শিলিগুড়ি, 17 নভেম্বর: 2021 সালের 23 জানুয়ারি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসের সরকারি অনুষ্ঠানে উঠেছিল 'জয় শ্রীরাম' স্লোগান ৷ সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পেশের মুহূর্তে ওই ঘটনা তাল কেটেছিল অনুষ্ঠানের ৷ সরকারি অনুষ্ঠানে কেন কোনও রাজনৈতিক দলের পছন্দের ধর্মীয় স্লোগান দেওয়া হবে, তা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক ৷ গোটা বিষয়টিকেই রাজ্যের মুখ্যমন্ত্রীর অপমান ও বিজেপির পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করেছিল তৃণমূল শিবির ৷ বৃহস্পতিবার ফের কিছুটা একই ঘটনার সাক্ষী থাকল শিলিগুড়ি ৷ এবারও সরকারি অনুষ্ঠানে শোনা গেল 'জয় শ্রীরাম' স্লোগান ৷ অনুষ্ঠান মঞ্চে তখন উপস্থিত কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গডকরি ও শিলিগুড়ির মেয়র গৌতম দেব (jai shree ram slogans raised for siliguri mayor Gautam Deb) ৷
বৃহস্পতিবার শিলিগুড়ি সংলগ্ন দাগাপুর এলাকায় কেন্দ্র সরকারের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠান ছিল । অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, শিলিগুড়ির মেয়র গৌতম দেব ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা, জয়ন্ত রায়, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মন, শিখা চট্টোপাধ্যায় প্রমুখ ৷ ছিলেন শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীও (jai shree ram slogans in Siliguri programme)।
আরও পড়ুন: গডকরির অসুস্থতায় উদ্বিগ্ন মমতা, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ফোন
দেখা যায়, গৌতম দেবকে (Gautam Deb) যখন এদিনের মঞ্চে সংবর্ধনা দেওয়া হচ্ছিল সেসময় দর্শকাসন থেকে বিজেপি কর্মী সমর্থকরা 'জয় শ্রীরাম' স্লোগান দিচ্ছেন । বিষয়টি নিয়ে কিছুটা ক্ষুব্ধও হন গৌতম দেব । এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "কেন্দ্র সরকারের অনুষ্ঠান । ফলে আমাকে সরকারিভাবে এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল । আমি উপস্থিত ছিলাম । এই প্রকল্পে রাজ্য ও কেন্দ্র উভয়ের সহযোগিতা রয়েছে । রাজ্য শক্তিশালী হলে দেশ শক্তিশালী হয় । সরকারি প্রটোকল মেনে এসেছি । আমি 49 বছর ধরে রাজনীতিতে আছি । এরপর কারা কী স্লোগান দিচ্ছে এটা তাদের সংস্কৃতি, তাদের ব্যাপার । আমি একটা শহরের মেয়র হিসেবে প্রতিনিধিত্ব করেছি । ফলে সেভাবে ব্যবহার করা উচিৎ ছিল । এটা আমি সম্পূর্ণ মানুষের উপর ছাড়লাম । মানুষ এই বিষয়ে চিন্তা করবে ।"