শিলিগুড়ি, 14 মার্চ : আসন্ন পৌর ভোটের আগে শিলিগুড়িতে নানা প্রকল্পের কাজ কী অবস্থায় আছে তা খতিয়ে দেখতে ফের আসরে নামলেন তৃণমূল নেতা গৌতম দেব । তবে এবার তাঁর নজর প্রবীণ স্বাচ্ছন্দ্যে ৷
শিলিগুড়িতে যেসব এলাকায় প্রাতঃভ্রমণকারীরা বিভিন্ন মাঠ ব্যবহার করেন, সেসব এলাকায় তাঁদের পরিষেবা দিতে কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছিল । সেগুলি খতিয়ে দেখেন তিনি ৷ তিনি জানান, শিলিগুড়ি শহরের সৌন্দর্যায়নে বেশ কিছু প্রকল্পের কাজ চলছে । সেগুলি শেষ হলে সেজে উঠবে উত্তরের তিলোত্তমা শিলিগুড়ি ।
শিলিগুড়ির কলেজ মাঠে প্রতিনিয়ত ভিড় জমান প্রবীণ প্রাতঃভ্রমণকারীরা । সকাল এবং সন্ধ্যায়ও বহু মানুষ মাঠে পায়চারি করেন । তাঁদের জন্য সেখানে 43 লাখ টাকা খরচ করে তৈরি করা হচ্ছে বেশ কিছু প্রকল্প । আজ সেই কাজ পরিদর্শন করেন মন্ত্রী গৌতম দেব ৷ তিনি বলেন, " মানুষের হাঁটার জায়গা ক্রমশ সংকুচিত হচ্ছে । তাঁদের স্বাচ্ছন্দ্য দিতেই আমরা কিছু প্রকল্প হাতে নিয়েছি । এসব কাজকর্ম খতিয়ে দেখছি । শিলিগুড়ি আমার জন্মভূমি এবং রাজনৈতিক কর্মভূমি । সামনে ভোট থাকলেও এর সঙ্গে ভোটের রাজনীতি নেই । এই কাজ সম্পন্ন হলে মানুষ স্বাচ্ছন্দ্যে এই মাঠে সকাল-সন্ধ্যায় পায়চারি করতে পারবেন ৷ "