ETV Bharat / state

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রোষের মুখে শিলিগুড়ি পৌরনিগম, সিআইডি তদন্তের নির্দেশ - Calcutta High Court

Siliguri Municipal Corporation: শিলিগুড়ি পৌরনিগমের অন্তর্গত একটি ভবনের প্ল্যান জমা দিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ সময় দেওয়া সত্ত্বেও তা দেখাতে পারেননি পৌর কমিশনার ৷ এরপর বিচারপতি সিআইডি তদন্তের নির্দেশ দেন ৷

ETV Bharat
শিলিগুড়ি পৌরনিগমের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 17, 2023, 6:59 AM IST

Updated : Dec 17, 2023, 8:03 AM IST

শিলিগুড়ি, 17 ডিসেম্বর: শিলিগুড়ি পৌরনিগমের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ শুধু তাই নয়, পৌরনিগমের রেকর্ড রুম সিল করারও নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে শনিবার শিলিগুড়ির পৌর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়াকে ভরা এজলাসে বিচারপতির তীব্র ক্ষোভের মুখেও পড়তে হয়েছে ৷ এই ঘটনায় সরগরম রাজনৈতিকমহল ৷ তবে এনিয়ে মুখ খুলতে নারাজ পৌর কর্তৃপক্ষ। আদালত বারবার বলার পরও পৌরনিগমের একটি ভবনের নকশা জমা দিতে পারেনি। এই ঘটনাতেই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি। এ প্রসঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "বিচারপতির উপর আমার পূর্ণ আস্থা রয়েছে ৷ তাঁর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সিআইডি তদন্ত করে কোনও লাভ হবে না ৷ ওটা মুখ্যমন্ত্রীর শাখা সংগঠন ৷ সিবিআই তদন্ত হলে কিছুটা আশার আলো দেখা যেত ৷"

কেন এই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ? শিলিগুড়ির বর্ধমান রোডের একটি বেসরকারি ভবনের ট্রাস্টের সদস্যদের মধ্যে ঝামেলা বাধে ৷ সেই ঝামেলা আদালত পর্যন্ত গড়ায় ৷ অভিযোগ, ট্রাস্টের প্রাক্তন সভাপতি অবৈধভাবে ভবনটি নির্মাণ করেছে ৷ পাশাপাশি ফায়ার লাইসেন্স পেতে যে নিয়ম মেনে ভবন তৈরি করার কথা তাও মানা হয়নি ৷ এসব অভিযোগ তুলে বর্তমান ট্রাস্টের সদস্যরা প্রাক্তন ট্রাস্টের সভাপতি ও সদস্যদের বিরুদ্ধে সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেন ৷

11 ডিসেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলার শুনানি শুরু হয় ৷ শুনানির সময় বর্তমান ট্রাস্টের সদস্যরা জানান, 2014 সালে তারা দায়িত্ব নেওয়ার পর ভবনের ব্লুপ্রিন্ট ছাড়া আর কোনও নথি ছিল না ৷ এরপরই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য আদালত, শিলিগুড়ি পৌরনিগমকে ওই ভবনের প্ল্যান সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেয় ৷ কিন্তু 12 ডিসেম্বর পৌর কর্তৃপক্ষ কোনও প্ল্যান জমা দিতে পারেনি ৷ বিচারক ফের পৌর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়াকে 13 ডিসেম্বর প্ল্যান নিয়ে হাজির হতে নির্দেশ দেন ৷ কিন্তু পৌর কমিশনার প্ল্যান ছাড়াই বিচারকের সামনে হাজির হন ৷

এরপর ফের 14 ডিসেম্বর সুযোগ দেওয়া হয় পৌর কমিশনারকে ৷ তিনি আদালতে জানান, ভবনটি 10 বছরের পুরনো তার রেকর্ড নির্দিষ্ট জায়গায় রাখা আছে ৷ তার খোঁজ চলছে ৷ এরপর বিচারপতি 15 ডিসেম্বর কমিশনারকে হোল্ডিং ট্যাক্স আদায়ের পুরনো ও নতুন রশিদ আনার নির্দেশ দেন ৷ কিন্তু সেদিন পৌর কমিশনার রসিদ ছাড়াই শুধুমাত্র ট্যাক্সের হলফনামা নিয়ে আদালতে হাজির হন ৷ এতে ক্ষুব্ধ হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

বারবার সুযোগ দেওয়ার পরেও প্ল্যান ও রসিদ আনতে ব্যর্থ হচ্ছে পৌর কর্তৃপক্ষ ৷ এই কারণে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি ৷ পাশাপাশি নির্দেশ দেন সিআইডিকে অবিলম্বে রেকর্ড রুম সিল করতে হবে ৷ এছাড়া সিআইডির সুপারকে দু'সপ্তাহের মধ্যে প্ল্যানটির তদন্ত করে রিপোর্ট জমারও নির্দেশ দেন তিনি ৷ এর সঙ্গে নথি গায়েব হওয়ার প্রসঙ্গ টেনে বিচারপতি আরও নির্দেশ দেন, 1989 সালের পরে কতগুলি বিল্ডিং প্ল্যান পৌরনিগম পাশ করেছে, এবং ক'টির নথি রেকর্ড রুমে রয়েছে- সেই তথ্যও জানাতে হবে আদালতে ৷ মামলা নিয়ে পৌর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়ার সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি বিষয়টি এড়িয়ে যান ৷

আরও পড়ুন:

  1. মাত্র 500 টাকা! ডিলাক্স বাসে পৌঁছে যাওয়া যাবে কলকাতা থেকে শিলিগুড়ি
  2. সময় অপচয় না করে সবার একসঙ্গে কাজ করা উচিত, ‘ইন্ডিয়া’ ব্লক নিয়ে মন্তব্য অভিষেকের
  3. গাছের ডালে জাল পাসপোর্ট-আধার-ভোটার! শিলিগুড়ি-গ্যাংটক থেকে গ্রেফতার 6

শিলিগুড়ি, 17 ডিসেম্বর: শিলিগুড়ি পৌরনিগমের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ শুধু তাই নয়, পৌরনিগমের রেকর্ড রুম সিল করারও নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে শনিবার শিলিগুড়ির পৌর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়াকে ভরা এজলাসে বিচারপতির তীব্র ক্ষোভের মুখেও পড়তে হয়েছে ৷ এই ঘটনায় সরগরম রাজনৈতিকমহল ৷ তবে এনিয়ে মুখ খুলতে নারাজ পৌর কর্তৃপক্ষ। আদালত বারবার বলার পরও পৌরনিগমের একটি ভবনের নকশা জমা দিতে পারেনি। এই ঘটনাতেই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি। এ প্রসঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "বিচারপতির উপর আমার পূর্ণ আস্থা রয়েছে ৷ তাঁর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সিআইডি তদন্ত করে কোনও লাভ হবে না ৷ ওটা মুখ্যমন্ত্রীর শাখা সংগঠন ৷ সিবিআই তদন্ত হলে কিছুটা আশার আলো দেখা যেত ৷"

কেন এই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ? শিলিগুড়ির বর্ধমান রোডের একটি বেসরকারি ভবনের ট্রাস্টের সদস্যদের মধ্যে ঝামেলা বাধে ৷ সেই ঝামেলা আদালত পর্যন্ত গড়ায় ৷ অভিযোগ, ট্রাস্টের প্রাক্তন সভাপতি অবৈধভাবে ভবনটি নির্মাণ করেছে ৷ পাশাপাশি ফায়ার লাইসেন্স পেতে যে নিয়ম মেনে ভবন তৈরি করার কথা তাও মানা হয়নি ৷ এসব অভিযোগ তুলে বর্তমান ট্রাস্টের সদস্যরা প্রাক্তন ট্রাস্টের সভাপতি ও সদস্যদের বিরুদ্ধে সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেন ৷

11 ডিসেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলার শুনানি শুরু হয় ৷ শুনানির সময় বর্তমান ট্রাস্টের সদস্যরা জানান, 2014 সালে তারা দায়িত্ব নেওয়ার পর ভবনের ব্লুপ্রিন্ট ছাড়া আর কোনও নথি ছিল না ৷ এরপরই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য আদালত, শিলিগুড়ি পৌরনিগমকে ওই ভবনের প্ল্যান সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেয় ৷ কিন্তু 12 ডিসেম্বর পৌর কর্তৃপক্ষ কোনও প্ল্যান জমা দিতে পারেনি ৷ বিচারক ফের পৌর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়াকে 13 ডিসেম্বর প্ল্যান নিয়ে হাজির হতে নির্দেশ দেন ৷ কিন্তু পৌর কমিশনার প্ল্যান ছাড়াই বিচারকের সামনে হাজির হন ৷

এরপর ফের 14 ডিসেম্বর সুযোগ দেওয়া হয় পৌর কমিশনারকে ৷ তিনি আদালতে জানান, ভবনটি 10 বছরের পুরনো তার রেকর্ড নির্দিষ্ট জায়গায় রাখা আছে ৷ তার খোঁজ চলছে ৷ এরপর বিচারপতি 15 ডিসেম্বর কমিশনারকে হোল্ডিং ট্যাক্স আদায়ের পুরনো ও নতুন রশিদ আনার নির্দেশ দেন ৷ কিন্তু সেদিন পৌর কমিশনার রসিদ ছাড়াই শুধুমাত্র ট্যাক্সের হলফনামা নিয়ে আদালতে হাজির হন ৷ এতে ক্ষুব্ধ হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

বারবার সুযোগ দেওয়ার পরেও প্ল্যান ও রসিদ আনতে ব্যর্থ হচ্ছে পৌর কর্তৃপক্ষ ৷ এই কারণে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি ৷ পাশাপাশি নির্দেশ দেন সিআইডিকে অবিলম্বে রেকর্ড রুম সিল করতে হবে ৷ এছাড়া সিআইডির সুপারকে দু'সপ্তাহের মধ্যে প্ল্যানটির তদন্ত করে রিপোর্ট জমারও নির্দেশ দেন তিনি ৷ এর সঙ্গে নথি গায়েব হওয়ার প্রসঙ্গ টেনে বিচারপতি আরও নির্দেশ দেন, 1989 সালের পরে কতগুলি বিল্ডিং প্ল্যান পৌরনিগম পাশ করেছে, এবং ক'টির নথি রেকর্ড রুমে রয়েছে- সেই তথ্যও জানাতে হবে আদালতে ৷ মামলা নিয়ে পৌর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়ার সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি বিষয়টি এড়িয়ে যান ৷

আরও পড়ুন:

  1. মাত্র 500 টাকা! ডিলাক্স বাসে পৌঁছে যাওয়া যাবে কলকাতা থেকে শিলিগুড়ি
  2. সময় অপচয় না করে সবার একসঙ্গে কাজ করা উচিত, ‘ইন্ডিয়া’ ব্লক নিয়ে মন্তব্য অভিষেকের
  3. গাছের ডালে জাল পাসপোর্ট-আধার-ভোটার! শিলিগুড়ি-গ্যাংটক থেকে গ্রেফতার 6
Last Updated : Dec 17, 2023, 8:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.