শিলিগুড়ি, 3 জুলাই : শিলিগুড়িতেও খোঁজ মিলল দেবাঞ্জন দেবের প্রতারণা চক্রের । প্রতারিত হয়েছেন শিলিগুড়ির সাংস্কৃতিক কর্মী তথা গায়ক সৌভিক মজুমদার । তাঁকে উত্তরবঙ্গের টি বোর্ড বা মনিটরিং কমিটির চেয়ারম্যান করা হবে বলে আশ্বাস দিয়ে প্রায় তিন লাখ টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে । এমনকি দেবাঞ্জনের আসল পরিচয় প্রকাশ্যে আসতেই সৌভিককে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে ।
শিলিগুড়িতে মৈনাক ট্যুরিস্ট লজ-সহ পাহাড়ে একাধিক বৈঠক করেছিল দেবাঞ্জন দেব । বিভিন্ন ঠিকাদারদের জিটিএ'র কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল দেবাঞ্জন । জানা গিয়েছে, 2018 সালে শিলিগুড়িতে এসেছিল দেবাঞ্জন দেব। শিলিগুড়ি পৌরনিগিমের 39 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গায়ক সৌভিক মজুমদারের কাছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি এবং পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের যুগ্ম সচিব হিসেবে পরিচয় দিয়েছিল দেবাঞ্জন । শিলিগুড়িতে মৈনাক ট্যুরিস্ট লজের মতো সরকারি লজে উঠেছিল সে । সেসময় পর্যটনমন্ত্রী ছিলেন গৌতম দেব । শুধু তাই নয় মৈনাক ট্যুরিস্ট লজেই রীতিমতো অফিস খুলেছিল সে ।
যদিও গৌতম দেব বলেন, "দেবঞ্জনের সঙ্গে আমার জ্ঞানত বা অজ্ঞানত কোনও কথা বা দেখা হয়নি । দলের কেউ জড়িত রয়েছে কিনা আমার কাছে কোন তথ্য নেই ।" সৌভিক মজুমদার বলেন, " 2018 সালে দেবাঞ্জনের সঙ্গে পরিচয় হয় । মৈনাক লজে দেখা হয়েছিল । আমার সঙ্গে একটা অ্যালবাম নিয়ে আলোচনা হয় । তিন-চারদিন পর আমাকে কালিম্পংয়ে নিয়ে যায় । সেখানে চা বাগান নিয়ে আলোচনা হয় । আমার কাছে চা বাগানের উন্নয়নের প্রস্তাব চায় দেবাঞ্জন । মুখ্যমন্ত্রীকে সেই প্রস্তাব পাঠাতে বলে । আমি কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েও এসেছিলাম । আমাকে বলেছিল চা বাগান মনিটরিং কমিটির বড় পদে বসাবে । "
তিনি আরও বলেন ," এর সতেরো-আঠারো দিন পর হঠাৎ করে একদিন দেবাঞ্জন জানায়, তার বাবা শিলিগুড়িতে এসেছেন । কিন্তু ফেরার টাকা নেই ৷ সেই সময় আমার কাছ থেকে তিন লাখ টাকা ধার নেন । কিছুদিন পর আমার সন্দেহ হয় । নবান্নে খোঁজখবর করি । জানতে পারি দেবাঞ্জনে ভুয়ো আইএএস । সেই সময় আমাকে ও আমার ছেলেকে প্রাণে মারার হুমকি দেয় দেবাঞ্জান । এরপর আমি তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিই ।" সৌভিক মজুমদার জানিয়েছেন, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দেবাঞ্জন দেবের কড়া শাস্তি হওয়া উচিৎ । এমনকি প্রশাসনকেও সমস্ত সহযোগিতার কথা জানিয়েছেন তিনি ।
আরও পড়ুন : Fake Vaccination Case : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত আরও এক