দার্জিলিং, ২২ মার্চ : বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar) ৷ বর্তমানে দার্জিলিংয়ে রয়েছেন রাজ্যপাল ৷ সেখান থেকে মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি বলেন, "রামপুরহাটে ভয়াবহতা ও নির্মমতা দেখে আমি খুবই ব্যাথিত ও মর্মাহত । ডিজি ইতিমধ্যে জানিয়েছেন ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে । এই ঘটনায় এটাই প্রমাণ হচ্ছে যে, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে ও অরাজকতা বৃদ্ধি পাচ্ছে । রাজ্যে এই ধরনের অরাজকতা ও আইনশৃঙ্খলাহীনতা নিয়ে আমি এর আগেও একাধিকবার বলেছি এবং উদ্বেগ প্রকাশ করেছি । বাংলা হিংসার সংস্কৃতি আর আইনশৃঙ্খলাহীনতার সমার্থক হয়ে উঠুক এটা আমরা চাই না ৷ পুলিশ প্রশাসনকে রাজনীতির উর্ধে উঠে কাজ করতে হবে, যাতে কোনও প্রশ্ন না ওঠে । আমি আশা করছি পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে এটার তদন্ত করবে । আমি আশা করছি মুখ্যসচিব আমাকে ওই ঘটনার পুঙখানুপুঙখ সব জানাবেন । এইধরনের ঘটনা রাজ্যে কোনওভাবেই ঘটা কাম্য নয় । আমি মনে করি রাজ্যে আইনের শাসন ও মানবাধিকার বজায় রাখা উচিৎ।"
-
Horrifying violence and arson orgy #Rampurhat #Birbhum indicates state is in grip of violence culture and lawlessness. Already eight lives lost.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Have sought urgent update on the incident from Chief Secretary.
My thoughts are with the families of the bereaved. pic.twitter.com/vtI6tRJcBX
">Horrifying violence and arson orgy #Rampurhat #Birbhum indicates state is in grip of violence culture and lawlessness. Already eight lives lost.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 22, 2022
Have sought urgent update on the incident from Chief Secretary.
My thoughts are with the families of the bereaved. pic.twitter.com/vtI6tRJcBXHorrifying violence and arson orgy #Rampurhat #Birbhum indicates state is in grip of violence culture and lawlessness. Already eight lives lost.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 22, 2022
Have sought urgent update on the incident from Chief Secretary.
My thoughts are with the families of the bereaved. pic.twitter.com/vtI6tRJcBX
আরও পড়ুন : পঞ্চায়েত উপপ্রধানের মৃত্যুতে রাজনৈতিক যোগ নেই, দাবি ডিজির
সোমবার রাতে দুষ্কৃতীদের ছোড়া বোমায় মৃত্যু হয় রামপুরহাট 1 নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ (TMC leader killed in rampurhat) ৷ বগটুই গ্রামে নিজের বাড়ির কাছেই খুন হন তিনি ৷ এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ অভিযোগ, সোমবার রাতেই বগটুই গ্রামের 10-12টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷
এই ঘটনায় 8 জনের মৃত্যুর কথা জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ৷ মৃতদের মধ্যে 7 জন একই পরিবারের সদস্য ৷ এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত 15 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিআইডি ৷ এলাকায় যাচ্ছে ফরেনসিক দল ৷