ETV Bharat / state

শিলিগুড়িতে গত 24 ঘণ্টায় মৃত 8, আক্রাক্ত এক IPS-সহ 43 - IG

শিলিগুড়িতে মোট আক্রান্ত 43 জন ৷ এই প্রথম জেলায় কোনও IPS পদমর্যাদার পুলিশ আধিকারিক কোরোনায় সংক্রমিত হলেন । পাশাপাশি প্রধাননগরের একটি নার্সিংহোমের মালিক কোরোনায় সংক্রমিত হয়েছেন ।

শিলিগুড়ি
শিলিগুড়িতে কোরোনায় মৃত আট, আক্রাক্ত এক IPS সহ 43
author img

By

Published : Aug 7, 2020, 12:33 PM IST

শিলিগুড়ি, 7 অগাস্ট : কোরোনায় আক্রান্ত হয়ে শিলিগুড়িতে মৃত্যু হল আরও 8 জনের । আক্রান্ত হয়েছেন 43 জন ৷ যাদের মধ্যে রয়েছেন IG পদমর্যাদার এক পুলিশ আধিকারিক ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, মৃত আট জনের মধ্যে চার জন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি ছিলেন এবং সেখানেই মারা যান ৷ বাকিরা মারা যান মাটিগাড়ার কোভিড হাসপাতালে । মৃতদের মধ্যে মাটিগাড়া কোভিড হাসপাতালে মারা যান সংশ্লিষ্ট অঞ্চলের খাপরাইল এলাকার এক গৃহবধূ, দার্জিলিং পাহাড়ের লেবংয়ের এক বৃদ্ধা, শিলিগুড়ি পৌরনিগমের 39 নম্বর ওয়ার্ডের হায়দারপাড়ার এক প্রবীণ এবং 38 নম্বর ওয়ার্ডের ব্যক্তির । অন্যদিকে, শিলিগুড়ি পৌরনিগমের 32 নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লির এক বৃদ্ধ, নকশালবাড়ি ব্লকের বীরসিংজোতের এক ব্যক্তি, শিলিগুড়ি পৌরনিগমের 30 নম্বর ওয়ার্ডের দেশবন্ধুপাড়ার আর এক বৃদ্ধ এবং কিশানগঞ্জের এক যুবক উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের রেসপিরেটরি ইন্টেনসিভ কেয়ার ইউনিট (SARI) এবং আইসোলেশন ওয়ার্ডে মারা যান ।

প্রত্যেকের মৃতদেহ পরিবারকে না দিয়ে স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনের তরফে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে । এদিকে কোরোনায় এবার সংক্রমিত হয়েছেন শিলিগুড়ি হিমাঞ্চল বিহারের বাসিন্দা রাজ্য পুলিশের সশস্ত্র পুলিশ বাহিনীর IG (উত্তরবঙ্গ) । তিনি বেশ কয়েক বছর আগে শিলিগুড়িতে পুলিশ কমিশনার পদে নিযুক্ত ছিলেন । এই প্রথম জেলায় কোনও IPS পদমর্যাদার পুলিশ আধিকারিক কোরোনায় সংক্রমিত হলেন । পাশাপাশি প্রধাননগরের একটি নার্সিংহোমের মালিকও কোরোনায় সংক্রমিত হয়েছেন ।

উল্লেখ্য,দার্জিলিঙে 43 জন, শিলিগুড়িতে 27 জন নতুন করে সংক্রমিত হয়েছেন । পৌরনিগমের 30 নম্বর ওয়ার্ডে ছয় জন, 40 নম্বর ওয়ার্ডে পাঁচ জন, 2 নম্বর ওয়ার্ডে চার জন, 41 নম্বর ওয়ার্ডে 2 জন, 4, 10, 25, 26, 28, 32 ও 35 নম্বরে একজন করে সংক্রমিত রয়েছেন । পাশাপাশি মাটিগাড়া ব্লকে 15 জন, নকশালবাড়ি ব্লকে চারজন, কার্শিয়াংয়ে চার জন ও সুকন্যার এক বাসিন্দা কোরোনায় সংক্রমিত হয়েছেন ।

শিলিগুড়ি, 7 অগাস্ট : কোরোনায় আক্রান্ত হয়ে শিলিগুড়িতে মৃত্যু হল আরও 8 জনের । আক্রান্ত হয়েছেন 43 জন ৷ যাদের মধ্যে রয়েছেন IG পদমর্যাদার এক পুলিশ আধিকারিক ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, মৃত আট জনের মধ্যে চার জন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি ছিলেন এবং সেখানেই মারা যান ৷ বাকিরা মারা যান মাটিগাড়ার কোভিড হাসপাতালে । মৃতদের মধ্যে মাটিগাড়া কোভিড হাসপাতালে মারা যান সংশ্লিষ্ট অঞ্চলের খাপরাইল এলাকার এক গৃহবধূ, দার্জিলিং পাহাড়ের লেবংয়ের এক বৃদ্ধা, শিলিগুড়ি পৌরনিগমের 39 নম্বর ওয়ার্ডের হায়দারপাড়ার এক প্রবীণ এবং 38 নম্বর ওয়ার্ডের ব্যক্তির । অন্যদিকে, শিলিগুড়ি পৌরনিগমের 32 নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লির এক বৃদ্ধ, নকশালবাড়ি ব্লকের বীরসিংজোতের এক ব্যক্তি, শিলিগুড়ি পৌরনিগমের 30 নম্বর ওয়ার্ডের দেশবন্ধুপাড়ার আর এক বৃদ্ধ এবং কিশানগঞ্জের এক যুবক উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের রেসপিরেটরি ইন্টেনসিভ কেয়ার ইউনিট (SARI) এবং আইসোলেশন ওয়ার্ডে মারা যান ।

প্রত্যেকের মৃতদেহ পরিবারকে না দিয়ে স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনের তরফে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে । এদিকে কোরোনায় এবার সংক্রমিত হয়েছেন শিলিগুড়ি হিমাঞ্চল বিহারের বাসিন্দা রাজ্য পুলিশের সশস্ত্র পুলিশ বাহিনীর IG (উত্তরবঙ্গ) । তিনি বেশ কয়েক বছর আগে শিলিগুড়িতে পুলিশ কমিশনার পদে নিযুক্ত ছিলেন । এই প্রথম জেলায় কোনও IPS পদমর্যাদার পুলিশ আধিকারিক কোরোনায় সংক্রমিত হলেন । পাশাপাশি প্রধাননগরের একটি নার্সিংহোমের মালিকও কোরোনায় সংক্রমিত হয়েছেন ।

উল্লেখ্য,দার্জিলিঙে 43 জন, শিলিগুড়িতে 27 জন নতুন করে সংক্রমিত হয়েছেন । পৌরনিগমের 30 নম্বর ওয়ার্ডে ছয় জন, 40 নম্বর ওয়ার্ডে পাঁচ জন, 2 নম্বর ওয়ার্ডে চার জন, 41 নম্বর ওয়ার্ডে 2 জন, 4, 10, 25, 26, 28, 32 ও 35 নম্বরে একজন করে সংক্রমিত রয়েছেন । পাশাপাশি মাটিগাড়া ব্লকে 15 জন, নকশালবাড়ি ব্লকে চারজন, কার্শিয়াংয়ে চার জন ও সুকন্যার এক বাসিন্দা কোরোনায় সংক্রমিত হয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.