দার্জিলিং, 18 ডিসেম্বর : দার্জিলিং চা ৷ স্বাদে ও গন্ধে অনন্য ৷ কিন্তু বর্তমানে এই চায়ের উৎপাদন কমছে ৷ কমছে রপ্তানির পরিমাণও ৷ আর এই সবের জন্য স্থানীয় সমস্যা এবং রাজনৈতিক পরিস্থিতিকেই দায়ী করলেন দার্জিলিং টি অ্যাসোশিয়েশনের প্রধান সন্দীপ মুখোপাধ্যায় ৷
সন্দীপবাবু জানান, দশ বছর আগেও দার্জিলিঙে উৎপাদিত চায়ের পরিমাণ ছিল দশ মিলিয়ন কেজি । এখন তা কমে হয়েছে সাড়ে সাত মিলিয়ন কেজি । গত বছরের তুলনায় রপ্তানিও কমেছে অন্তত 25 শতাংশ । বলেন, "এই রাজনৈতিক পরিস্থিতি যদি না শুধরায় তাহলে রপ্তানি আরও কমে যাবে ৷ শিল্পে লোকসান হলে মালিকরা তো থাকবে না ৷ আমরা সেক্ষেত্রে বাগান বন্ধ করে দিতে বাধ্য হব ৷ এখন অবধি দার্জিলিঙে তিনটে চা বাগান বন্ধ রয়েছে গত তিন বছর ধরে ৷ অনেক প্রচেষ্টা সত্ত্বেও সেগুলি খোলা যায়নি ৷ স্থানীয় দলগুলি এলাকার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করে দেয় ৷ যার ফলে বাগানে ঝামেলা লাগে ৷ আর সেই পরিস্থিতিতে চা বাগান চালানো সম্ভব হয় না ৷ "
উৎপাদন ও রপ্তানি কমায় দিন দিন দার্জিলিং চায়ের কদর বিশ্ব বাজারে কমছে ৷ যেটা চা শিল্পের ক্ষেত্রে অশনি সংকেত ৷ অন্যদিকে এই সুযোগকে কাজে লাগাচ্ছে নেপাল এবং শ্রীলঙ্কা । GTA (গোর্খা টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)-এলাকায় 84টি চা বাগান চালু রয়েছে ৷ প্রায় লক্ষাধিক শ্রমিক ও তাদের পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রুজি-রুটির জন্য এই সমস্ত বাগানগুলির উপর নির্ভরশীল ৷