ETV Bharat / state

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার সহ-সভাপতি

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হলেন বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার সহ-সভাপতি লোপসাং লামা ৷ নামচি থানাতে তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করা হয় । এরপরই বুধবার তাঁকে নামচিতে নিজের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

লোপসাং লামা
লোপসাং লামা
author img

By

Published : Mar 4, 2021, 4:31 PM IST

শিলিগুড়ি, 4 মার্চ : যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হলেন বিমল পন্থী গোর্খা জনমুক্তি মোর্চার সহ-সভাপতি লোপসাং লামা ৷ তাঁকে পকসো আইনে গ্রেফতার করেছে সিকিমের নামচি থানার পুলিশ ৷ ঘটনাটি চাউর হতেই রাজনৈতিকমহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নামচিতেই লোপসাং লামার নিজস্ব একটি বেসরকারি ইংরেজি স্কুল রয়েছে। তিনি ওই স্কুলটির প্রিন্সিপাল বলেও জানা গিয়েছে।

বিমল গুরুং বলেন, "পকসো ধারায় লোপসাং লামাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তাঁর উচ্চ রক্তচাপ থাকায় তাঁকে নামচি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।" বৃহস্পতিবার তাঁকে নামচি আদালতে তোলা হবে।

আরও পড়ুন :কেতুগ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত 5

দক্ষিণ সিকিমের ডিআইজি প্রবীণ গুরুং বলেন, "এখনই কিছু বলা সম্ভব নয়। আমরা সব তদন্ত করে দেখছি। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সব খতিয়ে দেখা হচ্ছে।"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নামচি থানাতে তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করা হয় । এরপরই বুধবার তাঁকে নামচিতে নিজের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

শিলিগুড়ি, 4 মার্চ : যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হলেন বিমল পন্থী গোর্খা জনমুক্তি মোর্চার সহ-সভাপতি লোপসাং লামা ৷ তাঁকে পকসো আইনে গ্রেফতার করেছে সিকিমের নামচি থানার পুলিশ ৷ ঘটনাটি চাউর হতেই রাজনৈতিকমহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নামচিতেই লোপসাং লামার নিজস্ব একটি বেসরকারি ইংরেজি স্কুল রয়েছে। তিনি ওই স্কুলটির প্রিন্সিপাল বলেও জানা গিয়েছে।

বিমল গুরুং বলেন, "পকসো ধারায় লোপসাং লামাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তাঁর উচ্চ রক্তচাপ থাকায় তাঁকে নামচি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।" বৃহস্পতিবার তাঁকে নামচি আদালতে তোলা হবে।

আরও পড়ুন :কেতুগ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত 5

দক্ষিণ সিকিমের ডিআইজি প্রবীণ গুরুং বলেন, "এখনই কিছু বলা সম্ভব নয়। আমরা সব তদন্ত করে দেখছি। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সব খতিয়ে দেখা হচ্ছে।"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নামচি থানাতে তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করা হয় । এরপরই বুধবার তাঁকে নামচিতে নিজের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.