শিলিগুড়ি, 18 মে : করোনা সংক্রামিতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ৷ এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে সেফ হোম ৷ কিন্তু শিলিগুড়িতে দেখা গেল অন্য ছবি ৷ সেফ হোম তৈরি করা নিয়ে পৌরসভার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা ৷ তাঁদের দাবি, এলাকাটি ঘনজনবসতিপূর্ণ ৷ সেখানে সেফ হোম তৈরি হলে এলাকার বাসিন্দাদেরও সংক্রামিত হওয়ার আশঙ্কা বেড়ে যাবে ৷ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌরনিগমের 4 নম্বর ওয়ার্ডের দুর্গানগর কলোনির কুমারটুলি এলাকায় ৷
শিলিগুড়ি পৌরনিগম সূত্রে খবর, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ কমিউনিটি সেন্টার ও প্রদর্শনী কক্ষকে করোনা সংক্রমিতদের জন্য সেফ হোম তৈরির উদ্যোগ নেয় ৷ কিন্তু বাধ সাধেন এলাকাবাসী ৷ ঘনজনবসতিপূর্ণ এলাকায় সেফ হোম তাঁরা কিছুতেই করতে দেবেন না ৷ কারণ একটাই ৷ সংক্রমণের ভয় ৷ সেই কারণকে সামনে রেখে এদিন পৌরসভার আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ৷
স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনওভাবেই এই ঘনবসতিপূর্ণ এলাকায় সেফ হোম করতে দেওয়া হবে না ৷ যদি এর জন্য গোটা এলাকার মানুষ সংক্রামিত হন,তাহলে তার দায়িত্ব কে নেবে ? খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চার নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর পরিমল মিত্র। তিনি পৌঁছে এলাকাবাসীদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি ৷ সমস্যাটি নিয়ে পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন পরিমল মিত্র।
আরও পড়ুন : ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের