শিলিগুড়ি, 24 সেপ্টেম্বর: শিলিগুড়ি পৌরনিগমের তরফে মহালয়ার ভোরে শহরের 46টি গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল জায়গায় বাজবে মহিষাসুরমর্দিনী । পুরো শহর জুড়ে চলবে মহিষাসুরমর্দিনী (Mahisasuramardini)। ইতিমধ্যে নির্দিষ্ট সংস্থাগুলিকে ডেকে আলোচনা করে কাজ শুরু শেষ করার নির্দেশ দিয়েছেন মেয়র (Mayor of Siliguri Corporation)।
অন্যদিকে, পুজো কার্নিভালের জন্যও পুলিশকে সঙ্গে নিয়ে প্রস্তুতি সেরেছে পৌরনিগম। শিলিগুড়ির হাসমি চক, মহাত্মা গান্ধি চক, জলপাই মোড়, ঝঙ্কার মোড়, সেভক মোড় মিলিয়ে এমন 46টি জনবহুল জায়গা চিহ্নিত করে সাউন্ড সিস্টেম লাগানোর কাজ প্রায় শেষের পথে। ভোর হতেই শহড়জুড়ে শোনা যাবে মায়ের আগমনী বার্তা।
অন্যদিকে পুজো পরবর্তী কার্নিভালের (Durga Puja Carnival) জন্য কোথায় কোথায় ছোট ছোট স্টেজ তৈরি করা হবে, প্রধান স্টেজ কোথায় হবে এই সমস্ত বিষয় চূড়ান্ত করা হবে খুব তাড়াতাড়ি। ডেপুটি মেয়র রঞ্জন সরকারের বক্তব্য, "কলকাতার কার্নিভাল যেমন হয় সেইরকম আমরাও চেষ্টা করছি ৷ ইতিমধ্যেই পৌরনিগমের তরফে শহরের সমস্ত থানার আইসি, ওসি, ডিসিপিকে নিয়ে বৈঠক সেরে ফেলা হয়েছে। পৌর কর্তাদের পাশাপাশি বরো চেয়ারম্যান এবং মেয়র পরিষদরাও অংশ নেবেন। ইতিমধ্যেই কোন এলাকা থেকে কত ক্লাব কার্নিভালে অংশগ্রহণ করবে কার্নিভালের রুট কী হবে, সেই রুটে পুলিশি ব্যবস্থা কেমন থাকবে-সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।"
আরও পড়ুন: স্মার্টফোন-টিভির ঝলমলে আলো, তবু মহালয়ার ভোরে 'শক্তিরূপেণ' রেডিয়ো
পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, প্রায় 30টি ক্লাবের নাম ঠিক করে ফেলা হয়েছে। ওই ক্লাবগুলোর সঙ্গে পৌরনিগমের পক্ষ থেকে এক দু'দিনের মধ্যেই যোগাযোগ করা হবে। তাদের প্রত্যেককে কলকাতার পুজো কার্নিভালের ভিডিয়ো পেনড্রাইভে দিয়ে দেওয়া হবে । সেভাবেই যাতে ক্লাবগুলি আয়োজন করে, সেই বিষয়টির নিশ্চিত করা হবে।
অন্যদিকে, গ্রামের চারটি ব্লক থেকে চারটি এবং পাহাড় থেকে একটি সাংস্কৃতিক দল থাকবে এই কার্নিভালে। থাকবে গ্রামের কয়েকটি পুজো যে এলাকাগুলিতে স্টেজ তৈরি করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। কার্নিভাল শুরু হবে হাসমি চক থেকে এবং শেষ হবে এয়ারভিউ মোড়ে। লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে হাসমি চক থেকে এয়ারভিউ পর্যন্ত মাঝের রাস্তায় ক্লাবগুলি নিজেদের প্রদর্শনী দেখানোর সুযোগ পাবে।