শিলিগুড়ি, 9 সেপ্টেম্বর : শিক্ষাঙ্গনকে করোনা মুক্ত করতে এবং পড়ুয়াদের সুরক্ষা নিশ্চিত করতে অভিনব উদ্যোগ নিল শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ড । রাজ্যের মধ্যে প্রথম এবার কলেজে পড়ুয়াদের জন্য টিকাকরণ শিবিরের আয়োজন পুর প্রশাসকের । বুধবার শিলিগুড়ির সাতটি কলেজে শুরু হয় করোনার টিকাকরণ শিবির । দিনে প্রতিটি কলেজে এক হাজার করে টিকা দেওয়ার লক্ষ্য পৌরনিগমের । বুধবার কলেজগুলিতে টিকাকরণ শিবিরের সূচনা করেন পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব । পাশাপাশি উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য রঞ্জন সরকার । আর পুর প্রশাসকের ওই উদ্যোগে খুশি শিক্ষার্থীরা ।
সম্প্রতি, পৌরনিগম কলেজগুলির অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করে । সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় কলেজের পড়ুয়াদের টিকাকরণ করা হবে । জানা গিয়েছে, আগামী 30 সেপ্টেম্বরের মধ্যেই টিকাকরণ শেষ করতে তৎপর পুর কর্তৃপক্ষ । সেই লক্ষ্যে দ্রুত পৌঁছোতে 18 বছরের বেশি কলেজ পড়ুয়াদের একটা বড় অংশকে টার্গেট করে টিকাকরণ কর্মসূচি নিয়েছে কর্তৃপক্ষ । এতে একদিকে যেমন করোনার টিকাকরণ দ্রুত শেষ হবে অন্যদিকে, পরবর্তীতে কলেজ খুললে পড়ুয়াদের করোনার থেকে সুরক্ষা নিশ্চিত হবে । পড়ুয়া ছাড়াও কলেজ কর্মীরাও কলেজের টিকাকরণ শিবির থেকে প্রথম ডোজের টিকা নিতে পারবে । কিন্তু তার আগে কলেজ কর্তৃপক্ষকে নামের তালিকা পৌরনিগমে পাঠাতে হবে । শিলিগুড়ি পৌরনিগমের অধীন শিলিগুড়ি কলেজ, মুন্সী প্রেমচাঁদ কলেজ, সুর্যসেন কলেজ, তিনটি পলেটেকনিক কলেজে ও একটি আইটিআই কলেজে ওই টিকাকরণ শিবির এদিন শুরু হয় ।
আরও পড়ুন: বিধায়ক নীরজ জিম্বাকে 'কিম জং' বলে কটাক্ষ অজয় এডওয়ার্ডের
পরবর্তীতে সরকারি কলেজের পাশাপাশি বেসরকারি কলেজেও টিকার ব্যবস্থা করা হবে । শিলিগুড়ি পৌরনিগমের অধীন 2 লক্ষ 72 হাজার শহরবাসীকে করোনার টিকাকরণের আওতায় নিয়ে আসা হবে । ইতিমধ্যেই 2 লক্ষ 29 হাজার মানুষকে প্রথম ডোজ দেওয়া হয়েছে । কলেজ পড়ুয়াদেরও দ্বিতীয় ডোজের জন্য একইভাবে টিকাকরণের ব্যবস্থা করা হবে । পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব বলেন, "শিক্ষাঙ্গনকে করোনা মুক্ত করতে হবে । মুখ্যমন্ত্রীর নির্দেশে সেইমতো প্রথম কলেজে করোনার টিকাকরণ শিবিরের আয়োজন করা হল । পরবর্তী সময় জেলাশাসকের সঙ্গে কথা বলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ আইন মহাবিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে একইভাবে করোনার টিকাকরণের শিবিরের আয়োজন করা হবে ।" শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত কুমার ঘোষ বলেন, "পড়ুয়াদের করোনা থেকে সুরক্ষা নিশ্চিত করতে ওই উদ্যোগ পুর প্রশাসকের । সেজন্য রাজ্য সরকার ও শিলিগুড়ি পৌরনিগমেকে ধন্যবাদ ।"