার পরই তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । ঘটনার পরই তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ । পাশাপাশি কাজে লাগানো হয় স্পেশাল অপারেশন গ্রুপ ও গোয়েন্দা বিভাগকেও । তদন্তে নেমে এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ । সেই থেকে সূত্র মেলে মূল অভিযুক্তের । এরপর মঙ্গলবার ভোররাতে পালপাড়ায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ । বাড়ি থেকেই গ্রেফতার করা হয় মূল অভিযুক্তকে ।

মাটিগাড়ায় ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার

শিলিগুড়ি, 22 অগস্ট: মাটিগাড়ায় পরিত্যক্ত জমির ঘর থেকে স্কুল ইউনিফর্মে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল ৷ এই ঘটনায় মূল অভিযুক্তকে অভিযান চালিয়ে গ্রেফতার করল পুলিশ । 22 বছরের ওই তরুণ মাটিগাড়ারই বাসিন্দা । অভিযুক্ত খালাসির কাজ করে । সে ধর্ষণে বাধা পেয়েই নাবালিকাকে খুন করে বলে পুলিশ জানিয়েছে ৷ ধৃতকে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে । দশ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ ।

এই বিষয়ে মাটিগাড়া থানায় সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি অভিষেক গুপ্তা বলেন, "ইট দিয়ে মাথা থেতলে খুন করা হয়েছে নাবালিকাকে । খুনের বিষয়টি স্বীকার করেছে মূল অভিযুক্ত । অভিযুক্ত একাই ছিল । তবে অভিযুক্তের সঙ্গে নাবালিকার পূর্ব কোন পরিচয় ছিল কি না সেটাও খতিয়ে দেখা হবে । আমরা হেফাজতে নিয়ে বাকি তদন্ত করে দেখব ।"

জানা গিয়েছে, ওই নাবালিকাকে বাড়ি ফেরানোর জন্য সাইকেলে তোলে অভিযুক্ত । এরপর তাকে ওই পরিত্যক্ত জমিতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ । কিন্তু নাবালিকা তাকে বাধা দেয় ৷ এরপরেই সেখানে থাকা একটি ইট দিয়ে মাথা থেতলে মেয়েটিকে খুন করে তরুণ ৷ এমনটাই পুলিশকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে অভিযুক্ত । তারপরেই খুনের পর সেখান থেকে পালিয়ে যায় ওই তরুণ ।

আরও পড়ুন: স্কুল ইউনিফর্ম পরা নাবালিকার রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য শিলিগুড়িতে

সোমবার বিকেল পাঁচটা নাগাদ মাটিগাড়ার মোটাজোতে একটি পরিত্যক্ত জমির ঘর থেকে উদ্ধার হয় স্কুল ইউনিফর্মে থাকা এক নাবালিকার রক্তাক্ত দেহ । ঘটনার পরই তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । ঘটনার পরই তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ । পাশাপাশি কাজে লাগানো হয় স্পেশাল অপারেশন গ্রুপ ও গোয়েন্দা বিভাগকেও । তদন্তে নেমে এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ । সেই থেকে সূত্র মেলে মূল অভিযুক্তের । এরপর মঙ্গলবার ভোররাতে পালপাড়ায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ । বাড়ি থেকেই গ্রেফতার করা হয় মূল অভিযুক্তকে ।

Last Updated : Aug 22, 2023, 2:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.