ETV Bharat / state

Amrit Sarovar: স্বাধীনতা দিবসে উত্তরবঙ্গ-সিকিমে 'অমৃত সরোবর' তৈরি করে নজির ভারতীয় সেনার

আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে উত্তরবঙ্গ ও সিকিমে সাতটি অমৃত সরোবর তৈরি করে নজির ভারতীয় সেনার ৷ তারমধ্যে চারটির অবস্থান 10 হাজার ফুটের চেয়েও বেশি উচ্চতায় ৷ জীববৈচিত্র্য থেকে শুরু করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই সাতটি অমৃত সরোবর।

Amrit Sarovar
অমৃত সরোবর
author img

By

Published : Aug 16, 2023, 7:09 AM IST

Updated : Aug 16, 2023, 7:17 AM IST

অমৃত সরোবর তৈরি করে নজির ভারতীয় সেনার

দার্জিলিং, 16 অগস্ট: স্বাধীনতা দিবস উপলক্ষে 'আজাদি কা অমৃত মহোৎসব' এর অঙ্গ হিসেবে উত্তরবঙ্গ ও সিকিমে সাতটি 'অমৃত সরোবর' তৈরি করল ভারতীয় সেনা। তার মধ্যে চারটির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে 10 হাজার ফুটেরও বেশি উচ্চতায়। আর এই অমৃত সরোবর তৈরি ও সংস্কার করে নজির তৈরি করেছে ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস।

প্রসঙ্গত, অমৃত সরোবর মিশন কেন্দ্রীয় সরকারের এমন একটি প্রকল্প যা 2022 সালের 22 এপ্রিল 'আজাদি কা অমৃত মহোৎসবে'র অঙ্গ হিসেবে চালু হয়েছিল। সেই প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যেক জেলায় 75টি করে পুকুর খনন, পুনরজ্জীবিত বা সংস্কার করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। জল সংকোট মেটাতেই ওই উদ্যোগ গ্রহণ করেছিল মোদি সরকার। আর সেই প্রকল্পের কথা মাথায় রেখেই উত্তরবঙ্গ ও সিকিমে সাতটি অমৃত সরোবর তৈরি করল ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস।

Amrit Sarovar
ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস

এর মধ্যে চারটি রয়েছে সিকিমে। জানা গিয়েছে 12 হাজার 400 ফুট উচ্চতায় রয়েছে বিতাঙ্গ ছো লেক ও ছাঙ্গু লেক । হাঙ্গু লেক আছে 13 হাজার 900 ফুট উচ্চতায়। গ্যাম ছোনা লেক আছে 17 হাজার ফুট উচ্চতায়। পাশাপাশি, শিলিগুড়ি সংলগ্ন ব্যাঙডুবি সেনা ছাউনিতেও একটি অমৃত সরোবর তৈরি করা হয় ভারতীয় সেনার তরফে। ব্যাঙডুবি সেনা ছাউনি সংলগ্ন এলাকায় তৈরি ওই অমৃত সরোবরটি 100 মিটার লম্বা, 80 মিটার চওড়া ও দু'মিটার গভীরতা সম্পন্ন। চলতি বছরের জানুয়ারি মাসে ওই সরোবর তৈরির কাজ শুরু হয়।

ভারতীয় সেনার জওয়ান এবং তাঁদের পরিবার হাতেগোনা কয়েকটি আর্থমুভার দিয়ে সাতমাসে ওই সরোবরটি তৈরি করেছে। ওই সরোবরের জলে ইতিমধ্যে পরিযায়ী পাখির আনাগোনা শুরু হয়েছে। এই সরোবরগুলি জীববৈচিত্র্য, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কাজ করবে বলে জানা গিয়েছে।
স্বাধীনতা দিবসে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, প্রাক্তন সেনা আধিকারিক বীরচক্র জ্ঞ্যানেন্দ্রকুমার রাই, প্রাক্তন সেনা আধিকারিক শৌয্যচক্র টঙ্কা কুমার লিম্বু, শহিদ রাইফেলম্যান সঞ্জয় ওরাঁও, শহিদ প্যারাট্রুপার সিদ্ধান্ত ছেত্রীর স্ত্রী প্রজ্ঞা ছেত্রী ওই সরোবরের উদ্বোধন করেন। সাংসদ রাজু বিস্তা বলেন, "এই সরোবরগুলি আগামিদিনে প্রকৃতির ভারসাম্য রক্ষা করবে। ভারতীয় সেনাকে এই উদ্যোগ গ্রহণ করার জন্য আমি ধন্যবাদ জানাই। এই সরোবর এক অভিনব আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করি।"

আরও পড়ুন: সিডনিতে ভারতীয় নৌবাহিনীর স্বাধীনতা উদযাপন, যুদ্ধজাহাজে উড়ল জাতীয় পতাকা

অমৃত সরোবর তৈরি করে নজির ভারতীয় সেনার

দার্জিলিং, 16 অগস্ট: স্বাধীনতা দিবস উপলক্ষে 'আজাদি কা অমৃত মহোৎসব' এর অঙ্গ হিসেবে উত্তরবঙ্গ ও সিকিমে সাতটি 'অমৃত সরোবর' তৈরি করল ভারতীয় সেনা। তার মধ্যে চারটির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে 10 হাজার ফুটেরও বেশি উচ্চতায়। আর এই অমৃত সরোবর তৈরি ও সংস্কার করে নজির তৈরি করেছে ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস।

প্রসঙ্গত, অমৃত সরোবর মিশন কেন্দ্রীয় সরকারের এমন একটি প্রকল্প যা 2022 সালের 22 এপ্রিল 'আজাদি কা অমৃত মহোৎসবে'র অঙ্গ হিসেবে চালু হয়েছিল। সেই প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যেক জেলায় 75টি করে পুকুর খনন, পুনরজ্জীবিত বা সংস্কার করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। জল সংকোট মেটাতেই ওই উদ্যোগ গ্রহণ করেছিল মোদি সরকার। আর সেই প্রকল্পের কথা মাথায় রেখেই উত্তরবঙ্গ ও সিকিমে সাতটি অমৃত সরোবর তৈরি করল ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস।

Amrit Sarovar
ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস

এর মধ্যে চারটি রয়েছে সিকিমে। জানা গিয়েছে 12 হাজার 400 ফুট উচ্চতায় রয়েছে বিতাঙ্গ ছো লেক ও ছাঙ্গু লেক । হাঙ্গু লেক আছে 13 হাজার 900 ফুট উচ্চতায়। গ্যাম ছোনা লেক আছে 17 হাজার ফুট উচ্চতায়। পাশাপাশি, শিলিগুড়ি সংলগ্ন ব্যাঙডুবি সেনা ছাউনিতেও একটি অমৃত সরোবর তৈরি করা হয় ভারতীয় সেনার তরফে। ব্যাঙডুবি সেনা ছাউনি সংলগ্ন এলাকায় তৈরি ওই অমৃত সরোবরটি 100 মিটার লম্বা, 80 মিটার চওড়া ও দু'মিটার গভীরতা সম্পন্ন। চলতি বছরের জানুয়ারি মাসে ওই সরোবর তৈরির কাজ শুরু হয়।

ভারতীয় সেনার জওয়ান এবং তাঁদের পরিবার হাতেগোনা কয়েকটি আর্থমুভার দিয়ে সাতমাসে ওই সরোবরটি তৈরি করেছে। ওই সরোবরের জলে ইতিমধ্যে পরিযায়ী পাখির আনাগোনা শুরু হয়েছে। এই সরোবরগুলি জীববৈচিত্র্য, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কাজ করবে বলে জানা গিয়েছে।
স্বাধীনতা দিবসে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, প্রাক্তন সেনা আধিকারিক বীরচক্র জ্ঞ্যানেন্দ্রকুমার রাই, প্রাক্তন সেনা আধিকারিক শৌয্যচক্র টঙ্কা কুমার লিম্বু, শহিদ রাইফেলম্যান সঞ্জয় ওরাঁও, শহিদ প্যারাট্রুপার সিদ্ধান্ত ছেত্রীর স্ত্রী প্রজ্ঞা ছেত্রী ওই সরোবরের উদ্বোধন করেন। সাংসদ রাজু বিস্তা বলেন, "এই সরোবরগুলি আগামিদিনে প্রকৃতির ভারসাম্য রক্ষা করবে। ভারতীয় সেনাকে এই উদ্যোগ গ্রহণ করার জন্য আমি ধন্যবাদ জানাই। এই সরোবর এক অভিনব আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করি।"

আরও পড়ুন: সিডনিতে ভারতীয় নৌবাহিনীর স্বাধীনতা উদযাপন, যুদ্ধজাহাজে উড়ল জাতীয় পতাকা

Last Updated : Aug 16, 2023, 7:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.