ETV Bharat / state

কমিশনের অনুমতি পেলেই NJP থেকে হাওড়ায় চালু বৈদ্যুতিক ট্রেন

সেফটি কমিশনের অনুমতি মিললেই এবছরই বৈদ্যুতিক ট্রেন চালু হয়ে যাবে ৷ জানালেন, উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনেরাল ম্যানেজার সঞ্জীব রায় ৷ দ্রুতগতিতে চলছে লাইনের কাজও ৷

সাংবাদিক বৈঠক
author img

By

Published : Oct 25, 2019, 10:54 AM IST

শিলিগুড়ি, 25 অক্টোবর : খুব দ্রুতগতিতে চলছে বৈদ্যুতিক লাইনের কাজ ৷ অপেক্ষা শুধুমাত্র নিরাপত্তা কমিশনের তরফে সবুজ সংকেত পাওয়ার ৷ অনুমতি মিললেই এবছরেই নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত সরাসরি বিদ্যুৎচালিত ট্রেনের মাধ্যমে সংযোগ স্থাপন করা সম্ভব হবে ৷ শিলিগুড়িতে রেলের অতিথিশালায় এক সাংবাদিক বৈঠকে একথা জানালেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনেরাল ম্যানেজার সঞ্জীব রায় ৷

উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনেরাল ম্যানেজার নিউ জলপাইগুড়ি স্টেশন ও শিলিগুড়ি জংশন পরিদর্শনে যান । উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের DRM আর কে বর্মা সহ পদস্থ কর্তারা । স্টেশন পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন শেড পরিদর্শনও করেন তিনি । পরে সাংবাদিক বৈঠকে বলেন, "বৈদ্যুতিক ট্রেন চালু করার জন্য দ্রুত গতিতে কাজ চলছে । খুব শীঘ্রই কাজ শেষ হয়ে যাবে । একটি লাইন মালদা থেকে আসছে । অন্য একটি লাইন কাটিহার থেকে আসছে । পরের মাসেই রেলের নিরাপত্তা কমিশনের সদস্যরা আসবেন । তাঁদের তরফে সবুজ সংকেত পেলেই ওই লাইনে ট্রেন চালু করা হবে ।"

তিনি আরও বলেন, "আমরা এবছরের শেষে হাওড়া পর্যন্ত লাইন চালু করব ৷ অন্যদিকে, গুয়াহাটি পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালু হবে । লামডিং পর্যন্তও চলবে বৈদ্যুতিক ট্রেন । অর্থাৎ সব ঠিক থাকলে এবছরের শেষ দিক থেকেই বৈদ্যুতিক ট্রেনের মাধ্যমে নিউ জলপাইগুড়ি থেকে কলকাতার সংযোগ স্থাপন সম্ভব হবে ।"

শিলিগুড়ি, 25 অক্টোবর : খুব দ্রুতগতিতে চলছে বৈদ্যুতিক লাইনের কাজ ৷ অপেক্ষা শুধুমাত্র নিরাপত্তা কমিশনের তরফে সবুজ সংকেত পাওয়ার ৷ অনুমতি মিললেই এবছরেই নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত সরাসরি বিদ্যুৎচালিত ট্রেনের মাধ্যমে সংযোগ স্থাপন করা সম্ভব হবে ৷ শিলিগুড়িতে রেলের অতিথিশালায় এক সাংবাদিক বৈঠকে একথা জানালেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনেরাল ম্যানেজার সঞ্জীব রায় ৷

উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনেরাল ম্যানেজার নিউ জলপাইগুড়ি স্টেশন ও শিলিগুড়ি জংশন পরিদর্শনে যান । উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের DRM আর কে বর্মা সহ পদস্থ কর্তারা । স্টেশন পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন শেড পরিদর্শনও করেন তিনি । পরে সাংবাদিক বৈঠকে বলেন, "বৈদ্যুতিক ট্রেন চালু করার জন্য দ্রুত গতিতে কাজ চলছে । খুব শীঘ্রই কাজ শেষ হয়ে যাবে । একটি লাইন মালদা থেকে আসছে । অন্য একটি লাইন কাটিহার থেকে আসছে । পরের মাসেই রেলের নিরাপত্তা কমিশনের সদস্যরা আসবেন । তাঁদের তরফে সবুজ সংকেত পেলেই ওই লাইনে ট্রেন চালু করা হবে ।"

তিনি আরও বলেন, "আমরা এবছরের শেষে হাওড়া পর্যন্ত লাইন চালু করব ৷ অন্যদিকে, গুয়াহাটি পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালু হবে । লামডিং পর্যন্তও চলবে বৈদ্যুতিক ট্রেন । অর্থাৎ সব ঠিক থাকলে এবছরের শেষ দিক থেকেই বৈদ্যুতিক ট্রেনের মাধ্যমে নিউ জলপাইগুড়ি থেকে কলকাতার সংযোগ স্থাপন সম্ভব হবে ।"

Intro:বৈদ্যুতিক ট্রেন চালুর ক্ষেত্রে সেফটি কমিশনের সবুজ সংকেতের অপেক্ষা; উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেলারেল ম্যানেজার

শিলিগুড়ি, ২৪অক্টোবরঃ যুদ্ধকালীন তৎপরতায় চলছে বৈদ্যুতিক লাইনের কাজ। এখন শুধুমাত্র সেফটি কমিশনের তরফে সবুজ সংকেত পাওয়া অপেক্ষা। সেফটি কমিশনের তরফে সবুজ সংকেত মিললেই চলতি বছরেই নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া অবধি সরাসরি বৈদ্যুতিক ট্রেনের মাধ্যমে সংযোগ স্থাপন করা সম্ভব হবে। আজ শিলিগুড়িতে রেলের গেস্ট হাউসে এক সাংবাদিক বৈঠকে একথা জানালেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার সঞ্জীব রায়।

Body:উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার এদিন নিউ জলপাইগুড়ি স্টেশন ও শিলিগুড়ি জংশন পরিদর্শনে যান। উপস্থিত ছিলেন কাঠিহার ডিভিশনের ডিআরএম আর কে ভর্মা সহ পদস্থ কর্তারা। এদিন স্টেশন পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন শেড পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিক বৈঠকে প্রশ্নের উত্তরে বলেন, বৈদ্যুতিক ট্রেন চালু করার জন্য দ্রুত গতিতে কাজ চলছে। খুব শীঘ্রই কাজ শেষ হয়ে যাবে। একটি লাইন মালদা থেকে আসছে। অপর লাইন কাটিহার থেকে আসছে।আগামী মাসেই রেলের সেফটি কমিশনের সদস্যরা আসবেন।তাদের তরফে সবুজ সংকেত পেতেই ওই পথে ট্রেন চালু করা হবে। এরপর আমরা চলতি বছরের শেষে হাওড়া অবধি লাইন চালু করব অন্যদিকে গৌহাটি অবধি বৈদ্যুতিক ট্রেন চালু হবে। পাশাপাশি লামডিং পর্যন্তও বৈদ্যুতিক ট্রেন চলবে। অর্থাৎ সব ঠিক থাকলে চলতি বছরের শেষ দিক থেকেই বৈদ্যুতিক ট্রেনের মাধ্যমে নিউ জলপাইগুড়ি থেকে কলকাতার সংযোগ স্থাপন সম্ভব হবে।

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.