দার্জিলিং, 1 অগস্ট: দার্জিলিং জেলায় ডেঙ্গি সংক্রমণ নিয়ে উদ্বেগে প্রশাসন ও স্বাস্থ্য দফতর ৷ গত বছরের তুলনায় এবার সমতলের থেকে পাহাড়ে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে বলে জানানো হয়েছে ৷ জেলা প্রশাসনের তরফে প্রকাশিত রিপোর্ট অনুযায়ীস চলতি বছরে এখনও পর্যন্ত পাহাড়ে মোট 19 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৷ আক্রান্তের মধ্যে 8 জনই দার্জিলিং পৌরসভা এলাকার বাসিন্দা ৷ পাহাড়ে সংক্রমণ বৃদ্ধির কারণে উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দফতর ও প্রশাসনের মধ্যে ৷ তবে, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন জেলাশাসক এস পুন্নমবলম । তবে, অতিরিক্ত ভেক্টর কন্ট্রোল টিম ও সার্ভে টিম নামানো হচ্ছে, জোর দেওয়া হচ্ছে জন সচেতনতায় ৷
চলতি বছরে দার্জিলিং জেলায় মোট 53 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৷ যদিও, এখনও পর্যন্ত ডেঙ্গিতে সংক্রমণের কারণে মৃত্যুর কোনও খবর নেই ৷ জেলাশাসক জানিয়েছেন, ডেঙ্গি মোকাবিলায় এবার যথেষ্ট সতর্ক দার্জিলিং প্রশাসন ৷ আগামী 2 মাস পাহাড় ও সমতল দু’জায়গাতেই বিশেষ নজরদারি চালানো হবে বলে জানিয়েছেন জেলাশাসক এস পুন্নমবলম ৷ নজরদারি চালাবে ভেক্টর কন্ট্রোল টিমের সদস্যরা ৷ বিশেষ জোর দেওয়া হবে সচেতনতামূলক প্রচারেও ৷
মঙ্গলবার শিলিগুড়ি পৌরনিগমও দার্জিলিং পৌরসভার আধিকারিক, জেলা হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং জেলা স্বাস্থ্য আধিকারিকদের উপস্থিতিতে বিশেষ বৈঠক হয় এ দিন ৷ বৈঠক শেষে ডেঙ্গি প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে বা হবে, তা বিস্তারিত জানান জেলাশাসক এস পুন্নমবলম ৷
জেলাশাসক জানিয়েছেন, শিলিগুড়ি শহর ও মহকুমা এলাকায় মোট 34 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৷ যার মধ্যে শিলিগুড়ি পৌরনিগম এলাকা 15 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৷ মহকুমা এলাকায় মোট 19 জন সংক্রামিত হয়েছেন ৷ তাঁদের মধ্যে মাটিগাড়া ব্লকের 14 জন এবং নকশালবাড়ি ব্লকের 5 জন বাসিন্দা রয়েছেন ৷ খড়িবাড়ি এবং ফাঁসিদেওয়া ব্লকে কেউ ডেঙ্গি আক্রান্ত হননি ৷
আরও পড়ুন: ডেঙ্গি রুখতে মালদায় 'ড্রাই ডে'
এখন থেকেই ডেঙ্গিকে নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন তৎপর বলে জানানো হয়েছে ৷ ডেঙ্গি মোকাবিলায় বিশেষ নজর দেওয়া হচ্ছে সাফা-সাফাইয়ের দিকে ৷ শুধু নালা-নর্দমা নয় ৷ জেলার প্রতিটি বসতি এলাকা যাতে পরিচ্ছন্ন থাকে সেদিকেও নজর দেওয়ার কথা বলেন জেলাশাসক ৷ প্রতিটি স্কুল, অফিস এবং বহুতলের কর্তৃপক্ষ ও পরিচালন সমিতির কাছ থেকে মুচলেকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন ৷ যেখানে উল্লেখ থাকবে, সেই সব জায়গায় কোথাও জল জমতে দেওয়া যাবে না ৷ অন্যথায় জরিমানার কথা জানিয়েছেন জেলাশাসক ৷