ETV Bharat / state

ভোটের পরে প্রকাশ্যে খুদে রয়্যাল শাবক কিকা ও রিকা

এক বছর বয়স না হলে কোনও রয়্যাল বেঙ্গল শাবককে ওপেন এনক্লোজ়ারে আনা সম্ভব নয়। ভোটের পর কিকা ও রিকার বয়স এক বছর পূর্ণ হবে। তাই আগামী মাস থেকেই তাদের ওপেন এনক্লোজ়ারে ছাড়া হবে।

বেঙ্গল সাফারি
author img

By

Published : Apr 8, 2019, 9:50 AM IST

শিলিগুড়ি, 8 এপ্রিল : ভোটের পরেই প্রকাশ্যে আসবে খুদে রয়্যাল বেঙ্গল টাইগার। প্রাপ্ত বয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার শিলা, বিভানের পাশাপাশি রয়্যাল শাবক কিকা ও রিকার দেখা মিলবে বেঙ্গল সাফারির ওপেন এনক্লোজ়ারে। বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ পর্যটকদের নজর কাড়তে শাবকদের তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চলেছে।

জ়ু অথরিটির গাইডলাইন অনুসারে, এক বছর বয়স না হলে কোনও রয়্যাল শাবককে ওপেন এনক্লোজ়ারে আনা সম্ভব নয়। ভোটের পরেই তাদের বয়স এক বছর হবে। সেক্ষেত্রে ওই দুই শাবককে ওপেন এনক্লোজ়ারে ছাড়তে আর কোনও বাধা থাকবে না।

বেঙ্গল সাফারি সূত্রে খবর, ১১ মাস বয়সি ওই দুই শাবক এখন যথেষ্টই স্বনির্ভর। তারা বেঙ্গল সাফারির নির্দিষ্ট এলাকায় আপনমনে খাওয়া দাওয়া আর খেলায় মশগুল। তাদের দেখভাল করতে প্রাণ ওষ্ঠাগত বায়োলজিস্ট থেকে শুরু করে চিকিৎসকের। জানা গেছে, ওই দুই খুদে রয়্যাল বেঙ্গল শাবক এনক্লোজ়ারে বন্দী থাকায় শিকার করে খাওয়ার অভ্যাস আয়ত্ত করতে পারেনি। এমন কী এই বিষয়ে তাদের কোনও প্রশিক্ষণও দেওয়া হবে না। তবে জ়ু অথরিটির গাইডলাইন অনুসারে, বয়স বাড়ায় রয়্যাল শাবকদের খাদ্য তালিকায় বদল এসেছে। বর্তমানে তাদের দু'বেলা নির্দিষ্ট পরিমাণে মাংস খেতে দেওয়া হচ্ছে।

এবিষয়ে বেঙ্গল সাফারির ভারপ্রাপ্ত ডিরেক্টর রাজেন্দ্র জাখর বলেন, "রয়্যাল বেঙ্গলের শাবক কিকা ও রিকা যথেষ্ট সুস্থ সবল রয়েছে। আগামী মাসেই দু'জনের এক বছর পূর্ণ হবে। সেক্ষেত্রে ভোটের পরেই তাদের টাইগার সাফারির ওপেন এনক্লোজ়ারে ছাড়া হবে। আমরা আশাবাদী ওই দুই খুদে রয়্যাল শাবক পর্যটকদের নজর কাড়বে।"

শিলিগুড়ি, 8 এপ্রিল : ভোটের পরেই প্রকাশ্যে আসবে খুদে রয়্যাল বেঙ্গল টাইগার। প্রাপ্ত বয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার শিলা, বিভানের পাশাপাশি রয়্যাল শাবক কিকা ও রিকার দেখা মিলবে বেঙ্গল সাফারির ওপেন এনক্লোজ়ারে। বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ পর্যটকদের নজর কাড়তে শাবকদের তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চলেছে।

জ়ু অথরিটির গাইডলাইন অনুসারে, এক বছর বয়স না হলে কোনও রয়্যাল শাবককে ওপেন এনক্লোজ়ারে আনা সম্ভব নয়। ভোটের পরেই তাদের বয়স এক বছর হবে। সেক্ষেত্রে ওই দুই শাবককে ওপেন এনক্লোজ়ারে ছাড়তে আর কোনও বাধা থাকবে না।

বেঙ্গল সাফারি সূত্রে খবর, ১১ মাস বয়সি ওই দুই শাবক এখন যথেষ্টই স্বনির্ভর। তারা বেঙ্গল সাফারির নির্দিষ্ট এলাকায় আপনমনে খাওয়া দাওয়া আর খেলায় মশগুল। তাদের দেখভাল করতে প্রাণ ওষ্ঠাগত বায়োলজিস্ট থেকে শুরু করে চিকিৎসকের। জানা গেছে, ওই দুই খুদে রয়্যাল বেঙ্গল শাবক এনক্লোজ়ারে বন্দী থাকায় শিকার করে খাওয়ার অভ্যাস আয়ত্ত করতে পারেনি। এমন কী এই বিষয়ে তাদের কোনও প্রশিক্ষণও দেওয়া হবে না। তবে জ়ু অথরিটির গাইডলাইন অনুসারে, বয়স বাড়ায় রয়্যাল শাবকদের খাদ্য তালিকায় বদল এসেছে। বর্তমানে তাদের দু'বেলা নির্দিষ্ট পরিমাণে মাংস খেতে দেওয়া হচ্ছে।

এবিষয়ে বেঙ্গল সাফারির ভারপ্রাপ্ত ডিরেক্টর রাজেন্দ্র জাখর বলেন, "রয়্যাল বেঙ্গলের শাবক কিকা ও রিকা যথেষ্ট সুস্থ সবল রয়েছে। আগামী মাসেই দু'জনের এক বছর পূর্ণ হবে। সেক্ষেত্রে ভোটের পরেই তাদের টাইগার সাফারির ওপেন এনক্লোজ়ারে ছাড়া হবে। আমরা আশাবাদী ওই দুই খুদে রয়্যাল শাবক পর্যটকদের নজর কাড়বে।"

Intro:#EXCLUSIVE#


ভোটের পরেই প্রকাশ্যে আসবে খুদে রয়্যাল শাবক কিকা ও রিকা!


শিলিগুড়ি, ৭ এপ্রিলঃ ভোটের পরেই স্বমহিমায় প্রকাশ্যে আসবে খুদে রয়্যাল বেঙ্গল টাইগার। প্রাপ্ত বয়ষ্ক রয়্যাল বেঙ্গল টাইগার শিলা, বিভানের পাশাপাশি রয়্যাল শাবক কিকা ও রিকার দেখা মিলবে বেঙ্গল সাফারির ওপেন এনক্লোজারে। পর্যটকদের নজর কাড়তে তাদের তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চলেছে বেঙ্গল সাফারি কতৃপক্ষ। 


জু অথরিটির গাইডলাইন অনুসারে এক বছরের আগে কোন রয়্যাল শাবককে ওপেন এনক্লোজারে আনা সম্ভব নয়। সেক্ষেত্রে ১১ মাস বয়সী ওই দুই রয়্যাল শাবক ভোটের পরেই এক বছর পূর্ণ করতে চলেছে। সেক্ষেত্রে ওই দুই রয়্যাল শাবককে ওপেন এনক্লোজারে ছাড়তে কোন বাঁধা রইল না বেঙ্গল সাফারি কতৃপক্ষের। 


বেঙ্গল সাফারি সূত্রে খবর, ১১ মাস বয়সী দুই রয়্যাল শাবক এখন যথেষ্টই স্বনির্ভর। মা শিলার সঙ্গ ছেরে বেঙ্গল সাফারির নির্দিষ্ট এলাকায় আপনমনে খাওয়া দাওয়া আর খেলায় মশগুল তারা। অন্যদিকে, তাদের দেখভালে প্রাণ ওষ্ঠাগত বায়োলজিস্ট থেকে শুরু করে চিকিৎসকের। জানা গিয়েছে, ওই দুই খুদে রয়্যাল বেঙ্গল শাবক শিকার করে খাওয়ার অভ্যেস আয়ত্ত করতে পারেনি এনক্লোজারে বন্দী থাকার সুবাদে। এমনকি সে বিষয়ে তাদের কোন প্রশিক্ষণও দেওয়া হবে না আগামীতেও। তবে, বয়স বেড়ে ওঠা রয়্যাল শাবকের খাদ্য তালিকায় বদল এসেছে জু অথরিটির গাইডলাইন অনুসারে। বর্তমান সময়ে দুবেলা নির্দিষ্ট পরিমানে মাংস খেতে দেওয়া হচ্ছে তাদের। 


এবিষয়ে বেঙ্গল সাফারির ভারপ্রাপ্ত ডিরেক্টর রাজেন্দ্র জাখর বলেন, রয়্যাল বেঙ্গলের শাবক কিকা ও ইকা যথেষ্ট সুস্থ সবল রয়েছে। আগামী মাসেই দুজনেরই বছর এক বছর পূর্ন হবে। সেক্ষেত্রে ভোট পেরলেই তাদের টাইগার সাফারির ওপেন এনক্ললোজারে ছাড়া হবে। তিনি আরও বলেন, আমরা আশাবাদী ওই দুই খুদে রয়্যাল শাবক পর্যটকদের নজর কাড়বে। 




Body:.


Conclusion:.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.