ETV Bharat / state

দার্জিলিং-চা উৎপাদন ও রপ্তানি কমছে, দায়ি রাজনীতি - দার্জিলিং চায়ের উৎপাদন ও রপ্তানি কমছে

দার্জিলিঙের রাজনৈতিক পরিস্থিতিকেই সরাসরি চায়ের উৎপাদন ও রপ্তানি কমার জন্য দায়ি করলেন দার্জিলিং টি অ্যাসোশিয়াশনের প্রধান সন্দীপ মুখার্জি ৷

currently reducing the production and export of Darjeeling Tea
দার্জিলিং টি অ্যাসোশিয়াশনের প্রধান সন্দীপ মুখার্জি
author img

By

Published : Dec 18, 2019, 10:45 AM IST

দার্জিলিং, 18 ডিসেম্বর : দার্জিলিং চা ৷ স্বাদে ও গন্ধে অনন্য ৷ কিন্তু বর্তমানে এই চায়ের উৎপাদন কমছে ৷ কমছে রপ্তানির পরিমাণও ৷ আর এই সবের জন্য স্থানীয় সমস্যা এবং রাজনৈতিক পরিস্থিতিকেই দায়ী করলেন দার্জিলিং টি অ্যাসোশিয়েশনের প্রধান সন্দীপ মুখোপাধ্যায় ৷

সন্দীপবাবু জানান, দশ বছর আগেও দার্জিলিঙে উৎপাদিত চায়ের পরিমাণ ছিল দশ মিলিয়ন কেজি । এখন তা কমে হয়েছে সাড়ে সাত মিলিয়ন কেজি । গত বছরের তুলনায় রপ্তানিও কমেছে অন্তত 25 শতাংশ । বলেন, "এই রাজনৈতিক পরিস্থিতি যদি না শুধরায় তাহলে রপ্তানি আরও কমে যাবে ৷ শিল্পে লোকসান হলে মালিকরা তো থাকবে না ৷ আমরা সেক্ষেত্রে বাগান বন্ধ করে দিতে বাধ্য হব ৷ এখন অবধি দার্জিলিঙে তিনটে চা বাগান বন্ধ রয়েছে গত তিন বছর ধরে ৷ অনেক প্রচেষ্টা সত্ত্বেও সেগুলি খোলা যায়নি ৷ স্থানীয় দলগুলি এলাকার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করে দেয় ৷ যার ফলে বাগানে ঝামেলা লাগে ৷ আর সেই পরিস্থিতিতে চা বাগান চালানো সম্ভব হয় না ৷ "

সন্দীপ মুখার্জি কী বললেন শুনুন ভিডিয়োয়...

উৎপাদন ও রপ্তানি কমায় দিন দিন দার্জিলিং চায়ের কদর বিশ্ব বাজারে কমছে ৷ যেটা চা শিল্পের ক্ষেত্রে অশনি সংকেত ৷ অন্যদিকে এই সুযোগকে কাজে লাগাচ্ছে নেপাল এবং শ্রীলঙ্কা । GTA (গোর্খা টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)-এলাকায় 84টি চা বাগান চালু রয়েছে ৷ প্রায় লক্ষাধিক শ্রমিক ও তাদের পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রুজি-রুটির জন্য এই সমস্ত বাগানগুলির উপর নির্ভরশীল ৷

দার্জিলিং, 18 ডিসেম্বর : দার্জিলিং চা ৷ স্বাদে ও গন্ধে অনন্য ৷ কিন্তু বর্তমানে এই চায়ের উৎপাদন কমছে ৷ কমছে রপ্তানির পরিমাণও ৷ আর এই সবের জন্য স্থানীয় সমস্যা এবং রাজনৈতিক পরিস্থিতিকেই দায়ী করলেন দার্জিলিং টি অ্যাসোশিয়েশনের প্রধান সন্দীপ মুখোপাধ্যায় ৷

সন্দীপবাবু জানান, দশ বছর আগেও দার্জিলিঙে উৎপাদিত চায়ের পরিমাণ ছিল দশ মিলিয়ন কেজি । এখন তা কমে হয়েছে সাড়ে সাত মিলিয়ন কেজি । গত বছরের তুলনায় রপ্তানিও কমেছে অন্তত 25 শতাংশ । বলেন, "এই রাজনৈতিক পরিস্থিতি যদি না শুধরায় তাহলে রপ্তানি আরও কমে যাবে ৷ শিল্পে লোকসান হলে মালিকরা তো থাকবে না ৷ আমরা সেক্ষেত্রে বাগান বন্ধ করে দিতে বাধ্য হব ৷ এখন অবধি দার্জিলিঙে তিনটে চা বাগান বন্ধ রয়েছে গত তিন বছর ধরে ৷ অনেক প্রচেষ্টা সত্ত্বেও সেগুলি খোলা যায়নি ৷ স্থানীয় দলগুলি এলাকার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করে দেয় ৷ যার ফলে বাগানে ঝামেলা লাগে ৷ আর সেই পরিস্থিতিতে চা বাগান চালানো সম্ভব হয় না ৷ "

সন্দীপ মুখার্জি কী বললেন শুনুন ভিডিয়োয়...

উৎপাদন ও রপ্তানি কমায় দিন দিন দার্জিলিং চায়ের কদর বিশ্ব বাজারে কমছে ৷ যেটা চা শিল্পের ক্ষেত্রে অশনি সংকেত ৷ অন্যদিকে এই সুযোগকে কাজে লাগাচ্ছে নেপাল এবং শ্রীলঙ্কা । GTA (গোর্খা টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)-এলাকায় 84টি চা বাগান চালু রয়েছে ৷ প্রায় লক্ষাধিক শ্রমিক ও তাদের পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রুজি-রুটির জন্য এই সমস্ত বাগানগুলির উপর নির্ভরশীল ৷

Intro:উৎপাদন থেকে রপ্তানি কমছে স্বাদ ও গন্ধে বিশ্ব সেরা দার্জিলিং চায়ের, অশনি সংকেত

দার্জিলিং, 17 ডিসেম্বর : বিশ্বখ্যাত দার্জিলিং চায়ের উৎপাদন কমছে। কমছে রফতানিও। স্থানীয় সমস্যা থেকে শুরু করে রাজনৈতিক কারণকেই এরজন্য দায়ী করলেন দার্জিলিং টি এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সন্দীপ মুখার্জি।


Body:একটি ওয়ান টু ওয়ান সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দশ বছর আগেও দার্জিলিং পাহাড়ে উৎপাদিত চায়ের পরিমান ছিল 10 মিলিয়ন কেজি। তা কমে এখন হয়েছে সাড়ে সাত মিলিয়ন কেজি। গত বছরের তুলনায় রপ্তানিও কমেছে অন্তত 25 শতাংশ। ফলে অশনি সংকেত দার্জিলিং চায়ের ক্ষেত্রে। আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে এটা ভাল নয়। কেননা, এরফলে বিশ্ব বাজারে দার্জিলিং চায়ের কদর কমছে। স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, চা শিল্পে বাধা সহ একাধিক কারণ রয়েছে এর পিছনে বলে মনে করেন সন্দীপ মুখার্জি। তিনি বলেন, এভাবে চললে লোকসান শিল্পে মালিকরা বেশি দিন থাকবে না। চা বাগান বন্ধ হবে। গত তিন বছর ধরে দার্জিলিং পাহাড়ে তিনটি চা বাগান বন্ধ রয়েছে। পাহাড়ে পৃথক রাজ্যের আন্দোলন থেকে শুরু করে একাধিক আন্দোলনের জেরে দার্জিলিং চা শিল্পে ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে উৎপাদন ও রপ্তানি কমছে।


Conclusion:এসব কারণেস্বাদ ও গন্ধে পৃথিবী সেরা দার্জিলিং চা ধুঁকতে শুরু করছে। এই সুযোগ কাজে লাগছে নেপাল তথা শ্রীলঙ্কার চা। জিটিএ এলাকায় 84 টি চা বাগান এখন চালু অবস্থায় রয়েছে। ওইসব চা বাগানে লক্ষাধিক শ্রমিক ও তাঁদের পরিবার রয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.