ETV Bharat / state

Siliguri Road Accident: পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুতে উত্তপ্ত শিলিগুড়ি, জনতার ছোড়া ইটে জখম 2 পুলিশ কর্মী

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত শিলিগুড়ি (road accident in siliguri) ৷ বাইক ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল যুবকের ৷ জখম আরও 2 ৷ দুর্ঘটনার পরেই উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিকতে ভাঙচুর চালায় ও আগুন লাগিয়ে দেয় ৷

Siliguri Road Accident
পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুতে উত্তপ্ত শিলিগুড়ি
author img

By

Published : Feb 11, 2023, 11:31 AM IST

Updated : Feb 11, 2023, 1:26 PM IST

পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুতে উত্তপ্ত শিলিগুড়ি

শিলিগুড়ি, 11 ফেব্রুয়ারি: পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত শিলিগুড়ি ৷ বাইকের সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর (Youth Died in an Accident)। গুরুতর জখম আরও দুই যুবক । শনিবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন অম্বিকানগরের মাইকেল মধুসূদন কলোনি এলাকায়। মৃতের নাম শিবা রায় । আহত হয়েছেন মহম্মদ মানতাজুল ও মানিক রায় দুই ব্যক্তি ।

দুর্ঘটনার পরেই ক্ষিপ্ত জনতা ঘাতক ট্রাকটিতে ভাংচুর চালায় ও পরে আগুন ধরিয়ে দেয় । এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জও করা হয় । পালটা পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে উত্তেজিত জনতা । তাতে আবার দুই পুলিশকর্মী গুরুতর জখম হন । এলাকায় ওই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ালে সেখানে পুলিশ পিকেট বসানো হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি ক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা চলছে। এলাকাবাসীর দাবি, এই এলাকায় আগেও পথ দুর্ঘটনা হয়েছে। তাতে প্রাণও গিয়েছে । কিন্তু এরপর টনক নড়েনি প্রশাসনের । তাই তারা বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছে ।

আরও পড়ুন: রেলট্র্যাকে শুয়ে মহিলা ! উপর দিয়ে গেল ডজনখানেক পণ্যবাহী ওয়াগন

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে একটি বাইকে করে ওই তিন যুবক এনজেপি থেকে অম্বিকানগরের দিকে যাচ্ছিলেন (Siliguri Accident News)। সেই সময় পিছন থেকে একটি পাঞ্জাব ট্রাক তাঁদের ধাক্কা মারে । ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাইক আরোহী শিবার । স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় দুই সাওয়ারিকে উদ্ধার করে স্থানীয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় ৷ এদিকে, পরিস্থিতি বেগতিক দেখেই ট্রাক ছেড়ে পালিয়ে যায় চালক ও খালাসি । আরোহীর মৃত্যুর পরই এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পরে ।

প্রথমে ঘাতক ট্রাকটিতে ব্যাপক ভাংচুর চালায় উত্তেজিত জনতা । তারপর তাতে আগুনও ধরিয়ে দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এনজেপি থানার বিশাল পুলিশ ৷ পাশাপাশি পৌছয় দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে গেলে, ক্ষিপ্ত জনতা পুলিশের উপর চড়াও হয় । পুলিশকে লক্ষ্য করে ছোড়া পাথর । তাদের ছোড়া ঢিলে আহত হন দুই পুলিশকর্মী খগেন বর্মন ও প্রদীপ দেওয়ালি । পরে ঘটনাস্থলে যান শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) জয় টুডু । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ।

স্থানীয় বাসিন্দা তপন সিংহ বলেন, "ওই রাস্তা দিয়ে খুব দ্রুত গতিতে যান চলাচল করে । যার জেরেই এই দুর্ঘটনা হয়েছে । প্রশাসনকে আবেদন করব কড়া পদক্ষেপ গ্রহণ করতে ।" মৃতের দিদির কথায় , "সকালে ভাই কোথায় যাচ্ছিল জানি না। বাইকে তিনজন ছিল। পিছন থেকে ট্রাকে ধাক্কা মারে। ভাই মারা গেছে। দুজন আহত।" ইতিমধ্যেই ঘাতকল ট্রাকের চালকের উদ্দেশ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুতে উত্তপ্ত শিলিগুড়ি

শিলিগুড়ি, 11 ফেব্রুয়ারি: পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত শিলিগুড়ি ৷ বাইকের সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর (Youth Died in an Accident)। গুরুতর জখম আরও দুই যুবক । শনিবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন অম্বিকানগরের মাইকেল মধুসূদন কলোনি এলাকায়। মৃতের নাম শিবা রায় । আহত হয়েছেন মহম্মদ মানতাজুল ও মানিক রায় দুই ব্যক্তি ।

দুর্ঘটনার পরেই ক্ষিপ্ত জনতা ঘাতক ট্রাকটিতে ভাংচুর চালায় ও পরে আগুন ধরিয়ে দেয় । এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জও করা হয় । পালটা পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে উত্তেজিত জনতা । তাতে আবার দুই পুলিশকর্মী গুরুতর জখম হন । এলাকায় ওই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ালে সেখানে পুলিশ পিকেট বসানো হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি ক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা চলছে। এলাকাবাসীর দাবি, এই এলাকায় আগেও পথ দুর্ঘটনা হয়েছে। তাতে প্রাণও গিয়েছে । কিন্তু এরপর টনক নড়েনি প্রশাসনের । তাই তারা বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছে ।

আরও পড়ুন: রেলট্র্যাকে শুয়ে মহিলা ! উপর দিয়ে গেল ডজনখানেক পণ্যবাহী ওয়াগন

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে একটি বাইকে করে ওই তিন যুবক এনজেপি থেকে অম্বিকানগরের দিকে যাচ্ছিলেন (Siliguri Accident News)। সেই সময় পিছন থেকে একটি পাঞ্জাব ট্রাক তাঁদের ধাক্কা মারে । ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাইক আরোহী শিবার । স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় দুই সাওয়ারিকে উদ্ধার করে স্থানীয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় ৷ এদিকে, পরিস্থিতি বেগতিক দেখেই ট্রাক ছেড়ে পালিয়ে যায় চালক ও খালাসি । আরোহীর মৃত্যুর পরই এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পরে ।

প্রথমে ঘাতক ট্রাকটিতে ব্যাপক ভাংচুর চালায় উত্তেজিত জনতা । তারপর তাতে আগুনও ধরিয়ে দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এনজেপি থানার বিশাল পুলিশ ৷ পাশাপাশি পৌছয় দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে গেলে, ক্ষিপ্ত জনতা পুলিশের উপর চড়াও হয় । পুলিশকে লক্ষ্য করে ছোড়া পাথর । তাদের ছোড়া ঢিলে আহত হন দুই পুলিশকর্মী খগেন বর্মন ও প্রদীপ দেওয়ালি । পরে ঘটনাস্থলে যান শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) জয় টুডু । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ।

স্থানীয় বাসিন্দা তপন সিংহ বলেন, "ওই রাস্তা দিয়ে খুব দ্রুত গতিতে যান চলাচল করে । যার জেরেই এই দুর্ঘটনা হয়েছে । প্রশাসনকে আবেদন করব কড়া পদক্ষেপ গ্রহণ করতে ।" মৃতের দিদির কথায় , "সকালে ভাই কোথায় যাচ্ছিল জানি না। বাইকে তিনজন ছিল। পিছন থেকে ট্রাকে ধাক্কা মারে। ভাই মারা গেছে। দুজন আহত।" ইতিমধ্যেই ঘাতকল ট্রাকের চালকের উদ্দেশ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

Last Updated : Feb 11, 2023, 1:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.