ETV Bharat / state

Darjeeling Municipality: আজ দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান নির্বাচন - অজয় এডওয়ার্ড

গোপন ব্যালটে আজ দার্জিলিং পৌরসভার (Darjeeling Municipality) চেয়ারম্যান নির্বাচন । এই ভোট ঘিরে সকাল থেকেই সরগরম শৈলরানী ৷ পৌরসভার আশেপাশে জারি 144 ধারা ৷

Darjeeling Municipality
দার্জিলিং পৌরসভা
author img

By

Published : Jan 16, 2023, 10:35 AM IST

Updated : Jan 16, 2023, 11:21 AM IST

দার্জিলিং, 16 জানুয়ারি: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে দার্জিলিং পৌরসভার (Darjeeling Municipality) চেয়ারম্যান ও বোর্ড নির্বাচন আজ । আর নির্বাচকে ঘিরে ইতিমধ্যে সরগরম শৈলরানী । সকাল থেকে দার্জিলিং পৌরসভার আশেপাশে 144 ধারা জারি করা হয়েছে । 200 মিটারের মধ্যে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন । অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে র‍্যাফ, কমান্ডো-সহ বিশাল পুলিশ বাহিনী । বাইরের পাশাপাশি পৌরসভার অন্দরেও চার জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

দার্জিলিং পৌরসভার আসন: দার্জিলিং পৌরসভায় 32টি আসন আছে ৷ তার বর্তমান রাজনৈতিক সমীকরণ হল- 14টি আসনে রয়েছে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (BGPM) ৷ 12টি আসনে রয়েছে অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টি (Hamro Party) ৷ 3টি আসনে রয়েছে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা (GJM) ৷ 2টি আসনে রয়েছে তৃণমূলের (TMC) দখলে । একটি আসন খালি রয়েছে । এর আগে লিটমাস টেস্ট বা অনাস্থা ভোটে পরাজিত হয়েছে হামরো পার্টি । কিন্তু এবার অজয় এডওয়ার্ড ও বিমল গুরুংয়ের জন্য 'প্রেসটিজ ফাইট' বা সম্মানের লড়াই বলে মনে করছে রাজনৈতিকমহল ।

হামরো পার্টির হাতছাড়া দার্জিলিং পৌরসভা: প্রসঙ্গত, দার্জিলিং পৌরসভা নির্বাচনে 18টি আসনে জয় পেয়ে ক্ষমতায় আসে হামরো পার্টি । কিন্তু জিটিএ নির্বাচনের পরেই ছয় কাউন্সিলর অনিত থাপার (Anit Thapa) শিবিরে যোগ দেন । সংখ্যাগরিষ্ঠতা হারায় হামরো পার্টি । এদিকে তৃণমূল কংগ্রেসে নিশর্তভাবে অনিত থাপাকে সমর্থন করবে বলে জানায় । যার ফলে ম্যাজিক ফিগার পেয়ে যায় বিজিপিএম । এদিকে, দার্জিলিং পৌরসভা হামরো পার্টির হাতছাড়া হতেই দলত্যাগ করেন তৃণমূল কংগ্রেস নেতা বিনয় তামাং । এরপরই অনিত থাপার বিরুদ্ধে একত্রিত হন বিমল গুরুং, বিনয় তামাং ও অজয় এডওয়ার্ডরা ।

কলকাতা হাইকোর্টের দারস্থ: তবে দার্জিলিং পৌরসভার ক্ষমতায় থাকতে সবরকম মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড । প্রথমে লোয়ার ডিভিশন কোর্ট, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, তারপর ডিভিশন বেঞ্চ । প্রত্যেক জায়গা থেকে খালি হাতে ফিরে আসতে হয়েছে তাঁকে । সেসব জায়গায় ব্যর্থ হওয়ায় শেষে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান তাঁরা । কিন্তু তাতেও খুব একটা সুবিধা হয়নি । সোমবার গোপন ব্যালটে নতুন চেয়ারম্যান নির্বাচন হবে ।

গোপন ব্যালটে নির্বাচন: খোলাখুলি ভোটাভুটির জায়গায় গোপন ব্যালটে নির্বাচন হওয়ায় ফলাফল নিয়ে রহস্য থেকে যাচ্ছে । যে কোনও মুহুর্তে সমীকরণ বদলে যেতে পারে । বিনয়, বিমল ও অজয় জোট করায় গোপন ব্যালটে কিছুটা হলেও ফের বদল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিকমহল । কারণ হামরো পার্টি আর গোর্খা জনমুক্তি মোর্চা জোট করলে তারা ম্যাজিক ফিগার থেকে মাত্র একটি আসন দূরে থাকছে । এই অবস্থায় বিনয় তামাংয়ের কোনও অনুগামী দলের বিরুদ্ধে গেলে খেলা বদলে যাওয়ার আশঙ্কা থাকছে ।

আরও পড়ুন: দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান অপসারণে কোনও ত্রুটি নেই, হাইকোর্টে ফের ধাক্কা হামরো পার্টির

দার্জিলিং, 16 জানুয়ারি: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে দার্জিলিং পৌরসভার (Darjeeling Municipality) চেয়ারম্যান ও বোর্ড নির্বাচন আজ । আর নির্বাচকে ঘিরে ইতিমধ্যে সরগরম শৈলরানী । সকাল থেকে দার্জিলিং পৌরসভার আশেপাশে 144 ধারা জারি করা হয়েছে । 200 মিটারের মধ্যে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন । অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে র‍্যাফ, কমান্ডো-সহ বিশাল পুলিশ বাহিনী । বাইরের পাশাপাশি পৌরসভার অন্দরেও চার জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

দার্জিলিং পৌরসভার আসন: দার্জিলিং পৌরসভায় 32টি আসন আছে ৷ তার বর্তমান রাজনৈতিক সমীকরণ হল- 14টি আসনে রয়েছে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (BGPM) ৷ 12টি আসনে রয়েছে অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টি (Hamro Party) ৷ 3টি আসনে রয়েছে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা (GJM) ৷ 2টি আসনে রয়েছে তৃণমূলের (TMC) দখলে । একটি আসন খালি রয়েছে । এর আগে লিটমাস টেস্ট বা অনাস্থা ভোটে পরাজিত হয়েছে হামরো পার্টি । কিন্তু এবার অজয় এডওয়ার্ড ও বিমল গুরুংয়ের জন্য 'প্রেসটিজ ফাইট' বা সম্মানের লড়াই বলে মনে করছে রাজনৈতিকমহল ।

হামরো পার্টির হাতছাড়া দার্জিলিং পৌরসভা: প্রসঙ্গত, দার্জিলিং পৌরসভা নির্বাচনে 18টি আসনে জয় পেয়ে ক্ষমতায় আসে হামরো পার্টি । কিন্তু জিটিএ নির্বাচনের পরেই ছয় কাউন্সিলর অনিত থাপার (Anit Thapa) শিবিরে যোগ দেন । সংখ্যাগরিষ্ঠতা হারায় হামরো পার্টি । এদিকে তৃণমূল কংগ্রেসে নিশর্তভাবে অনিত থাপাকে সমর্থন করবে বলে জানায় । যার ফলে ম্যাজিক ফিগার পেয়ে যায় বিজিপিএম । এদিকে, দার্জিলিং পৌরসভা হামরো পার্টির হাতছাড়া হতেই দলত্যাগ করেন তৃণমূল কংগ্রেস নেতা বিনয় তামাং । এরপরই অনিত থাপার বিরুদ্ধে একত্রিত হন বিমল গুরুং, বিনয় তামাং ও অজয় এডওয়ার্ডরা ।

কলকাতা হাইকোর্টের দারস্থ: তবে দার্জিলিং পৌরসভার ক্ষমতায় থাকতে সবরকম মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড । প্রথমে লোয়ার ডিভিশন কোর্ট, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, তারপর ডিভিশন বেঞ্চ । প্রত্যেক জায়গা থেকে খালি হাতে ফিরে আসতে হয়েছে তাঁকে । সেসব জায়গায় ব্যর্থ হওয়ায় শেষে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান তাঁরা । কিন্তু তাতেও খুব একটা সুবিধা হয়নি । সোমবার গোপন ব্যালটে নতুন চেয়ারম্যান নির্বাচন হবে ।

গোপন ব্যালটে নির্বাচন: খোলাখুলি ভোটাভুটির জায়গায় গোপন ব্যালটে নির্বাচন হওয়ায় ফলাফল নিয়ে রহস্য থেকে যাচ্ছে । যে কোনও মুহুর্তে সমীকরণ বদলে যেতে পারে । বিনয়, বিমল ও অজয় জোট করায় গোপন ব্যালটে কিছুটা হলেও ফের বদল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিকমহল । কারণ হামরো পার্টি আর গোর্খা জনমুক্তি মোর্চা জোট করলে তারা ম্যাজিক ফিগার থেকে মাত্র একটি আসন দূরে থাকছে । এই অবস্থায় বিনয় তামাংয়ের কোনও অনুগামী দলের বিরুদ্ধে গেলে খেলা বদলে যাওয়ার আশঙ্কা থাকছে ।

আরও পড়ুন: দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান অপসারণে কোনও ত্রুটি নেই, হাইকোর্টে ফের ধাক্কা হামরো পার্টির

Last Updated : Jan 16, 2023, 11:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.