ETV Bharat / state

SMC Election 2022 : রাজ্য চাইলেও শিলিগুড়ির উন্নয়ন করতে দেয়নি আগের পৌরবোর্ড, তোপ ফিরহাদের - রাজ্য চাইলেও শিলিগুড়ির উন্নয়ন করতে দেয়নি আগের পৌরবোর্ড, তোপ ফিরহাদের

আগামী 12 ফেব্রুয়ারি শিলিগুড়িতে পৌরভোট ৷ তার প্রচারে এলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim campaigning for SMC Election ) ৷

siliguri municipal election
রাজ্য চাইলেও শিলিগুড়ির উন্নয়ন করতে দেয়নি আগের পৌরবোর্ড, তোপ ফিরহাদের
author img

By

Published : Feb 8, 2022, 5:01 PM IST

Updated : Feb 8, 2022, 5:07 PM IST

শিলিগুড়ি, 8 ফেব্রুয়ারি : "আমি পুরমন্ত্রীর পদে থাকার সময় অনেক চেষ্টা করেও শিলিগুড়ির প্রকৃত উন্নয়ন করতে পারিনি । রাজনীতির কারণে রাজ্য সরকারের টাকা পৌরনিগম নেয়নি বা সঠিকমতো খচর করতে পারেনি । সেইজন্য এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতধরে শিলিগুড়িতে উন্নয়ন হবে ।" মঙ্গলবার শিলিগুড়িতে পৌরভোটের (SMC Election 2022) প্রচারে এসে একথা বলেন রাজ্যের পরিবহণমন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ৷

এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন,"শিলিগুড়ি এর আগে সিপিএমকে দেখেছে, কংগ্রেসকে দেখেছে । আমি পুরমন্ত্রী হয়েও শিলিগুড়ির উন্নয়ন করতে পারিনি । রাজনীতির কারণে উন্নয়নের টাকা বোর্ড নেয়নি বা খরচ করতে পারেনি । অনেক চেষ্টা করেছি । রাজ্য সরকারকে বদনাম করার জন্য সেসব করেছিল । শিলিগুড়ি পৌরনিগম আমাদের হলে কাজ করতে সুবিধা হবে ।"

ভোট প্রচারে শিলিগুড়িতে বেশ কয়েকটি জনসভা করার কথা ফিরহাদের৷

আরও পড়ুন : কমিশনে দেওয়া জাতিগত শংসাপত্র ভুয়ো, বিধাননগরে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ হাইকোর্টের

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরপ্রদেশ সফর প্রসঙ্গে পরিবহণমন্ত্রী বলেন, " অখিলেশ যাদব মুখ্যমন্ত্রীকে নিয়ে গিয়েছেন । আমরা বাংলায় বিজেপি ঢুকতে দিইনি । এবার মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশে গিয়েছেন, সেখান থেকেও বিজেপি চলে যাবে ।" ভোট প্রচারে শিলিগুড়িতে বেশ কয়েকটি জনসভা করার কথা এই তৃণমূল নেতার ৷

শিলিগুড়ি, 8 ফেব্রুয়ারি : "আমি পুরমন্ত্রীর পদে থাকার সময় অনেক চেষ্টা করেও শিলিগুড়ির প্রকৃত উন্নয়ন করতে পারিনি । রাজনীতির কারণে রাজ্য সরকারের টাকা পৌরনিগম নেয়নি বা সঠিকমতো খচর করতে পারেনি । সেইজন্য এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতধরে শিলিগুড়িতে উন্নয়ন হবে ।" মঙ্গলবার শিলিগুড়িতে পৌরভোটের (SMC Election 2022) প্রচারে এসে একথা বলেন রাজ্যের পরিবহণমন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ৷

এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন,"শিলিগুড়ি এর আগে সিপিএমকে দেখেছে, কংগ্রেসকে দেখেছে । আমি পুরমন্ত্রী হয়েও শিলিগুড়ির উন্নয়ন করতে পারিনি । রাজনীতির কারণে উন্নয়নের টাকা বোর্ড নেয়নি বা খরচ করতে পারেনি । অনেক চেষ্টা করেছি । রাজ্য সরকারকে বদনাম করার জন্য সেসব করেছিল । শিলিগুড়ি পৌরনিগম আমাদের হলে কাজ করতে সুবিধা হবে ।"

ভোট প্রচারে শিলিগুড়িতে বেশ কয়েকটি জনসভা করার কথা ফিরহাদের৷

আরও পড়ুন : কমিশনে দেওয়া জাতিগত শংসাপত্র ভুয়ো, বিধাননগরে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ হাইকোর্টের

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরপ্রদেশ সফর প্রসঙ্গে পরিবহণমন্ত্রী বলেন, " অখিলেশ যাদব মুখ্যমন্ত্রীকে নিয়ে গিয়েছেন । আমরা বাংলায় বিজেপি ঢুকতে দিইনি । এবার মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশে গিয়েছেন, সেখান থেকেও বিজেপি চলে যাবে ।" ভোট প্রচারে শিলিগুড়িতে বেশ কয়েকটি জনসভা করার কথা এই তৃণমূল নেতার ৷

Last Updated : Feb 8, 2022, 5:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.