দার্জিলিং, 13 জুলাই : নেপালি আদিকবি ভানুভক্তের 206তম জন্মজয়ন্তী পালিত হল দার্জিলিঙে । এই প্রথমবার যৌথভাবে অনুষ্ঠান করে দার্জিলিং জেলা প্রশাসন ও GTA তথ্য সংস্কৃতি বিভাগ । আজ দার্জিলিঙের ম্যালে মূল অনুষ্ঠান হয় । এতে GTA চেয়ারম্যান অনিত থাপা, দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম, গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাং-সহ নেপালি সমাজের প্রমুখরা উপস্থিত ছিলেন ।
অনিত থাপা বলেন, "এর আগে পাহাড়ে জেলা প্রশাসন ও GTA পৃথকভাবে ভানুভক্তের জন্মজয়ন্তী পালন করত । এবছর একসঙ্গে এই কর্মসূচি করে নজির রাখল । এরপর প্রতিবছর যৌথভাবেই এই কর্মসূচি করার ইচ্ছা রয়েছে ।"
কোরোনা পরিস্থিতির জেরে বড় করে অনুষ্ঠান না হলেও আয়োজকদের আন্তরিকতায় ভাটা ছিল না । তবে কোভিড প্যানডেমিকের জন্য এবছর কাউকে ভানুভক্ত পুরস্কার দেওয়া হয়নি ।
নেপালি কবি ভনুভক্ত সংস্কৃত থেকে নেপালি ভাষায় প্রথম রামায়ণ রচনা করেছিলেন । এরপরই তাঁকে আদিকবি উপাধি দেওয়া হয়েছিল ৷