ETV Bharat / state

CAB-NRC নয়, পাহাড়বাসীর ভয় তৃণমূলকে; মন্তব্য BJP বিধায়কের - দার্জিলিংয়ের BJP বিধায়ক নীরজ জ়িম্বা

CAB-র প্রতিবাদে বুধবার থেকে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি নিয়েছে মোর্চার বিনয়পন্থীরা । বুধবার ধরনা কর্মসূচি পালন ও নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয় । এই নিয়ে বিধায়ক নীরজ জ়িম্বা বলেন, "অনুপ্রবেশকারী ছাড়া এনিয়ে আর কারও ভয় পাওয়ার দরকার নেই । অসমের পরিস্থিতি একরকম ছিল । পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের পরিস্থিতি অন্য একরকম । আগে দার্জিলিং পার্বত্য পরিষদ (DGHC) ছিল । এখন তাঁদের GTA রয়েছে । সেটি এখানকার অধিবাসীদের রক্ষাকবচ । "

neeraj zimba
neeraj zimba
author img

By

Published : Dec 12, 2019, 3:14 AM IST

Updated : Dec 12, 2019, 9:39 AM IST

দার্জিলিং, ১২ ডিসেম্বর : অসম ও উত্তরবঙ্গে দার্জিলিংয়ের পরিস্থিতি এক নয় । গোর্খাদের রাজনৈতিক পরিস্থিতি আলাদা । এমনই দাবি করলেন পাহাড়ের BJP বিধায়ক ৷ CAB ও NRC পাহাড়বাসীর জীবনে বিন্দুমাত্র প্রভাব ফেলবে না । ''কাকে কান নিয়ে গেছে শুনে কানে হাত দিয়ে দেখুন, কাকের পিছনে দৌড়াবেন না ।'' আজ একটি সাংবাদিক বৈঠকে CAB প্রসঙ্গে এই কথা বললেন দার্জিলিংয়ের BJP বিধায়ক নীরজ জ়িম্বা ।

CAB-র প্রতিবাদে বুধবার থেকে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি নিয়েছে মোর্চার বিনয়পন্থীরা । বুধবার ধরনা কর্মসূচি পালন ও নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয় । এই নিয়ে বিধায়ক নীরজ জ়িম্বা বলেন, "পাহাড়ের স্থায়ী সমাধানের বিষয়টির থেকে সরিয়ে আনার জন্যই পাহাড়ের কোনও কোনও দল বিভ্রান্তিমূলক প্রচার করছে । ছোটো ছোটো দলের বড় বড় নেতারা জাতীয় ইশু নিয়ে সরব হয়েছে । আসলে CAB নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে দার্জিলিং পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের মূল দাবিকে দূরে ঠেলে দিতে চাইছে তাঁরা । পাহাড়ের মানুষের NRC,নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ভয় পাওয়ার দরকার নেই । ভয় যদি পেতেই হয় তবে তৃণমূল কংগ্রেসকে পাওয়া উচিত ।"

দেখুন ভিডিয়ো

নীরজ জ়িম্বা আরও বলেন , "অনুপ্রবেশকারী ছাড়া এনিয়ে কারও ভয় পাওয়ার দরকার নেই । অসমের পরিস্থিতি একরকম ছিল । পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের পরিস্থিতি আর একরকম । আগে দার্জিলিং পার্বত্য পরিষদ (DGHC) ছিল । এখন তাঁদের GTA রয়েছে । সেটি এখানকার অধিবাসীদের রক্ষাকবচ । "

দার্জিলিং, ১২ ডিসেম্বর : অসম ও উত্তরবঙ্গে দার্জিলিংয়ের পরিস্থিতি এক নয় । গোর্খাদের রাজনৈতিক পরিস্থিতি আলাদা । এমনই দাবি করলেন পাহাড়ের BJP বিধায়ক ৷ CAB ও NRC পাহাড়বাসীর জীবনে বিন্দুমাত্র প্রভাব ফেলবে না । ''কাকে কান নিয়ে গেছে শুনে কানে হাত দিয়ে দেখুন, কাকের পিছনে দৌড়াবেন না ।'' আজ একটি সাংবাদিক বৈঠকে CAB প্রসঙ্গে এই কথা বললেন দার্জিলিংয়ের BJP বিধায়ক নীরজ জ়িম্বা ।

CAB-র প্রতিবাদে বুধবার থেকে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি নিয়েছে মোর্চার বিনয়পন্থীরা । বুধবার ধরনা কর্মসূচি পালন ও নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয় । এই নিয়ে বিধায়ক নীরজ জ়িম্বা বলেন, "পাহাড়ের স্থায়ী সমাধানের বিষয়টির থেকে সরিয়ে আনার জন্যই পাহাড়ের কোনও কোনও দল বিভ্রান্তিমূলক প্রচার করছে । ছোটো ছোটো দলের বড় বড় নেতারা জাতীয় ইশু নিয়ে সরব হয়েছে । আসলে CAB নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে দার্জিলিং পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের মূল দাবিকে দূরে ঠেলে দিতে চাইছে তাঁরা । পাহাড়ের মানুষের NRC,নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ভয় পাওয়ার দরকার নেই । ভয় যদি পেতেই হয় তবে তৃণমূল কংগ্রেসকে পাওয়া উচিত ।"

দেখুন ভিডিয়ো

নীরজ জ়িম্বা আরও বলেন , "অনুপ্রবেশকারী ছাড়া এনিয়ে কারও ভয় পাওয়ার দরকার নেই । অসমের পরিস্থিতি একরকম ছিল । পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের পরিস্থিতি আর একরকম । আগে দার্জিলিং পার্বত্য পরিষদ (DGHC) ছিল । এখন তাঁদের GTA রয়েছে । সেটি এখানকার অধিবাসীদের রক্ষাকবচ । "

Intro:কাকের পিছে না ছুটে কান হাতিয়ে দেখুন, ক্যাব নিয়ে গোর্খাদের পরামর্শ বিধায়ক নীরজ জিম্বার

দার্জিলিং, 11 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিল বা ক্যাব গোর্খাদের কোনো ক্ষতি করতে পারবে না । এনআরসিও দার্জিলিং পাহাড়ের বসবাসকারি গোর্খাদের উপর কোনোও প্রভাব ফেলবে না । অনুপ্রবেশ কারি ছাড়া এনিয়ে আর কারও ভয় পাওয়ার দরকার নেই । রাজ্যের ক্ষমতাসিন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের বুলি আওরে মোর্চার বিনয়পন্থীরা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে । তাই পাহাড়ের মানুষের প্রতি দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নীরজ জিম্বার আবেদন, কাক কান নিয়ে গিয়েছে শুনলে আগে কাকের পিছনে না দৌড়ে কান হাতিয়ে দেখুন। Body:তাঁর বক্তব্য অসমের পরিস্থিতি একরকম ছিল । আর পশ্চিমবঙ্গের দার্জিলিং পাহাড়ের গোর্খাদের আর এক রকম । দার্জিলিংয়ে আগে দার্জিলিং পার্বত্য পরিষদ (ডিজিএইচসি)ছিল । এখন জিটিএ । তাই এখানকার মানুষদের রক্ষাকবচ রয়েছে । Conclusion:এনআরসি, সিএবি-র প্রতিবাদে বুধবার থেকে দার্জিলিং পাহাড়ে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি নিয়েছে মোর্চার বিনয়পন্থীরা । বুধবার ধরনা কর্মসূচি পালন ও ক্যাবের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয় । এনিয়ে বিধায়ক নীরজ জিম্বা বলেন, দার্জিলিং পাহাড়ের স্থায়ী সমাধানের বিষয়টি দূরে সরিয়ে দেওয়ার জন্যই এই বিভ্রান্তিমূলক প্রচার করছে পাহাড়ের কোনো কোনো দল । বিনয়পন্থীদের নিশানা করে তাঁর বক্তব্য 'ছোট ছোট দলের বড় বড় নেতারা জাতীয় ইস্যু নিয়ে সরব হয়েছে । আসলে ক্যাব এবং এনআরসি ইস্যু নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে দার্জিলিং পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের মূল দাবিকে দূরে ঠেলে দিতে চাইছে তারা । নীরজ জিম্বা বলেন, পাহাড়ের মানুষকে এনআরসি, ক্যাব নিয়ে ভয় পাওয়ার দরকার নেই । ভয় যদি পেতেই হয় তবে তৃণমূল কংগ্রেস ও তাদের দোসরদের থেকে পাওয়া উচিত ।
Last Updated : Dec 12, 2019, 9:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.