ETV Bharat / state

Governor on Rampurhat Incident : আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে বগটুইয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ রাজ্যপালের - incident of Bagtui village of Rampurhat

রাজ্য পুলিশের ডিজি জানিয়েছেন রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনায় এখনও পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে (incident of Bagtui village of Rampurhat) ৷

Governor reacts on Rampurhat  case
রামপুরহাটের বগটুইয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ রাজ্যপালের, আইনশৃঙ্খলা নিয়ে তুললেন প্রশ্ন
author img

By

Published : Mar 22, 2022, 3:39 PM IST

Updated : Mar 22, 2022, 8:39 PM IST

দার্জিলিং, ২২ মার্চ : বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar) ৷ বর্তমানে দার্জিলিংয়ে রয়েছেন রাজ্যপাল ৷ সেখান থেকে মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি বলেন, "রামপুরহাটে ভয়াবহতা ও নির্মমতা দেখে আমি খুবই ব্যাথিত ও মর্মাহত । ডিজি ইতিমধ্যে জানিয়েছেন ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে । এই ঘটনায় এটাই প্রমাণ হচ্ছে যে, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে ও অরাজকতা বৃদ্ধি পাচ্ছে । রাজ্যে এই ধরনের অরাজকতা ও আইনশৃঙ্খলাহীনতা নিয়ে আমি এর আগেও একাধিকবার বলেছি এবং উদ্বেগ প্রকাশ করেছি । বাংলা হিংসার সংস্কৃতি আর আইনশৃঙ্খলাহীনতার সমার্থক হয়ে উঠুক এটা আমরা চাই না ৷ পুলিশ প্রশাসনকে রাজনীতির উর্ধে উঠে কাজ করতে হবে, যাতে কোনও প্রশ্ন না ওঠে । আমি আশা করছি পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে এটার তদন্ত করবে । আমি আশা করছি মুখ্যসচিব আমাকে ওই ঘটনার পুঙখানুপুঙখ সব জানাবেন । এইধরনের ঘটনা রাজ্যে কোনওভাবেই ঘটা কাম্য নয় । আমি মনে করি রাজ্যে আইনের শাসন ও মানবাধিকার বজায় রাখা উচিৎ।"

  • Horrifying violence and arson orgy #Rampurhat #Birbhum indicates state is in grip of violence culture and lawlessness. Already eight lives lost.

    Have sought urgent update on the incident from Chief Secretary.

    My thoughts are with the families of the bereaved. pic.twitter.com/vtI6tRJcBX

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : পঞ্চায়েত উপপ্রধানের মৃত্যুতে রাজনৈতিক যোগ নেই, দাবি ডিজির

সোমবার রাতে দুষ্কৃতীদের ছোড়া বোমায় মৃত্যু হয় রামপুরহাট 1 নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ (TMC leader killed in rampurhat) ৷ বগটুই গ্রামে নিজের বাড়ির কাছেই খুন হন তিনি ৷ এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ অভিযোগ, সোমবার রাতেই বগটুই গ্রামের 10-12টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷

এই ঘটনায় 8 জনের মৃত্যুর কথা জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ৷ মৃতদের মধ্যে 7 জন একই পরিবারের সদস্য ৷ এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত 15 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিআইডি ৷ এলাকায় যাচ্ছে ফরেনসিক দল ৷

দার্জিলিং, ২২ মার্চ : বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar) ৷ বর্তমানে দার্জিলিংয়ে রয়েছেন রাজ্যপাল ৷ সেখান থেকে মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি বলেন, "রামপুরহাটে ভয়াবহতা ও নির্মমতা দেখে আমি খুবই ব্যাথিত ও মর্মাহত । ডিজি ইতিমধ্যে জানিয়েছেন ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে । এই ঘটনায় এটাই প্রমাণ হচ্ছে যে, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে ও অরাজকতা বৃদ্ধি পাচ্ছে । রাজ্যে এই ধরনের অরাজকতা ও আইনশৃঙ্খলাহীনতা নিয়ে আমি এর আগেও একাধিকবার বলেছি এবং উদ্বেগ প্রকাশ করেছি । বাংলা হিংসার সংস্কৃতি আর আইনশৃঙ্খলাহীনতার সমার্থক হয়ে উঠুক এটা আমরা চাই না ৷ পুলিশ প্রশাসনকে রাজনীতির উর্ধে উঠে কাজ করতে হবে, যাতে কোনও প্রশ্ন না ওঠে । আমি আশা করছি পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে এটার তদন্ত করবে । আমি আশা করছি মুখ্যসচিব আমাকে ওই ঘটনার পুঙখানুপুঙখ সব জানাবেন । এইধরনের ঘটনা রাজ্যে কোনওভাবেই ঘটা কাম্য নয় । আমি মনে করি রাজ্যে আইনের শাসন ও মানবাধিকার বজায় রাখা উচিৎ।"

  • Horrifying violence and arson orgy #Rampurhat #Birbhum indicates state is in grip of violence culture and lawlessness. Already eight lives lost.

    Have sought urgent update on the incident from Chief Secretary.

    My thoughts are with the families of the bereaved. pic.twitter.com/vtI6tRJcBX

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : পঞ্চায়েত উপপ্রধানের মৃত্যুতে রাজনৈতিক যোগ নেই, দাবি ডিজির

সোমবার রাতে দুষ্কৃতীদের ছোড়া বোমায় মৃত্যু হয় রামপুরহাট 1 নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ (TMC leader killed in rampurhat) ৷ বগটুই গ্রামে নিজের বাড়ির কাছেই খুন হন তিনি ৷ এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ অভিযোগ, সোমবার রাতেই বগটুই গ্রামের 10-12টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷

এই ঘটনায় 8 জনের মৃত্যুর কথা জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ৷ মৃতদের মধ্যে 7 জন একই পরিবারের সদস্য ৷ এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত 15 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিআইডি ৷ এলাকায় যাচ্ছে ফরেনসিক দল ৷

Last Updated : Mar 22, 2022, 8:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.