দার্জিলিং, 2 মার্চ : পৌরসভা নির্বাচনে এক সঙ্গে উত্থান ও পতনের নজির স্থাপন করল শৈলশহর । দার্জিলিং পৌরসভার (Darjeeling Municipality Results 2022) নির্বাচনে পাহাড়ের নতুন নেতা হিসেবে উঠে এলেন অজয় এডওয়ার্ড ৷ মাত্র দু'মাস আগে তাঁর তৈরি নতুন রাজনৈতিক দল তাবড় তাবড় নেতাদের ধরাশায়ী করে দার্জিলিং পৌরসভা দখল করল ।
পাহাড়ে সূচনা হল নতুন রাজনৈতিক সমীকরণের । যা সেভাবে হয়তো কোনও রাজনৈতিক বিশেষজ্ঞরা ধারণাই করতে পারেননি । অজয় এডওয়ার্ডের হামরো পার্টির উত্থানের সঙ্গে পাহাড়ে পতন হল বিমল গুরুং অধ্যায়ের । অন্যদিকে তার সঙ্গে পতন হল তথাকথিত পাহাড়ের রাজনৈতিক নায়ক সুভাষ ঘিসিংয়ের জিএনএলএফের । যা পরিচালনা করছিল তাঁরই ছেলে মন ঘিসিং ।
দার্জিলিং পৌরসভায় 32টি ওয়ার্ডের মধ্যে 18টি ওয়ার্ডে জয় পেয়েছে অজয় এডওয়ার্ডের হামরো পার্টি (Hamro Party) । তবে তাঁর পার্টি জিতলেও অপ্রত্যাশিতভাবে পরাজিত হয়েছেন খোদ অজয় এডওয়ার্ড । তিনি 22 নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছিলেন । অজয় এডওয়ার্ডকে চেয়ারম্যান প্রজেক্ট করেই লড়ছিল হামরো পার্টি । কিন্তু বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার (Gorkha Janamukti Morcha) প্রার্থী জ্ঞানে সিংয়ের কাছে মাত্র সাতটি ভোটে পরাজিত হয়েছেন তিনি ।
অন্যদিকে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (Bharatiya Gorkha Prajatantrik Morcha) পেয়েছে ন’টি আসন । তাদের চেয়ারম্যানের মুখ অমর লামা অবশ্য জয়ী হয়েছে । তাঁকেই প্রত্যাশিতভাবে বিরোধী দলনেতা করা হবে বলে জানা গিয়েছে । এদিকে বিমল গুরুং আর রোশন গিরিরা 22টি আসনে প্রার্থী দিয়ে মাত্র তিনটি আসনে জয়লাভ করেছে ৷ আর 10টি আসনে প্রার্থী দিয়ে দু’টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । সব থেকে খারাপ ফল করেছে জিএনএলএফ (GNLF) ও বিজেপি (BJP) । যেখানে জিএনএলএফ 22টি আসনে ও বিজেপি 10টি আসনে প্রার্থী দিয়েছিল সেখানে একটি ওয়ার্ডেও জয়লাভ করেনি তারা ।
রাজনৈতিক মহলের মতে, জিএনএলএফের একদা মুখপাত্র ও দার্জিলিং শাখার সভাপতি অজয় এডওয়ার্ড দলত্যাগ করার পর দার্জিলিং পৌর এলাকায় মুখ থুবড়ে পরে জিএনএলএফের সাংগঠনিক শক্তি । তার উপর জিএনএলএফের বিজেপির সঙ্গে গাঁটছড়া বাধার বিষয়টি ভালোভাবে নেয়নি পাহাড়বাসী ।
দার্জিলিং শহরে জিএনএলএফের প্রধান সাংগঠনিক শক্তি দেখাশোনাই করতো অজয় এডওয়ার্ড । তার দলত্যাগের পরেই দার্জিলিং সদরে ভেঙে পড়ে জিএনএলএফের শক্তি । বিধানসভা আর লোকসভাতে দারুণ ফল করলেও পৌর নির্বাচনে ধারেকাছেও আসতে পারেনি তারা ৷ এক কথায় অজয় এডওয়ার্ডের হাতেই পতন হল ঘিসিং সাম্রাজ্যের ।
অন্যদিকে সশস্ত্র আন্দোলনের পর পাহাড়ে ফিরলেও হারানো জমি আর কিছতেই ফিরিয়ে আনতে পারছেন না বিমল গুরুং ও রোশন গিরিরা ৷ ক্রমে পাহাড়ে তাদের শক্তিক্ষয় হচ্ছে। বিধানসভা ও লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন তারা । এমনকি পৌর নির্বাচনে তাদের ফল বলে দিচ্ছে পাহাড়বাসীর আর আস্থা নেই তাদের উপর । তবে কিছুটা হলেও ভালো জায়গায় অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা । ন’টি ওয়ার্ড পেয়েও ক্ষমতায় আসতে পারল না তারা ।
সব মিলিয়ে পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা । কারণ, প্রথমে বিমল গুরুংকে জিটিএ চেয়ারম্যান হিসেবে যাচাই করেছে । তার অন্তর্ধানের সময় জিটিএ চেয়ারম্যান হিসেবে বিনয় তামাং ও অনিত থাপাকেও যাচাই করেছে পাহাড়বাসী । কিন্তু যাচাইয়ের পরেও তাদের প্রত্যাখান করেছে । আর আঞ্চলিক দলের শক্তি খানখান হয়ে যাওয়ায় আখেরে ক্ষতি হয়েছে বিজেপিরও ।
বিমল গুরুং বলেন, "পাহাড়বাসী যে ফল দিয়েছে তা আমরা মাথা পেতে নিচ্ছি । তবে আমরা আমাদের কাজ চালিয়ে যাব ।" অনিত থাপা বলেন, "আমরা হারিয়ে যাইনি । ন’টা আসন পেয়েছি । আমরা সেসব জায়গায় কাজ করব । আর আরও শক্তি দিয়ে ঝাঁপাবো ।" রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তা ছেত্রী বলেন, "অজয় এডওয়ার্ডকে শুভেচ্ছা । তবে সে হেরেছে শুনে আমার মন খারাপ । তবে আশা করছি তার দল পাহাড় আর পাহাড়বাসীর জন্য কাজ করবে ।"
তবে এসবের মাঝে অজয় এডওয়ার্ড বলেন, "আমি চেয়ারম্যান প্রথম থেকেই হতে চাইনি । কারণ, আমি চেয়ারম্যান হলে আমার কাজ দার্জিলিংয়ের মধ্যে সীমাবদ্ধ থেকে যেত । তবে চিন্তা নেই । আমরা আলোচনা করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঠিক করব । পাহাড়বাসীর জন্য আমরা কাজ করব ।"