শিলিগুড়ি, 25 অক্টোবর : খুব দ্রুতগতিতে চলছে বৈদ্যুতিক লাইনের কাজ ৷ অপেক্ষা শুধুমাত্র নিরাপত্তা কমিশনের তরফে সবুজ সংকেত পাওয়ার ৷ অনুমতি মিললেই এবছরেই নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত সরাসরি বিদ্যুৎচালিত ট্রেনের মাধ্যমে সংযোগ স্থাপন করা সম্ভব হবে ৷ শিলিগুড়িতে রেলের অতিথিশালায় এক সাংবাদিক বৈঠকে একথা জানালেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনেরাল ম্যানেজার সঞ্জীব রায় ৷
উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনেরাল ম্যানেজার নিউ জলপাইগুড়ি স্টেশন ও শিলিগুড়ি জংশন পরিদর্শনে যান । উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের DRM আর কে বর্মা সহ পদস্থ কর্তারা । স্টেশন পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন শেড পরিদর্শনও করেন তিনি । পরে সাংবাদিক বৈঠকে বলেন, "বৈদ্যুতিক ট্রেন চালু করার জন্য দ্রুত গতিতে কাজ চলছে । খুব শীঘ্রই কাজ শেষ হয়ে যাবে । একটি লাইন মালদা থেকে আসছে । অন্য একটি লাইন কাটিহার থেকে আসছে । পরের মাসেই রেলের নিরাপত্তা কমিশনের সদস্যরা আসবেন । তাঁদের তরফে সবুজ সংকেত পেলেই ওই লাইনে ট্রেন চালু করা হবে ।"
তিনি আরও বলেন, "আমরা এবছরের শেষে হাওড়া পর্যন্ত লাইন চালু করব ৷ অন্যদিকে, গুয়াহাটি পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালু হবে । লামডিং পর্যন্তও চলবে বৈদ্যুতিক ট্রেন । অর্থাৎ সব ঠিক থাকলে এবছরের শেষ দিক থেকেই বৈদ্যুতিক ট্রেনের মাধ্যমে নিউ জলপাইগুড়ি থেকে কলকাতার সংযোগ স্থাপন সম্ভব হবে ।"