শিলিগুড়ি, 23 মে : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে কোরোনা পরীক্ষার প্রচুর নমুনা এলেও তা দ্রুত টেস্ট করা যাচ্ছে না । এই মুহূর্তে প্রায় সাড়ে 4 হাজার সোয়াবের নমুনা টেস্ট না হয়ে পড়ে আছে । এই পরিস্থিতিতে দ্রুত নমুনা পরীক্ষার জন্য বিশেষ ধরনের একটি মেশিন আনতে উদ্যোগ নিয়েছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
উত্তরবঙ্গে কোরোনা মোকাবিলায় নিযুক্ত চিকিৎসক সুশান্ত রায় জানান, " উত্তরের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন গড়ে দেড় হাজার সোয়াবের নমুনা আসছে । যদিও দিনে গড়ে 1000 নমুনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে । এর ফলে বেশ কিছু নমুনা আটকে থাকছে । যে কারণে রিপোর্ট আসতেও দেরি হচ্ছে । আপাতত উত্তর দিনাজপুরের ইসলামপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের নমুনা এখানে আসছে । রায়গঞ্জ, মালদা ও দক্ষিণ দিনাজপুরের নমুনা যাচ্ছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরিতে । কোচবিহার জেলা হাসপাতালে আমরা টেস্ট চালু করার চেষ্টা চালাচ্ছি । তা শুরু করা গেলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের চাপ কিছুটা কমবে ।"
পাশাপাশি তিনি আরও বলে, "আমরা একটি অত্যাধুনিক মেশিন আনার চেষ্টা চালাচ্ছি । সেটি এলে দিনে গড়ে পরীক্ষার হার বাড়ানো সম্ভব হবে । কিন্তু আপাতত তা হচ্ছে না ওই মেশিন না থাকায় ।"