ETV Bharat / state

Gautam Deb: শিলিগুড়িতে কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে গৌতম দেবের উদ্দেশে 'জয় শ্রীরাম' স্লোগান - গডকড়ির অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান

বৃহস্পতিবার শিলিগুড়িতে কেন্দ্রের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Gautam Deb)৷ এই অনুষ্ঠানেই তাঁকে লক্ষ্য করে 'জয় শ্রীরাম' স্লোগান তোলেন বিজেপি সমর্থকরা (jai shree ram slogans raised for Siliguri mayor Gautam Deb)৷

ETV Bharat
jai shree ram slogans in front of gautam deb
author img

By

Published : Nov 17, 2022, 5:17 PM IST

Updated : Nov 17, 2022, 5:34 PM IST

শিলিগুড়ি, 17 নভেম্বর: 2021 সালের 23 জানুয়ারি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসের সরকারি অনুষ্ঠানে উঠেছিল 'জয় শ্রীরাম' স্লোগান ৷ সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পেশের মুহূর্তে ওই ঘটনা তাল কেটেছিল অনুষ্ঠানের ৷ সরকারি অনুষ্ঠানে কেন কোনও রাজনৈতিক দলের পছন্দের ধর্মীয় স্লোগান দেওয়া হবে, তা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক ৷ গোটা বিষয়টিকেই রাজ্যের মুখ্যমন্ত্রীর অপমান ও বিজেপির পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করেছিল তৃণমূল শিবির ৷ বৃহস্পতিবার ফের কিছুটা একই ঘটনার সাক্ষী থাকল শিলিগুড়ি ৷ এবারও সরকারি অনুষ্ঠানে শোনা গেল 'জয় শ্রীরাম' স্লোগান ৷ অনুষ্ঠান মঞ্চে তখন উপস্থিত কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গডকরি ও শিলিগুড়ির মেয়র গৌতম দেব (jai shree ram slogans raised for siliguri mayor Gautam Deb) ৷

বৃহস্পতিবার শিলিগুড়ি সংলগ্ন দাগাপুর এলাকায় কেন্দ্র সরকারের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠান ছিল । অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, শিলিগুড়ির মেয়র গৌতম দেব ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা, জয়ন্ত রায়, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মন, শিখা চট্টোপাধ্যায় প্রমুখ ৷ ছিলেন শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীও (jai shree ram slogans in Siliguri programme)।

আরও পড়ুন: গডকরির অসুস্থতায় উদ্বিগ্ন মমতা, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ফোন

শিলিগুড়িতে কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে গৌতম দেবের উদ্দেশে 'জয় শ্রীরাম' স্লোগান

দেখা যায়, গৌতম দেবকে (Gautam Deb) যখন এদিনের মঞ্চে সংবর্ধনা দেওয়া হচ্ছিল সেসময় দর্শকাসন থেকে বিজেপি কর্মী সমর্থকরা 'জয় শ্রীরাম' স্লোগান দিচ্ছেন । বিষয়টি নিয়ে কিছুটা ক্ষুব্ধও হন গৌতম দেব । এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "কেন্দ্র সরকারের অনুষ্ঠান । ফলে আমাকে সরকারিভাবে এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল । আমি উপস্থিত ছিলাম । এই প্রকল্পে রাজ্য ও কেন্দ্র উভয়ের সহযোগিতা রয়েছে । রাজ্য শক্তিশালী হলে দেশ শক্তিশালী হয় । সরকারি প্রটোকল মেনে এসেছি । আমি 49 বছর ধরে রাজনীতিতে আছি । এরপর কারা কী স্লোগান দিচ্ছে এটা তাদের সংস্কৃতি, তাদের ব্যাপার । আমি একটা শহরের মেয়র হিসেবে প্রতিনিধিত্ব করেছি । ফলে সেভাবে ব্যবহার করা উচিৎ ছিল । এটা আমি সম্পূর্ণ মানুষের উপর ছাড়লাম । মানুষ এই বিষয়ে চিন্তা করবে ।"

শিলিগুড়ি, 17 নভেম্বর: 2021 সালের 23 জানুয়ারি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসের সরকারি অনুষ্ঠানে উঠেছিল 'জয় শ্রীরাম' স্লোগান ৷ সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পেশের মুহূর্তে ওই ঘটনা তাল কেটেছিল অনুষ্ঠানের ৷ সরকারি অনুষ্ঠানে কেন কোনও রাজনৈতিক দলের পছন্দের ধর্মীয় স্লোগান দেওয়া হবে, তা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক ৷ গোটা বিষয়টিকেই রাজ্যের মুখ্যমন্ত্রীর অপমান ও বিজেপির পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করেছিল তৃণমূল শিবির ৷ বৃহস্পতিবার ফের কিছুটা একই ঘটনার সাক্ষী থাকল শিলিগুড়ি ৷ এবারও সরকারি অনুষ্ঠানে শোনা গেল 'জয় শ্রীরাম' স্লোগান ৷ অনুষ্ঠান মঞ্চে তখন উপস্থিত কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গডকরি ও শিলিগুড়ির মেয়র গৌতম দেব (jai shree ram slogans raised for siliguri mayor Gautam Deb) ৷

বৃহস্পতিবার শিলিগুড়ি সংলগ্ন দাগাপুর এলাকায় কেন্দ্র সরকারের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠান ছিল । অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, শিলিগুড়ির মেয়র গৌতম দেব ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা, জয়ন্ত রায়, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মন, শিখা চট্টোপাধ্যায় প্রমুখ ৷ ছিলেন শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীও (jai shree ram slogans in Siliguri programme)।

আরও পড়ুন: গডকরির অসুস্থতায় উদ্বিগ্ন মমতা, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ফোন

শিলিগুড়িতে কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে গৌতম দেবের উদ্দেশে 'জয় শ্রীরাম' স্লোগান

দেখা যায়, গৌতম দেবকে (Gautam Deb) যখন এদিনের মঞ্চে সংবর্ধনা দেওয়া হচ্ছিল সেসময় দর্শকাসন থেকে বিজেপি কর্মী সমর্থকরা 'জয় শ্রীরাম' স্লোগান দিচ্ছেন । বিষয়টি নিয়ে কিছুটা ক্ষুব্ধও হন গৌতম দেব । এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "কেন্দ্র সরকারের অনুষ্ঠান । ফলে আমাকে সরকারিভাবে এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল । আমি উপস্থিত ছিলাম । এই প্রকল্পে রাজ্য ও কেন্দ্র উভয়ের সহযোগিতা রয়েছে । রাজ্য শক্তিশালী হলে দেশ শক্তিশালী হয় । সরকারি প্রটোকল মেনে এসেছি । আমি 49 বছর ধরে রাজনীতিতে আছি । এরপর কারা কী স্লোগান দিচ্ছে এটা তাদের সংস্কৃতি, তাদের ব্যাপার । আমি একটা শহরের মেয়র হিসেবে প্রতিনিধিত্ব করেছি । ফলে সেভাবে ব্যবহার করা উচিৎ ছিল । এটা আমি সম্পূর্ণ মানুষের উপর ছাড়লাম । মানুষ এই বিষয়ে চিন্তা করবে ।"

Last Updated : Nov 17, 2022, 5:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.