ETV Bharat / state

শিলিগুড়িতে কোরোনায় মৃত স্থানীয় CPI(M) নেতা-সহ 5

শিলিগুড়িতে বাড়ছে সংক্রমণ । 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে পাঁচজনের ।

Darjeeling
কোরোনা
author img

By

Published : Jul 25, 2020, 3:53 PM IST

দার্জিলিং, 25 জুলাই : রাজ্যে ক্রমেই বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । রেকর্ড হারে বাড়ছে সংক্রমণ । কোরোনা আক্রান্ত হয়ে শিলিগুড়িতে গত 24 ঘণ্টায় মৃত্যু হল পাঁচজনের । দার্জিলিং জেলায় আক্রান্ত হয়েছে 38 জন । এর মধ্যে 26 জনই পৌরনিগম এলাকার বাসিন্দা । সংক্রমণ রুখতে আজ লকডাউন চলছে রাজ্যে । যার জেরে বন্ধ রয়েছে বাগডোগরা এয়ারপোর্ট । বাতিল সমস্ত উড়ান ।

শিলিগুড়িতে কাওয়াখালি কোরোনা হাসপাতালে মৃত্যু হয়েছে ভক্তিনগর সূর্যসেন কলোনি এক বাসিন্দার । এছাড়া নকশালবাড়ির একটি চা বাগানের এক বাসিন্দার মৃত্যু হয় এই কাওখালি হাসপাতালে । এর পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে এক স্থানীয় বাসিন্দার । শিলিগুড়ির এক নার্সিংহোমে মৃত্যু হয়েছে চিকিৎসাধীন আরও দুই ব্যক্তির । এদের বাড়ি শিলিগুড়ি শক্তিগড় এবং পৌরনিগমের ফুলেশ্বরী মোড় এলাকায় । শক্তিগড়ের বাসিন্দা যে ব্যক্তি মারা গেছেন তিনি স্থানীয় CPI(M) নেতা বলে জানা গেছে । সব মিলিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 65 জন ।

এই বিষয়ে, পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, শহরে সংক্রমণ বেড়েছে । তবে প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে । অন্যদিকে, পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য শংকর ঘোষ বলেন, "মৃত্যুর তালিকা উদ্বেগজনক । মানুষকে আরও সচেতন হতে হবে । শিলিগুড়িতে লকডাউন চললেও রেগুলেটেড মার্কেট খুলে দেওয়া হয়েছে । রেগুলেটেড মার্কেট ছাড়াও খোলা হয়েছে SJDA মার্কেট এবং নয়াবাজার । লকডাউন উপেক্ষা করেই ফের রাস্তায় নেমেছে কিছু অটো এবং টোটো । এই পরিস্থিতিতে লকডাউন কার্যকর করতে রাস্তায় নেমেছে পুলিশ ।

বাগডোগরা এয়ারপোর্টের ডিরেক্টর সুব্রমণি পি জানিয়েছেন, আজ এবং আগামী 29 জুলাই বাগডোগরা বিমানবন্দর বন্ধ রাখা হচ্ছে ।

দার্জিলিং, 25 জুলাই : রাজ্যে ক্রমেই বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । রেকর্ড হারে বাড়ছে সংক্রমণ । কোরোনা আক্রান্ত হয়ে শিলিগুড়িতে গত 24 ঘণ্টায় মৃত্যু হল পাঁচজনের । দার্জিলিং জেলায় আক্রান্ত হয়েছে 38 জন । এর মধ্যে 26 জনই পৌরনিগম এলাকার বাসিন্দা । সংক্রমণ রুখতে আজ লকডাউন চলছে রাজ্যে । যার জেরে বন্ধ রয়েছে বাগডোগরা এয়ারপোর্ট । বাতিল সমস্ত উড়ান ।

শিলিগুড়িতে কাওয়াখালি কোরোনা হাসপাতালে মৃত্যু হয়েছে ভক্তিনগর সূর্যসেন কলোনি এক বাসিন্দার । এছাড়া নকশালবাড়ির একটি চা বাগানের এক বাসিন্দার মৃত্যু হয় এই কাওখালি হাসপাতালে । এর পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে এক স্থানীয় বাসিন্দার । শিলিগুড়ির এক নার্সিংহোমে মৃত্যু হয়েছে চিকিৎসাধীন আরও দুই ব্যক্তির । এদের বাড়ি শিলিগুড়ি শক্তিগড় এবং পৌরনিগমের ফুলেশ্বরী মোড় এলাকায় । শক্তিগড়ের বাসিন্দা যে ব্যক্তি মারা গেছেন তিনি স্থানীয় CPI(M) নেতা বলে জানা গেছে । সব মিলিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 65 জন ।

এই বিষয়ে, পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, শহরে সংক্রমণ বেড়েছে । তবে প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে । অন্যদিকে, পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য শংকর ঘোষ বলেন, "মৃত্যুর তালিকা উদ্বেগজনক । মানুষকে আরও সচেতন হতে হবে । শিলিগুড়িতে লকডাউন চললেও রেগুলেটেড মার্কেট খুলে দেওয়া হয়েছে । রেগুলেটেড মার্কেট ছাড়াও খোলা হয়েছে SJDA মার্কেট এবং নয়াবাজার । লকডাউন উপেক্ষা করেই ফের রাস্তায় নেমেছে কিছু অটো এবং টোটো । এই পরিস্থিতিতে লকডাউন কার্যকর করতে রাস্তায় নেমেছে পুলিশ ।

বাগডোগরা এয়ারপোর্টের ডিরেক্টর সুব্রমণি পি জানিয়েছেন, আজ এবং আগামী 29 জুলাই বাগডোগরা বিমানবন্দর বন্ধ রাখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.