শিলিগুড়ি, 24 সেপ্টেম্বর : দার্জিলিং জেলায় সাংগঠনিকভাবে দুর্বল তৃণমূল কংগ্রেস । সেক্ষেত্রে পৌর নির্বাচনকে পাখির চোখ করে নতুন করে জেলা কমিটি গঠন করল তৃণমূল । দলের সুপ্রিমোর নির্দেশে এই কাজ বলে জানা গেছে । পদ খোয়াতে হল দীর্ঘদিনের জেলা সভাপতি গৌতম দেবকে । নতুন করে জেলা সভাপতির দায়িত্ব পেলেন রঞ্জন সরকার । এতদিন তিনি শিলিগুড়ি পৌরসভার বিরোধী দলনেতা ছিলেন । নয়া দায়িত্ব কাঁধে পেয়েই জেলা সভাপতির সাফ মন্তব্য, "দল সাংগঠনিকভাবে দুর্বল । চাঙ্গা করতে পদক্ষেপ করা হবে দলের নির্দেশ অনুযায়ী ।"
জেলা সভাপতির পদে আসীন হয়েই বহু সভা, গৌতম দেব বলেছিলেন, "দার্জিলিং জেলা (সমতল) সাংগঠনিকভাবে দুর্বল । যা নিয়ে দলের অন্দরেই শোরগোল পড়েছিল । এরপর একের পর এক হার । যা সভাপতির অদূরদর্শীতার প্রমাণ দেয় । চাপা ক্ষোভ সৃষ্টি হয় দলের অন্দরমহলে । কেউ কেউ আবার জেলা সভাপতির বাঁকা চোখ উপেক্ষা করেই প্রকাশ্যে পদত্যাগের আর্জি জানান । যা নিয়ে সমস্যায় পড়তে খোদ জেলা সভাপতিকেই ।"
একাধিক ঘটনার পর অবশেষে পদ খোয়াতে হল দার্জিলিং জেলার সভাপতি গৌতম দেবকে । আজ শিলিগুড়ির PWD ইনস্পেকশন বাংলোতে এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয় জেলার পর্যবেক্ষক তথা মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে । গৌতম দেব জানান, দলগতভাবে নতুন জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হল রঞ্জন সরকারকে । অন্যদিকে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরবঙ্গ কোর কমিটিতে । চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয়েছে । সেই দায়িত্বই পালন করব আমি । তবে আমি অভিভাবক হিসেবে এখনও রয়েছি ।
নতুন দায়িত্ব পেয়েই পাহাড়ে দলের সাংগঠনিক দুর্বলতার কথা স্বীকার করেন রঞ্জন সরকার । বলেন, "দল সাংগঠনিকভাবে দুর্বল এটা অস্বীকার করার কোনও জায়গা নেই । তার ফলস্বরূপ একাধিক হারের মুখোমুখি হতে হয়েছিল । সেক্ষেত্রে এবার আমরা দলকে চাঙ্গা করতে বুথ লেভেল থেকে কাজ শুরু করব দলের নির্দেশ মত ।"
সব শেষে দার্জিলিং জেলার অবজ়ারভার তথা মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "গৌতম দেবকে অন্য দায়িত্ব দেওয়া হয়েছে । নতুনদের সুযোগ দিতে চাই । তাই জেলা কমিটি ভেঙে নতুন করে গড়া হল । আগামীতে যুব ও মহিলা কমিটিও ভেঙে নতুন করে গড়া হবে ৷"