ETV Bharat / state

উত্তরবঙ্গে রাজ্যপালের উদ্দেশ্যে তৃণমূলের 'গো ব্যাক স্লোগান', দেখানো হল কালো পতাকা - JAGDEEP DHANKHAR

রাজ্যপালের উদ্দেশ্যে পাহাড় থেকে সমতলে উঠল 'গো ব্যাক’ স্লোগান । কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ তৃণমূলের । রাজ্যপাল পাহাড়ে যাওয়ার পথে দু‘-তিন জায়গায় তাঁর উদ্দেশ্যে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ।

Jagdeep Dhankhar
উত্তরবঙ্গে রাজ্যপালের উদ্দেশ্যে তৃণমূলের 'গো ব্যাক স্লোগান', দেখানো হল কালো পতাকা
author img

By

Published : Jun 21, 2021, 6:47 PM IST

কার্শিয়াং, 21 জুন: রাজ্যপালের উদ্দেশ্যে পাহাড় থেকে সমতলে উঠল 'গো ব্যাক’ স্লোগান । কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের । সোমবার দিল্লি থেকে ফিরেই সস্ত্রীক উত্তরবঙ্গ সফরে যান রাজ্যপাল জগদীপ ধনকড় । বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা দার্জিলিংয়ের রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন তিনি । রাজ্যপাল পাহাড়ে যাওয়ার পথে দু‘-তিন জায়গায় তাঁর উদ্দেশ্যে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ।

এদিন শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার খাপরাইল এলাকায় কালো পতাকা দেখিয়ে 'গো ব্যাক স্লোগান' দিতে দেখা যায় মাটিগাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীদের । পাশাপাশি কার্শিয়াং মহকুমার শিমুলবাড়ি সংলগ্ন রোহিণী গেটে রাজ্যপালকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান হিল তৃণমুল কংগ্রেসের কার্শিয়াং ব্লক শাখার কর্মী-সমর্থকরা । এরপর কার্শিয়াং মোটরস্ট্যান্ডেও একইভাবে 'গো ব্যাক স্লোগান' দিয়ে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান হিল তৃণমূল কর্মীরা ।

কার্শিয়াং ব্লক হিল তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্রিত ছেত্রী বলেন, "রাজ্যপাল হয়ে তিনি যেভাবে বিজেপি নেতার মতো কাজ করছেন তা নক্কারজনক । আমরা এই কাজের তীব্র ধিক্কার জানাই । মানুষ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছেন । কিন্তু তারপরেও রাজ্যপাল নির্বাচিত সরকারকে মানতে নারাজ । সেকারণেই আমরা কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাই ।’’

আরও পড়ুন: দিনহাটা থানায় জন বার্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূল যুব নেতার

সাতদিনের জন্য উত্তরবঙ্গ সফরে সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড় । যেখানে বর্তমানে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি । ঠিক সেই সময় দিল্লি থেকে ফিরেই রাজ্যপালের উত্তরবঙ্গ সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । উত্তরবঙ্গের বিজেপি সাংসদ ও বিধায়কদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে রাজ্যপালের । তাঁর সফর ঘিরে পৃথক রাজ্যের দাবি কোন মাত্রায় পৌঁছায় সেদিকেই নজর থাকছে সবার ।

কার্শিয়াং, 21 জুন: রাজ্যপালের উদ্দেশ্যে পাহাড় থেকে সমতলে উঠল 'গো ব্যাক’ স্লোগান । কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের । সোমবার দিল্লি থেকে ফিরেই সস্ত্রীক উত্তরবঙ্গ সফরে যান রাজ্যপাল জগদীপ ধনকড় । বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা দার্জিলিংয়ের রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন তিনি । রাজ্যপাল পাহাড়ে যাওয়ার পথে দু‘-তিন জায়গায় তাঁর উদ্দেশ্যে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ।

এদিন শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার খাপরাইল এলাকায় কালো পতাকা দেখিয়ে 'গো ব্যাক স্লোগান' দিতে দেখা যায় মাটিগাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীদের । পাশাপাশি কার্শিয়াং মহকুমার শিমুলবাড়ি সংলগ্ন রোহিণী গেটে রাজ্যপালকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান হিল তৃণমুল কংগ্রেসের কার্শিয়াং ব্লক শাখার কর্মী-সমর্থকরা । এরপর কার্শিয়াং মোটরস্ট্যান্ডেও একইভাবে 'গো ব্যাক স্লোগান' দিয়ে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান হিল তৃণমূল কর্মীরা ।

কার্শিয়াং ব্লক হিল তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্রিত ছেত্রী বলেন, "রাজ্যপাল হয়ে তিনি যেভাবে বিজেপি নেতার মতো কাজ করছেন তা নক্কারজনক । আমরা এই কাজের তীব্র ধিক্কার জানাই । মানুষ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছেন । কিন্তু তারপরেও রাজ্যপাল নির্বাচিত সরকারকে মানতে নারাজ । সেকারণেই আমরা কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাই ।’’

আরও পড়ুন: দিনহাটা থানায় জন বার্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূল যুব নেতার

সাতদিনের জন্য উত্তরবঙ্গ সফরে সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড় । যেখানে বর্তমানে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি । ঠিক সেই সময় দিল্লি থেকে ফিরেই রাজ্যপালের উত্তরবঙ্গ সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । উত্তরবঙ্গের বিজেপি সাংসদ ও বিধায়কদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে রাজ্যপালের । তাঁর সফর ঘিরে পৃথক রাজ্যের দাবি কোন মাত্রায় পৌঁছায় সেদিকেই নজর থাকছে সবার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.