ETV Bharat / state

Darjeeling Municipality: বিজিপিএমে যোগ দিলেন হামরো পার্টির আরও এক কাউন্সিলর - অনিত থাপা

দার্জিলিং পৌরসভায় (Darjeeling Municipality) হামরো পার্টির কাউন্সিলর ভাঙাল অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৷ মঙ্গলবার হামরো পার্টির কাউন্সিলর সুধা লামা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দিয়েছেন ৷

Darjeeling Municipality ETV BHARAT
Darjeeling Municipality
author img

By

Published : Mar 21, 2023, 6:27 PM IST

বিজিপিএম-এ যোগ দিলেন হামরো পার্টির 1 কাউন্সিলর

দার্জিলিং, 21 মার্চ: তীব্র ঠান্ডায় কাঁপছে শৈলরানি ৷ কিন্তু, তাতেও রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে ৷ এবার বিরোধী শিবির হামরো পার্টির আরও এক কাউন্সিলর যোগ দিলেন অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় (Hamro Party Councilor Joins BGPM) ৷ ফলে দার্জিলিং পৌরসভায় আরও মজবুত হল বিজিপিএম ৷ আর অন্যদিকে, চিন্তা বাড়ছে বিরোধী শিবিরে ৷

মঙ্গলবার দার্জিলিংয়ের জজ বাজারে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার কেন্দ্রীয় কার্যালয়ে একটি যোগদান কর্মসূচী আয়োজিত হয় ৷ আর ওই যোগদান অনুষ্ঠানেই দার্জিলিং পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের হামরো পার্টির মহিলা কাউন্সিলর সুধা লামা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দিয়েছেন ৷ এদিন বিজিপিএম সভাপতি অনিত থাপা দলীয় পতাকা তাঁর হাতে তুলে দেন ৷ সেই সঙ্গে সুধা লামার যোগদানের মধ্যে দিয়ে বোর্ড নিজেদের হাতে ধরে রাখার ম্যাজিক সংখ্যা নিয়ে আর কোন সংশয় থাকল না অনিত শিবিরের ৷

এই বিষয়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মুখপাত্র এসপি শর্মা বলেন, ‘‘এই নিয়ে আরও এক হামরো পার্টির কাউন্সিলর দলে যোগ দিল ৷ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার উন্নয়ন দেখে একে একে সবাই যোগ দিচ্ছেন ৷ বিরোধী শিবিরের আরও অনেক জিটিএ সভাসদ ও কাউন্সিলররা যোগদানের ইচ্ছেপ্রকাশ করেছেন ৷’’ তিনি দাবি করেছেন, বিরোধীরা পাহাড়ে মাটি খুঁজে পাবে না ৷ এ নিয়ে হামরো পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য দিপু লামা অভিযোগ করেছেন, অনিত থাপা তাঁদের কাউন্সিলরকে টাকার প্রলোভন দিয়ে ভাঙিয়ে নিয়েছেন ৷ আর সেটা না হলে, হুমকি দেওয়া হচ্ছে ৷

প্রসঙ্গত, দার্জিলিং পৌরসভার 32 টি ওয়ার্ডের মধ্যে 10টি ওয়ার্ডে জিতেছিল অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৷ তিনটি আসন পায় বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা ও 19টি ওয়ার্ডে জয় লাভ করে হামরো পার্টি ৷ চারমাসের জন্য দার্জিলিং পৌরসভা পরিচালনা করে হামরো পার্টি ৷ এরপর হামরো পার্টির ছয় কাউন্সিলর অনিত শিবিরে যোগ দেন ৷ ফলে সংখ্যা গরিষ্ঠতা হারায় অজয় এডওয়ার্ডেসর দল ৷ বোর্ড গঠন করে অনিত শিবির ৷

আরও পড়ুন: 'খালি মুখে বললে কাজ হয় না', পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজু বিস্তাকে আক্রমণ অনিতের

পালটা মোর্চার তিন কাউন্সিলারের সমর্থনে 15টি আসন নিয়ে বোর্ড গঠনের পরিকল্পনা করে হামরো পার্টি ৷ তারপরেই অনিত শিবিরের এক কাউন্সিলর উষা লামার বিরুদ্ধে আর্থিক দূর্নীতির অভিযোগ তোলে হামরো ৷ নির্বাচন কমিশনের কাছে তাঁর কাউন্সিলার পদ খারিজের আবেদন করে তারা ৷ উষা লামার কাউন্সিলর পদ খারিজ হলে বোর্ড হারাতে হতো অনিত থাপাকে ৷ সেজন্যই আরও এক কাউন্সিলারকে যোগ দান করিয়ে বিরোধীদের সেই পরিকল্পনায় জল ঢাললেন অনিত থাপা ৷ বর্তমানে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার আসন 17, হামরো পার্টির 11 ও গোর্খা জনমুক্তি মোর্চার 3 ৷ অমর লামা পদত্যাগ করায় একটি ওয়ার্ডে উপনির্বাচন হবে ৷

বিজিপিএম-এ যোগ দিলেন হামরো পার্টির 1 কাউন্সিলর

দার্জিলিং, 21 মার্চ: তীব্র ঠান্ডায় কাঁপছে শৈলরানি ৷ কিন্তু, তাতেও রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে ৷ এবার বিরোধী শিবির হামরো পার্টির আরও এক কাউন্সিলর যোগ দিলেন অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় (Hamro Party Councilor Joins BGPM) ৷ ফলে দার্জিলিং পৌরসভায় আরও মজবুত হল বিজিপিএম ৷ আর অন্যদিকে, চিন্তা বাড়ছে বিরোধী শিবিরে ৷

মঙ্গলবার দার্জিলিংয়ের জজ বাজারে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার কেন্দ্রীয় কার্যালয়ে একটি যোগদান কর্মসূচী আয়োজিত হয় ৷ আর ওই যোগদান অনুষ্ঠানেই দার্জিলিং পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের হামরো পার্টির মহিলা কাউন্সিলর সুধা লামা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দিয়েছেন ৷ এদিন বিজিপিএম সভাপতি অনিত থাপা দলীয় পতাকা তাঁর হাতে তুলে দেন ৷ সেই সঙ্গে সুধা লামার যোগদানের মধ্যে দিয়ে বোর্ড নিজেদের হাতে ধরে রাখার ম্যাজিক সংখ্যা নিয়ে আর কোন সংশয় থাকল না অনিত শিবিরের ৷

এই বিষয়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মুখপাত্র এসপি শর্মা বলেন, ‘‘এই নিয়ে আরও এক হামরো পার্টির কাউন্সিলর দলে যোগ দিল ৷ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার উন্নয়ন দেখে একে একে সবাই যোগ দিচ্ছেন ৷ বিরোধী শিবিরের আরও অনেক জিটিএ সভাসদ ও কাউন্সিলররা যোগদানের ইচ্ছেপ্রকাশ করেছেন ৷’’ তিনি দাবি করেছেন, বিরোধীরা পাহাড়ে মাটি খুঁজে পাবে না ৷ এ নিয়ে হামরো পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য দিপু লামা অভিযোগ করেছেন, অনিত থাপা তাঁদের কাউন্সিলরকে টাকার প্রলোভন দিয়ে ভাঙিয়ে নিয়েছেন ৷ আর সেটা না হলে, হুমকি দেওয়া হচ্ছে ৷

প্রসঙ্গত, দার্জিলিং পৌরসভার 32 টি ওয়ার্ডের মধ্যে 10টি ওয়ার্ডে জিতেছিল অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৷ তিনটি আসন পায় বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা ও 19টি ওয়ার্ডে জয় লাভ করে হামরো পার্টি ৷ চারমাসের জন্য দার্জিলিং পৌরসভা পরিচালনা করে হামরো পার্টি ৷ এরপর হামরো পার্টির ছয় কাউন্সিলর অনিত শিবিরে যোগ দেন ৷ ফলে সংখ্যা গরিষ্ঠতা হারায় অজয় এডওয়ার্ডেসর দল ৷ বোর্ড গঠন করে অনিত শিবির ৷

আরও পড়ুন: 'খালি মুখে বললে কাজ হয় না', পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজু বিস্তাকে আক্রমণ অনিতের

পালটা মোর্চার তিন কাউন্সিলারের সমর্থনে 15টি আসন নিয়ে বোর্ড গঠনের পরিকল্পনা করে হামরো পার্টি ৷ তারপরেই অনিত শিবিরের এক কাউন্সিলর উষা লামার বিরুদ্ধে আর্থিক দূর্নীতির অভিযোগ তোলে হামরো ৷ নির্বাচন কমিশনের কাছে তাঁর কাউন্সিলার পদ খারিজের আবেদন করে তারা ৷ উষা লামার কাউন্সিলর পদ খারিজ হলে বোর্ড হারাতে হতো অনিত থাপাকে ৷ সেজন্যই আরও এক কাউন্সিলারকে যোগ দান করিয়ে বিরোধীদের সেই পরিকল্পনায় জল ঢাললেন অনিত থাপা ৷ বর্তমানে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার আসন 17, হামরো পার্টির 11 ও গোর্খা জনমুক্তি মোর্চার 3 ৷ অমর লামা পদত্যাগ করায় একটি ওয়ার্ডে উপনির্বাচন হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.