ETV Bharat / state

চোরের বয়ানেই মাটি খুঁড়ে উদ্ধার ঠাকুরের গয়না

পুলিশের জালে ধরা পড়তেই সব বলে দিল চোর । অবশেষে মাটি খুঁড়ে উদ্ধার হল মহাবীরস্থান মন্দির থেকে চুরি যাওয়া সোনা-রূপোর গয়না ৷

author img

By

Published : Sep 15, 2019, 4:54 AM IST

Updated : Sep 15, 2019, 6:41 AM IST

শিলিগুড়ি

শিলিগুড়ি, 15 সেপ্টেম্বর : নিজের বাড়িতেই মাটি খুঁড়ে পুঁতে রেখেছিল চুরি করা গয়না । পুলিশের জালে ধরা পড়তেই সব বলে দিল চোর । অবশেষে মাটি খুঁড়ে উদ্ধার হল মহাবীরস্থান মন্দির থেকে চুরি যাওয়া সোনা-রূপোর গয়না ৷

একাধিক চুরি, ছিনতাইয়ের ঘটনায় তদন্তে নেমে দু'জনকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি থানার পুলিশ । ধৃতরা হল প্রদীপ দাস ওরফে পল্টু ও সন্দীপ দয়াল । প্রদীপ শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকার বাসিন্দা । মহাবীরস্থান সংলগ্ন মন্দিরে চুরির ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয় । অন্যদিকে, হায়দরপাড়ার ইস্কন রোডের বাসিন্দা সন্দীপ দয়াল । দু'দিন আগে বাঘাযতীন পার্ক সংলগ্ন একটি ATM মেশিনের ব্যাটারি চুরির ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে । আজ ধৃত দু'জনকেই শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে । শিলিগুড়ির DCP (ইস্ট) ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, পুজোর সময় চুরি-ছিনতাইয়ের ঘটনা বাড়ে । যদিও এবার 30 শতাংশ চুরি-ছিনতাইয়ের ঘটনা কমেছে গত বছরের তুলনায় ।

শনিবার ভোররাতে শিলিগুড়ি থানার কাছেই মহাবীরস্থান এলাকায় একটি মন্দির থেকে ঠাকুরের গহনা চুরি যায় । অভিযোগ জমা পড়ে থানায় । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে চুরির ঘটনায় জড়িত রয়েছে প্রদীপ দাস ওরফে পল্টু । এরপরেই পল্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই একাধিক অসংগতি ধরা পড়ে । অবশেষে পল্টু জানায় চুরি করা ঠাকুরের অলঙ্কার তার বাড়িতে মাটি খুঁড়ে পুঁতে রেখেছে । পল্টুর বয়ানের ভিত্তিতে টিকিয়াপাড়া এলাকায় বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয় মন্দির থেকে চুরি যাওয়া সোনা ও রূপোর অলঙ্কার । অন্যদিকে, বাঘাযতীন পার্ক এলাকার একটি ATM মেশিনের তিনটি ব্যাটারি চুরির ঘটনায় ধৃত সন্দীপকে জিজ্ঞাসা করে উদ্ধার হয় চুরি যাওয়া ব্যাটারি । আবার, রবীন্দ্রনগরে একটি বাড়িতে চুরির ঘটনায় পরিচারিকার কাছ থেকে উদ্ধার হয় গয়না । যাকে শিলিগুড়ি থানা নিজেদের বড় সাফল্য বলেই দাবী করছে ৷

এর পরই একাধিক ঘটনাকে সামনে রেখে জরুরিকালীন সাংবাদিক বৈঠকে ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, গত বছরের তুলনায় এ বছর চুরি-ছিনতাইয়ের ঘটনা 30 শতাংশ কমেছে । অন্যদিকে, জুন থেকে সেপ্টেম্বর মাস অবধি যত চুরির ঘটনা ঘটেছে তারমধ্যে 35 শতাংশের ক্ষেত্রে সাফল্য মিলেছে ।

শিলিগুড়ি, 15 সেপ্টেম্বর : নিজের বাড়িতেই মাটি খুঁড়ে পুঁতে রেখেছিল চুরি করা গয়না । পুলিশের জালে ধরা পড়তেই সব বলে দিল চোর । অবশেষে মাটি খুঁড়ে উদ্ধার হল মহাবীরস্থান মন্দির থেকে চুরি যাওয়া সোনা-রূপোর গয়না ৷

একাধিক চুরি, ছিনতাইয়ের ঘটনায় তদন্তে নেমে দু'জনকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি থানার পুলিশ । ধৃতরা হল প্রদীপ দাস ওরফে পল্টু ও সন্দীপ দয়াল । প্রদীপ শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকার বাসিন্দা । মহাবীরস্থান সংলগ্ন মন্দিরে চুরির ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয় । অন্যদিকে, হায়দরপাড়ার ইস্কন রোডের বাসিন্দা সন্দীপ দয়াল । দু'দিন আগে বাঘাযতীন পার্ক সংলগ্ন একটি ATM মেশিনের ব্যাটারি চুরির ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে । আজ ধৃত দু'জনকেই শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে । শিলিগুড়ির DCP (ইস্ট) ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, পুজোর সময় চুরি-ছিনতাইয়ের ঘটনা বাড়ে । যদিও এবার 30 শতাংশ চুরি-ছিনতাইয়ের ঘটনা কমেছে গত বছরের তুলনায় ।

শনিবার ভোররাতে শিলিগুড়ি থানার কাছেই মহাবীরস্থান এলাকায় একটি মন্দির থেকে ঠাকুরের গহনা চুরি যায় । অভিযোগ জমা পড়ে থানায় । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে চুরির ঘটনায় জড়িত রয়েছে প্রদীপ দাস ওরফে পল্টু । এরপরেই পল্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই একাধিক অসংগতি ধরা পড়ে । অবশেষে পল্টু জানায় চুরি করা ঠাকুরের অলঙ্কার তার বাড়িতে মাটি খুঁড়ে পুঁতে রেখেছে । পল্টুর বয়ানের ভিত্তিতে টিকিয়াপাড়া এলাকায় বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয় মন্দির থেকে চুরি যাওয়া সোনা ও রূপোর অলঙ্কার । অন্যদিকে, বাঘাযতীন পার্ক এলাকার একটি ATM মেশিনের তিনটি ব্যাটারি চুরির ঘটনায় ধৃত সন্দীপকে জিজ্ঞাসা করে উদ্ধার হয় চুরি যাওয়া ব্যাটারি । আবার, রবীন্দ্রনগরে একটি বাড়িতে চুরির ঘটনায় পরিচারিকার কাছ থেকে উদ্ধার হয় গয়না । যাকে শিলিগুড়ি থানা নিজেদের বড় সাফল্য বলেই দাবী করছে ৷

এর পরই একাধিক ঘটনাকে সামনে রেখে জরুরিকালীন সাংবাদিক বৈঠকে ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, গত বছরের তুলনায় এ বছর চুরি-ছিনতাইয়ের ঘটনা 30 শতাংশ কমেছে । অন্যদিকে, জুন থেকে সেপ্টেম্বর মাস অবধি যত চুরির ঘটনা ঘটেছে তারমধ্যে 35 শতাংশের ক্ষেত্রে সাফল্য মিলেছে ।

Intro:চোরের বয়ানের ভিত্তিতে মাটি খুঁড়ে উদ্ধার হল ঠাকুরের গহনা

শিলিগুড়ি, ১৪ সেপ্টেম্বরঃ নিজের বাড়িতেই মাটি খুঁড়ে পুতে রেখেছিল চুরির অলঙ্কার। পুলিশের জালে ধড়া পড়তেই সব উগরে দিল চোর। অবশেষে মাটি খুঁড়ে উদ্ধার হল মহাবীরস্থান এলাকায় মন্দির থেকে চুরি যাওয়া সোনা ও রূপার অলঙ্কার।

Body:শিলিগুড়ি থানা সূত্রে খবর, একাধিক চুরি, ছিনতাইয়ের ঘটনায় তদন্তে নেমে আজ দু'জনকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতরা হল প্রদীপ দাস ওরফে পল্টু ও সন্দীপ দয়াল। প্রদীপ শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকার বাসিন্দা। মহাবীরস্থান সংলগ্ন মন্দিরে চুরির ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, হায়দরপাড়ার ইস্কনরোডের বাসিন্দা সন্দীপ দয়াল। দু'দিন আগে বাঘাযতীন পার্ক সংলগ্ন একটি এটিএম মেশিনের ব্যাটারি চুরির ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল ধৃত দুজনকেই শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট ইন্দিরা মুখার্জী বলেন, পূজোর প্রাক্কালে চুরি ছিনতাইয়ের ঘটনা উর্ধমুখী হয়। যদিও এবার ৩০ শতাংশ চুরি, ছিনতাইয়ের ঘটনা কমেছে বিগত বছরের তুলনায়।

পুলিশ সূত্রে খবর, শনিবার ভোররাতে শিলিগুড়ি থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে মহাবীরস্থান এলাকায় একটি মন্দির থেকে ঠাকুরের গহনা চুরি যায়। অভিযোগ জমা পড়ে থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে চুরির ঘটনায় জড়িত রয়েছে প্রদীপ দাস ওরফে পল্টু। এরপরেই পল্টুকে আটক করে জিঞ্জাসাবাদ করতেই একাধিক অসংগতি ধড়া পড়ে। অবশেষে পল্টু জানায় চুরি করা ঠাকুরের অলঙ্কার তার বাড়িতে মাটি খুঁড়ে পুঁতে রেখেছে। পল্টুর বয়ানের ভিত্তিতে টিকিয়াপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয় মন্দির থেকে চুরি যাওয়া সোনা ও রূপার অলঙ্কার। অন্যদিকে, গত পৌঁর্ষদিন বাঘাযতীনপার্ক এলাকা থেকে একটি এটিএম মেশিনের তিনটি ব্যাটারি চুরির ঘটনায় ধৃত সন্দীপকে জিঞ্জাসাবাদ করে উদ্ধার হয় চুরি যাওয়া ব্যাটারি। রবীন্দ্রনগরে একটি বাড়িতে চুরির ঘটনায় পরিচারিকার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া গহনা। যা কিনা শিলিগুড়ি থানার বড় ধরণের সাফল্য বলেই দাবী করছে পুলিশ মহল। যদিও বর্ধমানরোডে সোনার বিনিময়ে ঋণপ্রদানকারী সংস্থায় ১০ কোটি টাকার স্বর্ণালঙ্কার লুঠের ঘটনা এখনও ভাবিয়ে তুলছে পুলিশ মহলকে। সিসি ক্যামেরার ফুটেজ হাতিয়ার করে দুষ্কৃতিদের স্কেচ বানিয়ে তদন্ত শুরু হলেও এখনও অধরা দুষ্কৃতিরা। উদ্ধার হল না কানাকড়িও।

Conclusion:যদিও এদিনের ঘটনাকে সামনে রেখে জরুরিকালীন সাংবাদিক বৈঠকে ডিসিপি ইস্ট ইন্দিরা মুখার্জী বলেন, গত বছরের তুলনায় এবছর ৩০ শতাংশ চুরি ছিনতাইয়ের ঘটনা কমেছে। অন্যদিকে, জুন মাস থেকে সেপ্টেম্বর মাস অবধি যত চুরির ঘটনা ঘটেছে তারমধ্যে ৩৫ শতাংশ সাফল্য মিলেছে। তিনি বলেন, পূজোর সময় এসব ঘটনা একটু বেড়ে চলে। আমরা তৎপর। সাধারণ মানুষকেও একটু তৎপর হতে হবে। অন্যদিকে, সোনার বিনিময়ে ঋণপ্রদানকারী সংস্থায় ডাকাতির ঘটনায় প্রশ্ন করা হলে তিনি বলেন, ঘটনায় তদন্ত চলছে। অতিসত্ত্বর এমনই এক সাংবাদিক বৈঠক করে সমস্ত তথ্য তুলে ধরব।

Last Updated : Sep 15, 2019, 6:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.