দার্জিলিং, 31 জুলাই: সাতসকালে ভূমিকম্প। সেইসব ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি-সহ পার্শ্ববর্তী এলাকায় (Earthquake felt in shiliguri and neighborhood)। রবিবার সকাল আটটা নাগাদ ভূমিকম্প অনূভুত হয় । ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে 5.4 । নেপালের ভোজপুর সংলগ্ন এলাকার প্রায় দু' কিলোমিটার গভীরে ছিল উৎপত্তিস্থল । সকাল সকাল ভূমিকম্প অনূভুত হওয়ায় আতঙ্কে শহরবাসী ।
উত্তরবঙ্গের পাহাড়-সহ সিকিমেও অনুভূত হয়েছে কম্পন । এছাড়াও কম্পন অনূভুত হয় উত্তরবঙ্গের একাধিক জায়গায় । ভূমিকম্পের জেরে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর শোনা যায়নি ।
আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ, কম্পনের মাত্রা 4.3; উৎসস্থল ভুটান
গত 2 জুলাইও ভূমিকম্প অনূভুত হয়েছিল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় । রাত 11টা 59 মিনিটে মৃদু কম্পন অনুভূত হয় দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার-সহ বিস্তীর্ণ অঞ্চলে । যদিও কম্পনের উৎসস্থল ছিল ভুটান । তবে একে টানা বৃষ্টি, তার উপর রাত-দুপুরে ভূমিকম্পের ঘটনায় পাহাড় থেকে সমতলে আতঙ্ক ছড়িয়েছে ।