ETV Bharat / state

Sukanta Majumdar: পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সন্ত্রাস করলে কোচবিহার দাওয়াই হবে, বিস্ফোরক সুকান্ত - Siliguri news

পঞ্চায়েত নির্বাচনে (Panchayat elections) সন্ত্রাস করলে কোচবিহার দাওয়াই (Cooch Behar incident) হবে ৷ শিলিগুড়িতে (Siliguri news) গিয়ে এই হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

If there is violence in panchayat elections, Cooch Behar incident will happen again: Sukanta Majumdar
পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সন্ত্রাস করলে কোচবিহার দাওয়াই হবে, বিস্ফোরক সুকান্ত
author img

By

Published : Nov 6, 2022, 8:04 PM IST

দার্জিলিং, 6 নভেম্বর: ফের বিস্ফোরক রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। পঞ্চায়েত ভোটে (Panchayat elections) রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করলে কোচবিহার দাওয়াই (Cooch Behar incident) দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন তিনি । শুধু তাই নয় । অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ টুলু মণ্ডলকে সিবিআই ও ইডির থেকে আড়াল করতেই পরিকল্পনামাফিক রাজ্য পুলিশ তাঁকে গ্রেফতার করেছে বলে দাবি সুকান্তর।

রবিবার শিলিগুড়ির (Siliguri news) সেভক রোডে উত্তরের জেলাগুলির নেতৃত্ব ও কিষান মোর্চার নেতাদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছিল । বৈঠকে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসল, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি সাংসদ রাজু বিস্তা, বিধায়ক শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মন-সহ অন্যান্যরা ।

কৃষকদের স্বার্থে, কৃষকদের জমির অধিকার, কৃষক মৃত্যু, কীটনাশকে দুর্নীতি নিয়ে সোমবার থেকে প্রত্যেক জেলায় বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করতে চলেছে বিজেপি । প্রত্যেক জেলার কৃষি অধিকর্তাকে স্মারকলিপি দেবে বিজেপি কিষান মোর্চা ।

শিলিগুড়িতে বিস্ফোরক সুকান্ত

আরও পড়ুন: লখিমপুর খেরির গোলা গোরক্ষনাথ বিধানসভা কেন্দ্র নিজের দখলেই রাখল বিজেপি

তবে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস করতে চাইলে কোচবিহারের শীতলকুচির ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে এ দিন চরম হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার । আর তার ওই বক্তব্যের পরই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে । পাশাপাশি এ দিন তিনি দাবি করলেন যে, কেন্দ্রীয় সরকার বা বিজেপি উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার বিরুদ্ধে । শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে অবিভক্ত বাংলার কথা বলেছিলেন, বিজেপি সেই বাংলাকেই চায় বলে দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি । তবে উত্তরবঙ্গ বর্তমান রাজ্য সরকারের জন্য অবহেলিত ও বঞ্চিত বলে অভিযোগ তাঁর ৷ সেই কারণেই বার বার পৃথক রাজ্যের দাবি উঠে আসে বলে মনে করেন তিনি ।

দার্জিলিং, 6 নভেম্বর: ফের বিস্ফোরক রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। পঞ্চায়েত ভোটে (Panchayat elections) রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করলে কোচবিহার দাওয়াই (Cooch Behar incident) দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন তিনি । শুধু তাই নয় । অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ টুলু মণ্ডলকে সিবিআই ও ইডির থেকে আড়াল করতেই পরিকল্পনামাফিক রাজ্য পুলিশ তাঁকে গ্রেফতার করেছে বলে দাবি সুকান্তর।

রবিবার শিলিগুড়ির (Siliguri news) সেভক রোডে উত্তরের জেলাগুলির নেতৃত্ব ও কিষান মোর্চার নেতাদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছিল । বৈঠকে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসল, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি সাংসদ রাজু বিস্তা, বিধায়ক শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মন-সহ অন্যান্যরা ।

কৃষকদের স্বার্থে, কৃষকদের জমির অধিকার, কৃষক মৃত্যু, কীটনাশকে দুর্নীতি নিয়ে সোমবার থেকে প্রত্যেক জেলায় বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করতে চলেছে বিজেপি । প্রত্যেক জেলার কৃষি অধিকর্তাকে স্মারকলিপি দেবে বিজেপি কিষান মোর্চা ।

শিলিগুড়িতে বিস্ফোরক সুকান্ত

আরও পড়ুন: লখিমপুর খেরির গোলা গোরক্ষনাথ বিধানসভা কেন্দ্র নিজের দখলেই রাখল বিজেপি

তবে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস করতে চাইলে কোচবিহারের শীতলকুচির ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে এ দিন চরম হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার । আর তার ওই বক্তব্যের পরই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে । পাশাপাশি এ দিন তিনি দাবি করলেন যে, কেন্দ্রীয় সরকার বা বিজেপি উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার বিরুদ্ধে । শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে অবিভক্ত বাংলার কথা বলেছিলেন, বিজেপি সেই বাংলাকেই চায় বলে দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি । তবে উত্তরবঙ্গ বর্তমান রাজ্য সরকারের জন্য অবহেলিত ও বঞ্চিত বলে অভিযোগ তাঁর ৷ সেই কারণেই বার বার পৃথক রাজ্যের দাবি উঠে আসে বলে মনে করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.