শিলিগুড়ি, 19 জানুয়ারি : গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পূর্ণ বয়স্ক চিতাবাঘের । বাগডোগরার গয়াগঙ্গা চা বাগান সংলগ্ন এলাকার 31 নম্বর জাতীয় সড়কের ঘটনা ।
বন বিভাগ সূত্রে খবর, সোমবার রাতে গয়াগঙ্গা চা বাগানের সামনে ওই স্ত্রী চিতাটি জাতীয় সড়ক পেরোতে গেলে দ্রুত গতিতে আসা একটি গাড়ি ধাক্কা মারে । ঘটনাস্থানেই মৃত্যু হয় চিতাটির । স্থানীয়রা বাঘটিকে দেখে বন বিভাগে খবর দেয় । খবর পেয়ে বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থানে আসেন । এবং চিতাটির দেহ উদ্ধার করে তাইপু চা বাগানে রাখা হয় । মঙ্গলবার সকালে ওই চিতাটির ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন :চা-বাগানের নালা থেকে উদ্ধার চিতাবাঘ
এদিকে ঘটনার পরই চম্পট দেয় গাড়িটি। গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ও বন বিভাগ । এর আগেও ওই রাস্তায় গাড়ির ধাক্কায় চিতার মৃত্যু ও আহত হওয়ার ঘটনা একাধিকবার ঘটেছে ।