দার্জিলিং, 14 জুন : বর্ষা শুরু হতে না হতেই ধস নামল দার্জিলিঙের একাধিক জায়গায় । একটানা বৃষ্টি হচ্ছে সেখানে । শুক্রবার রাত থেকে শনিবার দুপুরের মধ্যে একাধিক জায়গায় ধস নামে ।
ধসের জেরে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । ধস নেমেছে তুংসুং, মংপুর সহ একাধিক এলাকাতেও । বেশ কয়েকটি পরিবারকে ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ।
শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত দার্জিলিং শহরে প্রায় 77 মিলিমিটার বৃষ্টি হয়েছে । আর সে কারণেই একাধিক জায়গায় ধস নেমেছে ।
দার্জিলিঙের 17 নম্বর ওয়ার্ডে ধস নেমেছে । প্রমোদ থাপা নামে এক ব্যক্তির বাড়ি ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে । তবে ওই পরিবারের সাত সদস্যই নিরাপদে রয়েছেন ।
সাবিনা থাপা নামে আর একজন বলেন, সকাল সাড়ে ন'টা নাগাদ তাঁর বাড়িতে ধস নামে । ওই সময় তিনি বাড়িতে ছিলেন না । বাড়িতে থাকা চার সদস্য অল্পের জন্য রক্ষা পেয়েছেন ।